ETV Bharat / sports

অনূর্ধ্ব-19 বিশ্বকাপের 'গোল্ডেন টিকিট' পেতে ভারতের দরকার 245

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 5:11 PM IST

Updated : Feb 6, 2024, 8:22 PM IST

U19 WC Semi-Final: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ চলছে বেনোনিতে ৷ মঙ্গলবার টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টিম মেন ইন ব্লু'র অধিনায়ক উদয় সাহারান ৷ ভারতীয় যুব বিশ্বকাপ দলের উদয় সাহারান বাহিনী ফাইনালের টিকিট পেতে রান তাড়া করতে নামছে ৷ প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর 244/7 ৷

ভারতের দরকার 245
U19 WC Semi-Final

বেনোনি (দক্ষিণ আফ্রিকা), 6 ফেব্রুয়ারি: ভাইজ্যাগে গতকাল ব্রিটিশদের হারিয়ে টেস্ট সিরিজে সমতা ফিরিয়েছে রোহিত অ্যান্ড কোং ৷ এদিকে দক্ষিণ আফ্রিকায় চলছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেমিফাইনাল ৷ দলের অধিনায়ক উদয় সাহারান মঙ্গলবার বেনোনির উইলোমুর পার্কে টস জিতে মঙ্গলবার বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকাকে 244 রানে বেঁধে রাখলেন ভারতীয় বোলাররা ৷ অর্থাৎ প্রতিযোগিতার 'গোল্ডেন টিকিট' পেতে মেন ইন ব্লু'র দরকার 245 ৷

এদিন দক্ষিণ আফ্রিকা ওপেনার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস (উইকেটরক্ষক) সবথেকে বেশি রান (76) করেন ৷ দ্বিতীয় সর্বাধিক 64 রান আসে রিচার্ড সেলেটসওয়ানের ব্যাট থেকে আসে ৷ তারপর কোনও ব্যাটারই আর 25 রানের গণ্ডি পেরোতে পারেননি ৷ এদিকে ভারতীয় বোলার রাজ লিম্বানি সর্বাধিক 3 উইকেট নেন ৷ পরে মুসির খান 2টি উইকেট নিয়ে বিপক্ষ দলের ব্যাটারদের সাজঘরে ফেরান ৷ একটি করে উইকেট নেন নমন তিওয়ারি ও সোমি পান্ডে ৷

ভারত চলতি যুব বিশ্বকাপের গ্রুপ লিগের তিনটি ম্যাচে হারিয়ে দিয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও আমেরিকাকে। পরে সুপার সিক্স রাউন্ডের 2টি ম্যাচে ভারতীয় যুব দল পরাজিত করে নিউজিল্যান্ড ও নেপালকে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা গ্রুপ লিগে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডকে হারালেও হেরে যায় ইংল্যান্ডের কাছে। পরে সুপার সিক্স রাউন্ডে দক্ষিণ আফ্রিকা হারায় জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কাকে। ফলত প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৷ অন্যদিকে, গ্রুপ-2 লিগের সেরা ও তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে পাকিস্তান।

ভারতের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দল: আরশিন কুলকার্নি, আদর্শ সিং, রুদ্র ময়ূর প্যাটেল, সচিন দাস, প্রিয়াংশু মলিয়া, মুশীর খান, উদয় সাহারান (অধিনায়ক) আরাভেলি অবনীশ রাও, সোমি কুমার পান্ডে, মুরুগান অভিষেক, ইনেশ মহাজন, ধনুশ গৌড়া, আরাধ্যা শুক্লা, রাজ লিম্বানি, নমন তিওয়ারি।

আরও পড়ুন:

  1. একশো ওভারের খেল খতম মাত্র একত্রিশেই, 8 উইকেটে ক্যারিবিয়ান 'বধ' অজিদের
  2. ভাইজ্যাগে নজির গড়ে রাজকোটে মাইলস্টোনের অপেক্ষায় অশ্বিন
  3. ভাইজ্যাগে বদলা ! ইংরেজদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া
Last Updated : Feb 6, 2024, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.