ETV Bharat / sports

রামনবমীতে নাইটদের ম্য়াচ সম্ভবত কলকাতাতেই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট পাচ্ছে ইডেন - BCCI APEX COUNCIL MEETING

কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্ট ম্যাচ কলকাতায় হওয়া নিয়ে মিলল সমাধানসূত্র ৷ 6 এপ্রিল ম্য়াচ থাকছে সম্ভবত কলকাতাতেই ৷

IPL 2025
আইপিএল উদ্বোধনে ইডেনে তারকা সমাবেশ (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : March 22, 2025 at 10:43 PM IST

Updated : March 23, 2025 at 6:52 AM IST

2 Min Read

কলকাতা, 22 মার্চ: জট কাটল রামনবমীর দিন কলকাতায় আইপিএল ম্যাচ আয়োজনের। আইপিএল উদ্বোধনের আগে শনিবার শহরের একটি পাঁচতারা হোটেলে বসেছিল বিসিসিআই'য়ের অ্যাপেক্স কমিটির বৈঠক। সেখানে চলতি আইপিএল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যার মধ্যে ছিল কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ আয়োজন নিয়ে জটিলতাও। সে ব্য়াপারে সমাধান সূত্র সামনে এসেছে বৈঠকে ৷ যা পরিস্থিতি তাতে গুয়াহাটি নয়, 6 এপ্রিল ম্য়াচ থাকছে সম্ভবত কলকাতাতেই ৷

বোর্ডের তরফে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি এখনও। কেবল বলা হয়েছে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে ৷ ভারতীয় বোর্ডের প্রতিনিধিরা লালবাজারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন ৷ বোর্ড চায় নাইটদের ম্যাচ কলকাতা থেকে না-সরাতে। যদিও এই ব্যাপারে পুলিশি নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা হয়েছে। কলকাতা পুলিশও নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করার পাশাপাশি ম্যাচ আয়োজনের পক্ষে।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট পাচ্ছে ইডেন (ETV Bharat)

আগামী 6 এপ্রিল রাজ্যজুড়ে পালিত হবে রামনবমী। শহরের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মিছিল বেরোতে চলেছে ওইদিন ৷ তাই ইডেনে নিরাপত্তা সুনিশ্চিত করা কলকাতা পুলিশের পক্ষে সম্ভব না-হওয়ায় ম্য়াচ গুয়াহাটিতে আয়োজনের বন্দোবস্ত করা হয় ৷ কিন্তু নাইটদের ম্যাচ যাতে কলকাতার বাইরে চলে না-যায়, তার জন্য সচেষ্ট হয়েছিলেন প্রাক্তন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। পুলিশের সর্বোচ্চ আধিকারিকের সঙ্গে এ নিয়ে আলোচনা হয় মহারাজের ৷ সবমিলিয়ে সরকারিভাবে ঘোষণা না-হলেও রামনবমীর দিন কলকাতায় আইপিএল ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হল বলা যায়।

অন্যদিকে শনিবার বোর্ডের অ্যাপেক্স কমিটির বৈঠকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নিয়েও আলোচনা হয়। যার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে মোহালিতে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি পাবে কলকাতা। ইটিভি ভারতকে তেমনটাই জানিয়েছেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা ৷ 10-14 অক্টোবর কলকাতায় টেস্ট ম্যাচটি আয়োজিত হবে। নভেম্বরে দক্ষিণ আফ্রিকা আসবে ভারত সফরে। প্রথম টেস্ট নয়াদিল্লির পরে দ্বিতীয় টেস্ট হবে গুয়াহাটিতে। এই প্রথমবার ভারতীয় দল গুয়াহাটিতে টেস্ট ম্যাচ খেলবে। দু'টেস্টের সিরিজের পরে প্রোটিয়ারা তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজ খেলবে। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-20 সিরিজও খেলবে এদেশে। যার ভেন্যুও নিশ্চিত হয়েছে এদিন ৷

ভারত সেপ্টেম্বরে মেয়েদের বিশ্বকাপ আয়োজন করছে। উদ্বোধনের পাশাপাশি প্রথম ম্যাচ হবে ভাইজাগে। বিশ্বকাপের বাকি খেলাগুলো হবে পঞ্জাব, মুল্লানপুর, ইন্দোর, তিরুঅনন্তপুরম এবং গুয়াহাটিতে।

আরও পড়ুন:

কলকাতা, 22 মার্চ: জট কাটল রামনবমীর দিন কলকাতায় আইপিএল ম্যাচ আয়োজনের। আইপিএল উদ্বোধনের আগে শনিবার শহরের একটি পাঁচতারা হোটেলে বসেছিল বিসিসিআই'য়ের অ্যাপেক্স কমিটির বৈঠক। সেখানে চলতি আইপিএল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যার মধ্যে ছিল কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ আয়োজন নিয়ে জটিলতাও। সে ব্য়াপারে সমাধান সূত্র সামনে এসেছে বৈঠকে ৷ যা পরিস্থিতি তাতে গুয়াহাটি নয়, 6 এপ্রিল ম্য়াচ থাকছে সম্ভবত কলকাতাতেই ৷

বোর্ডের তরফে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি এখনও। কেবল বলা হয়েছে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে ৷ ভারতীয় বোর্ডের প্রতিনিধিরা লালবাজারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন ৷ বোর্ড চায় নাইটদের ম্যাচ কলকাতা থেকে না-সরাতে। যদিও এই ব্যাপারে পুলিশি নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা হয়েছে। কলকাতা পুলিশও নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করার পাশাপাশি ম্যাচ আয়োজনের পক্ষে।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট পাচ্ছে ইডেন (ETV Bharat)

আগামী 6 এপ্রিল রাজ্যজুড়ে পালিত হবে রামনবমী। শহরের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মিছিল বেরোতে চলেছে ওইদিন ৷ তাই ইডেনে নিরাপত্তা সুনিশ্চিত করা কলকাতা পুলিশের পক্ষে সম্ভব না-হওয়ায় ম্য়াচ গুয়াহাটিতে আয়োজনের বন্দোবস্ত করা হয় ৷ কিন্তু নাইটদের ম্যাচ যাতে কলকাতার বাইরে চলে না-যায়, তার জন্য সচেষ্ট হয়েছিলেন প্রাক্তন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। পুলিশের সর্বোচ্চ আধিকারিকের সঙ্গে এ নিয়ে আলোচনা হয় মহারাজের ৷ সবমিলিয়ে সরকারিভাবে ঘোষণা না-হলেও রামনবমীর দিন কলকাতায় আইপিএল ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হল বলা যায়।

অন্যদিকে শনিবার বোর্ডের অ্যাপেক্স কমিটির বৈঠকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নিয়েও আলোচনা হয়। যার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে মোহালিতে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি পাবে কলকাতা। ইটিভি ভারতকে তেমনটাই জানিয়েছেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা ৷ 10-14 অক্টোবর কলকাতায় টেস্ট ম্যাচটি আয়োজিত হবে। নভেম্বরে দক্ষিণ আফ্রিকা আসবে ভারত সফরে। প্রথম টেস্ট নয়াদিল্লির পরে দ্বিতীয় টেস্ট হবে গুয়াহাটিতে। এই প্রথমবার ভারতীয় দল গুয়াহাটিতে টেস্ট ম্যাচ খেলবে। দু'টেস্টের সিরিজের পরে প্রোটিয়ারা তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজ খেলবে। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-20 সিরিজও খেলবে এদেশে। যার ভেন্যুও নিশ্চিত হয়েছে এদিন ৷

ভারত সেপ্টেম্বরে মেয়েদের বিশ্বকাপ আয়োজন করছে। উদ্বোধনের পাশাপাশি প্রথম ম্যাচ হবে ভাইজাগে। বিশ্বকাপের বাকি খেলাগুলো হবে পঞ্জাব, মুল্লানপুর, ইন্দোর, তিরুঅনন্তপুরম এবং গুয়াহাটিতে।

আরও পড়ুন:

Last Updated : March 23, 2025 at 6:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.