ETV Bharat / sports

ব্যাটিংয়ে শৃঙ্খলার অভাব মানছেন রাঠোর, শুভমন-শ্রেয়সে ধৈর্য ধরার পক্ষপাতী ম্যানেজমেন্ট

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 7:29 PM IST

Vikram Rathour on Shubman Gill and Shreyas Iyer: সাদা বলের ক্রিকেটে তাঁরা সফল হলেও, টেস্ট ক্রিকেট তেমন কোনও প্রভাব ফেলতে ব্যর্থ শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার ৷ তবে, তাঁদের নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷ দু’জনের ক্ষেত্রেই ধৈর্য ধরার কথা বলছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ৷

ETV BHARAT
ETV BHARAT

বিশাখাপত্তনম, 31 জানুয়ারি: হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বিশ্রী হার ভারতীয় দলের ব্যাটিং নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে ৷ বিশেষত, শুভমন গিল এবং শ্রেয়স আইয়ারের প্রথম একাদশে খেলা নিয়ে ৷ তবে, তাঁদের নিয়ে ধৈর্য হারাতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ তেমনটাই বলতে শোনা গেল ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে ৷ বলছেন, শুভমন এবং শ্রেয়স খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও তাঁরা বিশ্বাসের যোগ্য ৷ তবে, হায়দরাবাদ টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের মধ্যে শৃঙ্খলার অভাব যে ছিল, তা মেনে নিয়েছেন ব্যটিং কোচ ৷

আগামী শুক্রবার বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামছে ভারত ৷ যে ম্যাচে দুই তারকা ক্রিকেটার কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজাকে পাচ্ছে না রোহিতের দল ৷ সঙ্গে বিরাট কোহলির অভাব তো রয়েছেই ৷ সেক্ষেত্রে ভারতীয় দলের ব্যাটিং আরও দুর্বল দেখাচ্ছে ৷ শুভমন এবং শ্রেয়সের রান না-পাওয়া সেই আশঙ্কায় সিলমোহর দিচ্ছে ৷ এ নিয়ে আজ সাংবাদিক বৈঠকে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, "এখানে আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, যাঁরা খুব বেশি টেস্ট ক্রিকেট খেলেনি ৷ তাই আমাদের কিছুটা ধৈর্য ধরতে হবে ৷ গিল, আইয়ার এবং জয়সওয়ালের মতো ব্যাটাররা খুব দ্রুত বড় রান পাবে, আমি এটা নিয়ে নিশ্চিত ৷"

উল্লেখ্য, যশস্বী জয়সওয়াল প্রথম টেস্টের প্রথম ইনিংসে 80 রান করেছিলেন ৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটে রান আসেনি ৷ অন্যদিকে, শুভমন এবং শ্রেয়স দু’জনে দু'ইনিংসেই ব্যর্থ ৷ টেস্ট ক্রিকেটে তাঁদের কঠিন সময় চলছে তো চলছেই ৷ ভারতের হয়ে শুভমন গিল 21টি এবং শ্রেয়স আইয়ার 13টি টেস্ট ম্যাচ খেলেছেন এখনও ৷ যেখানে ভারতীয় ক্রিকেটে 'ব্লু-আইড বয়' শুভমন শেষ ন’টি ইনিংসে একটিও হাফ-সেঞ্চুরি করতে পারেননি ৷ আইয়ারের ক্ষেত্রেও বিষয়টা একইরকম ৷

তাই দ্বিতীয় টেস্টে ব্যাটারদের থেকে আরও ভালো পারফরম্যান্স চাইছেন রাঠৌর ৷ তিনি বলেন, "একটা উদ্দেশ্য নিয়ে ক্রিকেটটা খেলা, আর আক্রমণাত্মকভাবে খেলার মধ্যে পার্থক্য রয়েছে ৷ আমি চাই ওরা একটা লক্ষ্য স্থির করে খেলুক ৷ যদি সেক্ষেত্রে রান করার সুযোগ থাকে, তাহলে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে ওদের ৷"

তবে, মুখে বললে বা কোচেরা চাইলেই তো হবে না ! ক্রিকেটারদের মাঠে নেমে সেটা করে দেখাতে হবে ৷ যা নিয়ে বিক্রমের মত, "এটা প্লেয়ারদের নিজেদের ঠিক করতে হবে ৷ আর সেটা পিচ ও ম্যাচের পরিস্থিতি বুঝে করতে হবে ৷ তাই ব্যাটারকে সেই বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে, যে কোন শটটা ওই পিচের চরিত্র অনুযায়ী সেরা ও নিরাপদ ৷" তবে, রাঠোর মেনে নিচ্ছেন যে, হায়দরাবাদ টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে শৃঙ্খলার অভাব ছিল ৷

আরও পড়ুন:

  1. 'স্যুইচ অফ' রোহিত, বিরাট থাকলে হায়দরাবাদে হারত না ভারত; মত ভনের
  2. বিমানে জল খাওয়ার পরই অসুস্থ ভারতীয় দলে খেলা ক্রিকেটার, হাসপাতালে ভরতি
  3. বিরাটহীন দ্বিতীয় টেস্টের দলে নেই আরও দুই তারকা ক্রিকেটার, বিপাকে রোহিতরা

বিশাখাপত্তনম, 31 জানুয়ারি: হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বিশ্রী হার ভারতীয় দলের ব্যাটিং নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে ৷ বিশেষত, শুভমন গিল এবং শ্রেয়স আইয়ারের প্রথম একাদশে খেলা নিয়ে ৷ তবে, তাঁদের নিয়ে ধৈর্য হারাতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ তেমনটাই বলতে শোনা গেল ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে ৷ বলছেন, শুভমন এবং শ্রেয়স খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও তাঁরা বিশ্বাসের যোগ্য ৷ তবে, হায়দরাবাদ টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের মধ্যে শৃঙ্খলার অভাব যে ছিল, তা মেনে নিয়েছেন ব্যটিং কোচ ৷

আগামী শুক্রবার বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামছে ভারত ৷ যে ম্যাচে দুই তারকা ক্রিকেটার কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজাকে পাচ্ছে না রোহিতের দল ৷ সঙ্গে বিরাট কোহলির অভাব তো রয়েছেই ৷ সেক্ষেত্রে ভারতীয় দলের ব্যাটিং আরও দুর্বল দেখাচ্ছে ৷ শুভমন এবং শ্রেয়সের রান না-পাওয়া সেই আশঙ্কায় সিলমোহর দিচ্ছে ৷ এ নিয়ে আজ সাংবাদিক বৈঠকে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, "এখানে আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, যাঁরা খুব বেশি টেস্ট ক্রিকেট খেলেনি ৷ তাই আমাদের কিছুটা ধৈর্য ধরতে হবে ৷ গিল, আইয়ার এবং জয়সওয়ালের মতো ব্যাটাররা খুব দ্রুত বড় রান পাবে, আমি এটা নিয়ে নিশ্চিত ৷"

উল্লেখ্য, যশস্বী জয়সওয়াল প্রথম টেস্টের প্রথম ইনিংসে 80 রান করেছিলেন ৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটে রান আসেনি ৷ অন্যদিকে, শুভমন এবং শ্রেয়স দু’জনে দু'ইনিংসেই ব্যর্থ ৷ টেস্ট ক্রিকেটে তাঁদের কঠিন সময় চলছে তো চলছেই ৷ ভারতের হয়ে শুভমন গিল 21টি এবং শ্রেয়স আইয়ার 13টি টেস্ট ম্যাচ খেলেছেন এখনও ৷ যেখানে ভারতীয় ক্রিকেটে 'ব্লু-আইড বয়' শুভমন শেষ ন’টি ইনিংসে একটিও হাফ-সেঞ্চুরি করতে পারেননি ৷ আইয়ারের ক্ষেত্রেও বিষয়টা একইরকম ৷

তাই দ্বিতীয় টেস্টে ব্যাটারদের থেকে আরও ভালো পারফরম্যান্স চাইছেন রাঠৌর ৷ তিনি বলেন, "একটা উদ্দেশ্য নিয়ে ক্রিকেটটা খেলা, আর আক্রমণাত্মকভাবে খেলার মধ্যে পার্থক্য রয়েছে ৷ আমি চাই ওরা একটা লক্ষ্য স্থির করে খেলুক ৷ যদি সেক্ষেত্রে রান করার সুযোগ থাকে, তাহলে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে ওদের ৷"

তবে, মুখে বললে বা কোচেরা চাইলেই তো হবে না ! ক্রিকেটারদের মাঠে নেমে সেটা করে দেখাতে হবে ৷ যা নিয়ে বিক্রমের মত, "এটা প্লেয়ারদের নিজেদের ঠিক করতে হবে ৷ আর সেটা পিচ ও ম্যাচের পরিস্থিতি বুঝে করতে হবে ৷ তাই ব্যাটারকে সেই বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে, যে কোন শটটা ওই পিচের চরিত্র অনুযায়ী সেরা ও নিরাপদ ৷" তবে, রাঠোর মেনে নিচ্ছেন যে, হায়দরাবাদ টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে শৃঙ্খলার অভাব ছিল ৷

আরও পড়ুন:

  1. 'স্যুইচ অফ' রোহিত, বিরাট থাকলে হায়দরাবাদে হারত না ভারত; মত ভনের
  2. বিমানে জল খাওয়ার পরই অসুস্থ ভারতীয় দলে খেলা ক্রিকেটার, হাসপাতালে ভরতি
  3. বিরাটহীন দ্বিতীয় টেস্টের দলে নেই আরও দুই তারকা ক্রিকেটার, বিপাকে রোহিতরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.