ETV Bharat / sports

ভরসা রাখুন, ফিরে আসব; আশ্বস্ত করছেন সবুজ-মেরুনের হেডস্যর

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 11:27 AM IST

Etv Bharat
সবুজ মেরুন কোচ হাবাস

Derby Match: ডার্বিতে দুই দলই রেফারিং নিয়ে সরব । দ্বিতীয়ার্ধে আরও সতর্কতা জরুরি ছিল, বলছেন সবুজ-মেরুন কোচ । পেনাল্টিটা সব বদলে দিয়েছে বলেও মনে করছেন তিনি ।

কলকাতা, 4 ফেব্রুয়ারি: ভরসা রাখুন, ফিরে আসব । ডার্বির পর আশ্বস্ত করছেন হাবাস । টানা তিন হারের পরে অবশেষে ড্র । অন্তত অধোঃগতিতে রাশ টানা গিয়েছে । দু'বার পিছিয়ে পড়েও খালি হাতে ফিরতে না হওয়ার মধ্যেই আশার আলো দেখছেন আন্তেনিও লোপেজ হাবাস ।

আইএসএল ডার্বিতে তিনি অপরাজিত ৷ সেই শ্লাঘা রক্ষা হওয়ায় একটা তৃপ্তি বোধ তো রয়েইছে । তবে আপাতত সেসব সরিয়ে দলকে পুনর্গঠন করতে চাইছেন । ডার্বিতে নামলেও কার্যত শুরু থেকেই ছক পরিবর্তন করতে হয়েছে। আনোয়ার আলি চোট পেয়ে বাইরে চলে যান । চোট ব্রেন্ডন হামিলেরও । তাদের চোটের অবস্থা কেমন বুঝতে হবে । কারণ আনোয়ার গত 15 দিন ধরে প্র্যাকটিস করেছিল । কোনও অসুবিধা হয়নি । তবে আমনদীপ প্রথম সুযোগে হাবাসের মন জিতেছেন । হাবাস বলছেন তাদের রক্ষণে চারবার বদল করতে হয়েছে । বারবার চোট লেগেছে ডিফেন্ডারদের । তা সত্ত্বেও দলের হার না মানা মানসিকতায় খুশি তিনি । কারণ ফুটবলাররা হাল ছাড়েনি । দুই অর্ধেই দ্রুত গোল হজম করতে হওয়ায় সমস্যা বেড়েছিল বলে স্বীকার করেছেন । দ্রুত মানসিকতা বদল করে খেলায় ফেরা সহজ না ছিল বলে মনে করেন ।

দ্বিতীয়ার্ধে আরও সতর্কতা জরুরি ছিল, বলছেন সবুজ-মেরুন কোচ । পেনাল্টিটা সব বদলে দিয়েছে বলে মনে করছেন তিনি । একই সঙ্গে যোগ করেছেন পেনাল্টিটা ছিল না । ডার্বিতে দুই দলই রেফারিং নিয়ে সরব । ইস্টবেঙ্গলের সময় নষ্ট করাকেও কাঠগড়ায় তুলছেন । বলছেন, অন্তত 12 থেকে 14 মিনিট অতিরিক্ত সময় দেওয়া জরুরি ছিল । মাত্র চারদিন ট্রেনিং করিয়েছেন । তা সত্ত্বেও দল যে শৃঙ্খলা দেখিয়েছে তাতে খুশি । এই মরশুমে আইএসএল ট্রফি ধরে রাখা সম্ভব হবে । হাবাস আশা ছাড়ছেন না । বলছেন অভিজ্ঞতা থেকে দেখেছেন অনেক দল পিছন থেকে উঠে এসে ট্রফির দৌড়ে জাঁকিয়ে বসেছে । তাই সমর্থকদের আস্থা রাখতে বলেছেন ।

আরও পড়ুন :

  1. ফাউল ছিল, রেফারির ভুলে জয় পেলাম না; পয়েন্ট খুইয়ে বিস্ফোরক কুয়াদ্রাত
  2. যুবভারতীতে নিষ্ফলা হাইভোল্টেজ কলকাতা ডার্বি, পয়েন্ট ভাগাভাগি দুই প্রধানের
  3. হিসেবি কুয়াদ্রাত, নয়া কৌশল হাবাসের ; ইস্ট-মোহন ডার্বি ঘিরে জমজমাট ময়দান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.