ETV Bharat / sports

আনোয়ার-হামিলের চোটে উদ্বেগ বাগান শিবিরে, তিন সপ্তাহ মাঠের বাইরে দুই ডিফেন্ডার

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 8:03 PM IST

Two Mohun Bagan Defenders Out for 3 Weeks: তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মোহনবাগানের দুই ডিফেন্ডার আনোয়ার আলি এবং ব্র্যান্ডন হামিলকে ৷ তাঁদের চোট গুরুতর বলে জানা গিয়েছে ৷ কলকাতা ডার্বিতে দুই ডিফেন্ডার চোটের কারণে মাঠের বাইরে যেতে বাধ্য হয়েছিলেন ৷ ফলে আগামী মার্চ মাসের আগে দু’জনের প্রথম একাদশে ফেরা নিয়ে সংশয় রয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 6 ফেব্রুয়ারি: আইএসএলের বাকি পর্বে কি অনিশ্চিত আনোয়ার আলি এবং ব্র্যান্ডন হামিল ? গত শনিবার ডার্বিতে দুই ডিফেন্ডারই চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন ৷ পরে তাঁদের চোট পরীক্ষা করে যে রিপোর্ট এসেছে, তাতে মোহনবাগান সুপার জায়ান্ট কোচ আন্তোনিও লোপেজ হাবাসের কপালে ভাঁজ পড়তে বাধ্য ৷ রিপোর্ট অনুযায়ী, আনোয়ার এবং হামিল দু’জনকেই অন্তত দু-তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ৷ ফলে চলতি মাসে সম্ভবত আর মাঠে ফেরা হচ্ছে না এই দুই ডিফেন্ডারের ৷

বর্তমানে দু’জনেই রিহ্যাবের মধ্যে দিয়ে যাচ্ছেন ৷ ইতিমধ্যে, দলের চোট আঘাতের সমস্যা কমাতে নতুন ফিজিয়ো যোগ দিলেন ৷ তাঁর অধীনেই রিহ্যাব চলছে সকলের ৷ আইএসএলের পয়েন্ট টেবিলে উপরের দিকে উঠতে সামনের প্রতিটি ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্টের জন্য গুরুত্বপূর্ণ ৷ কোচ হাবাস নতুন করে দলকে গড়ে তোলার চেষ্টা করছেন ৷ শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে খেলবে হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোসরা ৷

এই ম্যাচে আর্মান্দো সাদিকু এবং দীপক টাংরি খেলবেন না ৷ কার্ড সমস্যায় পাওয়া যাবে না লিস্টন কোলাসোকে ৷ ফলে সমস্যা কমার বদলে, বেড়েই চলেছে মোহনবাগানের ৷ এর উপর আনোয়ার এবং হামিলের চোট হাবাসের সমস্যা আরও জটিল করল ৷ হুগো বুমোস আভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে প্র্যাকটিসে ফিরেছেন ৷ বদলে যাওয়া পরিস্থিতিতে তাঁর ভালো খেলাটা খুবই জরুরি ৷ তবে, ফরাসি মিডফিল্ডারের শরীরিভাষায় সেই চনমনে ভাবটা এখনও পাওয়া যায়নি ৷

সমস্যার মধ্যে হাবাসকে আশার আলো দেখাচ্ছেন আমনদীপ সিং ৷ ডার্বির দ্বিতীয়ার্ধে হামিল বেরিয়ে যাওয়ার পরে যথেষ্ট নজরকাড়া ফুটবল খেলেছিলেন ৷ হাবাস অবশ্য তাঁর নিজস্ব ফুটবল ছকে আস্থা রাখছেন ৷ রক্ষণ সামলে গোল করার রাস্তা খোঁজার নীতি নিতে চাইছেন তিনি ৷ সবমিলিয়ে দলের চোট আঘাতের সমস্যা সবুজ-মেরুনের সবচেয়ে বড় চিন্তা ৷ তা কাটিয়ে কোন পথে হাবাস দলকে জয়ে ফেরান সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. মিটেছে পিআর সংক্রান্ত সমস্যা, টোকিয়োতে ফ্রেন্ডলি ম্যাচে খেলা নিয়ে আশাবাদী মেসি
  2. ফাইনাল নিউ জার্সিতে, কবে শুরু 2026 বিশ্বকাপ; জানাল ফিফা
  3. শহরে ইস্টবেঙ্গলের নয়া বিদেশি, চোট সারিয়ে সুস্থ মহেশ-ক্রেসপো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.