ETV Bharat / sports

কনকাশন সাবের অপব্যবহার, টসে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ মনোজের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 4:06 PM IST

Allegations of Unfair Game in Ranji Trophy: রঞ্জি ট্রফিতে টসের সময় প্রতিপক্ষকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তুললেন মনোজ তিওয়ারি ৷ বাংলা বনাম অসম ম্যাচে এমনটাই ঘটেছে বলে অভিযোগ করলেন বাংলার অধিনায়ক ৷ অন্যদিকে, কানকাশন সাবের অপব্যবহারের অভিযোগও তুললেন মনোজ ৷

ETV BHARAT
ETV BHARAT

অসম ও অন্ধ্রপ্রদেশ ম্যাচে টস নিয়ে অভিযোগ করলেন মনোজ তিওয়ারি

কলকাতা, 2 ফেব্রুয়ারি: রঞ্জি ট্রফিতে টস বিতর্ক ! রঞ্জি ট্রফির চলতি মরশুমে টস ঘিরে 'অন্যকিছু' ঘটছে বলে অভিযোগ তুললেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি ৷ তাঁর দাবি, আর সেটা করছেন খোদ ম্যাচ রেফারি ! শুক্রবার ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি বাংলা ৷ সেই ম্যাচে অজিঙ্ক রাহানের বদলে শিবম দুবে মুম্বই দলকে নেতৃত্ব দিচ্ছেন ৷ মনোজ জানিয়েছেন, তাঁরা মুম্বইকে সামলাতে প্রস্তুত ৷ কিন্তু, সে সবের মাঝেই বাংলার ড্রেসিংরুম থেকে গত দু’টি অ্যাওয়ে ম্যাচের টসে অস্বচ্ছতার অভিযোগ তোলা হয়েছে ম্যাচ রেফারির বিরুদ্ধে ৷

মূলত অভিযোগ বর্ষাপাড়া স্টেডিয়ামে হওয়া অসম বনাম বাংলা ম্যাচ নিয়ে ৷ মনোজের অভিযোগ, সেই ম্যাচে রেফারি অসম ক্যাপ্টেন রিয়ান পরাগকে দু’টি কয়েন দিয়েছিলেন ৷ আর বলেছিলেন, টসের জন্য যে কোনও একটি বেছে নিতে ৷ পুরোটাই বাংলার অধিনায়ক মনোজের সামনে হয়েছিল ৷ তিনি দীর্ঘদিন ধরে খেলছেন ৷ বাংলার নেতৃত্বের ভার সামলাচ্ছেন ৷ আম্পায়ারের তরফে রিয়ান পরাগকে এই প্রস্তাব দিতে দেখে বিস্মিত হয়ে যান ৷

মনোজ অভিযোগ করেন, "টস নিয়ে অনেক নতুন নতুন কিছু দেখছি ৷ আমি তো ওয়ান-ডে ও টি-টোয়েন্টি ম্যাচে ছিলাম না ৷ রঞ্জি ট্রফিতে চারটে ম্যাচ খেললাম ৷ প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দেখলাম, বিশেষ ধরনের কয়েন ব্যবহার করা হয়েছে ৷ অসম ম্যাচে দেখলাম আম্পায়ার হোম টিমের ক্যাপ্টেনের সামনে পাঁচটাকার দু’টি কয়েন দিয়ে একটা বেছে নিতে বলছেন ৷ যার একটা হালকা, আরেকটা ভারি ৷ হেভি কয়েন হলে হেড পড়ে ৷ আর হালকা কয়েনের ক্ষেত্রে টেল পড়ার একটা চান্স থেকে যায় ৷ ফলে এটা হোম টিমকে সুবিধা করে দেওয়া হচ্ছে, যা দেখা উচিত ৷"

এর পাশাপাশি কনকাশন সাব নিয়মের অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মনোজ তিওয়ারি ৷ তিনি বলেন, "রঞ্জি ট্রফির আগে যাঁরা আইপিএলে সুযোগ পেয়ে যাচ্ছেন তাঁরা ম্যাচে পুরোপুরি নিজেদের সেরাটা দিচ্ছেন না ৷ আইপিএলে খেলার আগে যদি চোট পেয়ে যাই, এই ভয়ে সামান্য হেলমেটে লাগলেই মাঠের বাইরে চলে যাচ্ছে ৷ সেখানে বিশ্রাম নিচ্ছে ৷ বিশেষত, যাঁরা সেঞ্চুরি করে টিমের হয়ে রান করে দিচ্ছেন, তাঁরা এটা করছে ৷ দ্বিতীয় ইনিংসেও একই ছবি ৷ ফিল্ডিংয়ের সময় অসুবিধা হওয়ার অভিনয় করছেন ৷ কনকাশন নিয়মের অপব্যবহার করছেন ক্রিকেটাররাই ৷" মনোজ জানিয়েছেন, মরশুমের শেষে এই বিষয়গুলি বোর্ডের নজরে নিয়ে আসবেন তিনি ৷ তাঁর মতে, টস ও কনকাশন নিয়ে নির্দিষ্ট নিয়ম থাকা উচিত ৷ তবে, তাঁর এই অভিযোগের প্রেক্ষিতে বোর্ডের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয় কিনা, সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. বিশাখাপত্তনমে যশস্বী-রাজ ! অ্যান্ডারসনদের বিরুদ্ধে সেঞ্চুরি করে উজ্জ্বল জয়সওয়াল
  2. বৃষ্টি কাঁটা সরিয়ে ঘরের মাঠে মুম্বই চ্যালেঞ্জ নিতে তৈরি মনোজরা
  3. সিএবি'র রক্তদান শিবিরের শংসাপত্রে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী শামির অটোগ্রাফ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.