ETV Bharat / sports

75 বছরে লজ্জার ইতিহাস! ভাইজ্যাক টেস্টের দলে রোহিতদের মোট রান এক ইংরেজ ব্যাটারের থেকে কম - Indias Playing XI

India vs England 2nd Test: বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেমেছে ভারত ৷ যে ম্যাচে ভারতের প্রথম একাদশের থেকে বেশি রান ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটের ৷ 75 বছরের ইতিহাসে প্রথমবার ভারতের ক্ষেত্রে এই ঘটনা ঘটল ৷ যদিও, এক্ষেত্রে একাধিক কারণও রয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : February 2, 2024 at 12:19 PM IST

Updated : February 2, 2024 at 12:27 PM IST

2 Min Read

বিশাখাপত্তনম, 2 ফেব্রুয়ারি: ভারতের 75 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অভিনব পরিসংখ্যান উঠে এল ৷ যেখানে ঘরের মাঠে প্রতিপক্ষ দলের একজন ব্যাটারের মোট রান ভারতের একাদশের থেকেও বেশি ৷ শুধু একাদশ নয়, ভারতের 17 জনের টেস্ট স্কোয়াডের থেকে বেশি রান ৷ এমনটাই হয়েছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ৷ যেখানে ইংল্যান্ডের ব্যাটার জো রুটের টেস্টে 11 হাজার 447 রান ৷ সেখানে ভারতের প্রথম একাদশে খেলা ক্রিকেটারদের মিলিয়ে মোট 10 হাজার 336 রান ৷

তবে, এই পরিসংখ্যানের জন্য একটি অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে, বিরাট কোহলির না থাকা ৷ বিরাট এই সিরিজের প্রথম দু’টি ম্যাচে খেলছেন না ৷ রাজকোটে তৃতীয় টেস্ট থেকে তিনি ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন ৷ অন্যদিকে, কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা চোটের কারণে বিশাখাপত্তনম টেস্টে নেই ৷ অন্যদিকে, ভারতের স্কোয়াডে এই মুহূর্তে চারজন ক্রিকেটার রয়েছেন, যাঁরা এখনও টেস্ট অভিষেক করেননি ৷ আর রজত পাতিদার আজ টেস্ট অভিষেক করলেন ৷

উল্লেখ্য, 17 জনের ভারতীয় স্কোয়াডের মিলিত রান 10 হাজার 702 ৷ তবে, তৃতীয় টেস্টে এই পরিসংখ্যান ফের বদলে যাবে ৷ সেখানে বিরাট কোহলি তো ফিরছেনই ৷ ম্যাচ ফিট হলে কেএল রাহুলও প্রথম একাদশে ফিরবেন ৷ টেস্টে বিরাট 8 হাজার 848 রান করেছেন ৷ অন্যদিকে, কেএল রাহুলের টেস্টে 2 হাজার 963 রান রয়েছে ৷ তবে, ঘরের মাঠে প্রতিপক্ষের একজন ক্রিকেটারের থেকে পুরো ভারতীয় দলের মোট রান কম থাকার ঘটনা মোট চারবার ঘটেছে এর আগে ৷ 1933-1948 সালের মধ্যে ভারতের ঘরের মাঠে খেলা প্রথম চারটি টেস্টে পুরো দলের থেকে একজন প্রতিপক্ষ ক্রিকেটারের রান অনেক বেশি ছিল ৷

দ্বিতীয় টেস্টে ভারত টস জিতে ব্যাটিং করছে ৷ যেখানে ইংল্যান্ডের পাক বংশোদ্ভুত অফস্পিনার শোয়েব বশিরের শিকার হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (41 বলে 14 রান) ৷ তবে, বিশাখাপত্তনমের প্রথমদিনের তুলনামূলক ব্যাটিং সহায়ক পিচে, অনেকটাই স্লথ ইনিংস খেলছেন ভারতীয় ব্যাটাররা ৷

আরও পড়ুন:

  1. রজতের অভিষেক, বিশাখাপত্তনমে টস জিতে ব্যাটিং করছে রোহিতের ভারত
  2. থ্রি লায়ন্সের বিরুদ্ধে সমতা ফেরানোর লক্ষ্যে মরিয়া রোহিত ব্রিগেড
  3. বৃষ্টি কাঁটা সরিয়ে ঘরের মাঠে মুম্বই চ্যালেঞ্জ নিতে তৈরি মনোজরা

বিশাখাপত্তনম, 2 ফেব্রুয়ারি: ভারতের 75 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অভিনব পরিসংখ্যান উঠে এল ৷ যেখানে ঘরের মাঠে প্রতিপক্ষ দলের একজন ব্যাটারের মোট রান ভারতের একাদশের থেকেও বেশি ৷ শুধু একাদশ নয়, ভারতের 17 জনের টেস্ট স্কোয়াডের থেকে বেশি রান ৷ এমনটাই হয়েছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ৷ যেখানে ইংল্যান্ডের ব্যাটার জো রুটের টেস্টে 11 হাজার 447 রান ৷ সেখানে ভারতের প্রথম একাদশে খেলা ক্রিকেটারদের মিলিয়ে মোট 10 হাজার 336 রান ৷

তবে, এই পরিসংখ্যানের জন্য একটি অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে, বিরাট কোহলির না থাকা ৷ বিরাট এই সিরিজের প্রথম দু’টি ম্যাচে খেলছেন না ৷ রাজকোটে তৃতীয় টেস্ট থেকে তিনি ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন ৷ অন্যদিকে, কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা চোটের কারণে বিশাখাপত্তনম টেস্টে নেই ৷ অন্যদিকে, ভারতের স্কোয়াডে এই মুহূর্তে চারজন ক্রিকেটার রয়েছেন, যাঁরা এখনও টেস্ট অভিষেক করেননি ৷ আর রজত পাতিদার আজ টেস্ট অভিষেক করলেন ৷

উল্লেখ্য, 17 জনের ভারতীয় স্কোয়াডের মিলিত রান 10 হাজার 702 ৷ তবে, তৃতীয় টেস্টে এই পরিসংখ্যান ফের বদলে যাবে ৷ সেখানে বিরাট কোহলি তো ফিরছেনই ৷ ম্যাচ ফিট হলে কেএল রাহুলও প্রথম একাদশে ফিরবেন ৷ টেস্টে বিরাট 8 হাজার 848 রান করেছেন ৷ অন্যদিকে, কেএল রাহুলের টেস্টে 2 হাজার 963 রান রয়েছে ৷ তবে, ঘরের মাঠে প্রতিপক্ষের একজন ক্রিকেটারের থেকে পুরো ভারতীয় দলের মোট রান কম থাকার ঘটনা মোট চারবার ঘটেছে এর আগে ৷ 1933-1948 সালের মধ্যে ভারতের ঘরের মাঠে খেলা প্রথম চারটি টেস্টে পুরো দলের থেকে একজন প্রতিপক্ষ ক্রিকেটারের রান অনেক বেশি ছিল ৷

দ্বিতীয় টেস্টে ভারত টস জিতে ব্যাটিং করছে ৷ যেখানে ইংল্যান্ডের পাক বংশোদ্ভুত অফস্পিনার শোয়েব বশিরের শিকার হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (41 বলে 14 রান) ৷ তবে, বিশাখাপত্তনমের প্রথমদিনের তুলনামূলক ব্যাটিং সহায়ক পিচে, অনেকটাই স্লথ ইনিংস খেলছেন ভারতীয় ব্যাটাররা ৷

আরও পড়ুন:

  1. রজতের অভিষেক, বিশাখাপত্তনমে টস জিতে ব্যাটিং করছে রোহিতের ভারত
  2. থ্রি লায়ন্সের বিরুদ্ধে সমতা ফেরানোর লক্ষ্যে মরিয়া রোহিত ব্রিগেড
  3. বৃষ্টি কাঁটা সরিয়ে ঘরের মাঠে মুম্বই চ্যালেঞ্জ নিতে তৈরি মনোজরা
Last Updated : February 2, 2024 at 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.