ETV Bharat / sports

জামশেদপুরে নিভল মশাল, খালিদের দলের কাছে হেরে প্রথম ছয়ের রাস্তা কঠিন লাল-হলুদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 10:35 PM IST

ISL 2023-24: প্রাক্তন কোচ খালিদ জামিলের স্ট্র্যাটেজির সামনে পরাস্ত বর্তমান কার্লেস কুয়াদ্রাত ৷ আইএসএলে জামশেদপুরের বিরুদ্ধে 1-2 ব্যবধানে হারল লাল-হলুদ ৷ সেইসঙ্গে টপ সিক্সে প্রবেশের থেকেও অনেকটা পিছু হটল তারা ৷

Etv Bharat
জামশেদপুরের কাছে হার ইস্টবেঙ্গলের

জামশেদপুর, 22 ফেব্রুয়ারি: খালিদ জামিল মরশুমের মাঝপথে দায়িত্ব নেওয়ার পর থেকে খোলনলচে বদলে গিয়েছে জামশেদপুর এফসি'র ৷ এমনিতেই দেশের ফুটবল সার্কিটে পোড় খাওয়া খালিদের স্ট্র্যাটেজির জুড়ি মেলা ভার ৷ তাই সামনে যখন কার্লেস কুয়াদ্রাত, উপভোগ্য এক ম্যাচের আশা করেছিলেন ফুটবলপ্রেমীরা ৷ হলও তাই ৷ কিন্তু ফলাফল সঙ্গ দিল না ইস্টবেঙ্গলের ৷ লাল-হলুদের প্রাক্তন কোচের স্ট্র্যাটেজির সামনে পরাস্ত বর্তমান ৷ জামশেদপুরের বিরুদ্ধে 1-2 ব্যবধানে হেরে আবারও আইএসএলে হারের আঁধারে সুপার কাপ চ্যাম্পিয়নরা ৷ একইসঙ্গে টপ সিক্সের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল কুয়াদ্রাতের ছেলেরা ৷

অথচ জেআরডি টাটা কমপ্লেক্সে বৃহস্পতিবার প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল ৷ আপফ্রন্টে দুই প্রাক্তনী চিমা-সিভেরিওর আক্রমণের বিপরীতে গিয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন নন্দকুমার ৷ কিন্তু দ্বিতীয়ার্ধে জোড়া গোল হজম করে চলতি আইএসএলে ষষ্ঠ হারের স্বাদ পেল লাল-হলুদ ৷ যার মধ্যে একটি গোল সংযুক্তি সময়ের সাত মিনিটে ৷ পঞ্জাব এফসি'র বিরুদ্ধে সংযুক্তি সময়ে ফ্রি-কিক থেকে জোড়া গোল করেছিলেন জেরেমি মাঞ্জোরা ৷ এদিনও ফ্রি-কিক থেকেই বল জালে রেখে দলকে প্রথম ছ'য়ে তুলে আনলেন ফরাসি ফুটবলার ৷

অথচ 80 মিনিট পর্যন্ত ইস্টবেঙ্গলের রক্ষণদুর্গ আগলে রেখেছিলেন হিজাজি মাহের এবং অভিষেককারী আলেকজান্ডার প্যান্টিচ ৷ প্রথমার্ধে গোল পেলেও ম্যাচে আধিপত্য ছিল জামশেদপুরের ৷ তবে দ্বিতীয়ার্ধে খেলায় ঝাঁঝ বাড়ে ইস্টবেঙ্গলের ৷ মুহুর্মুহু আক্রমণে তখন ব্যতিব্যস্ত ইস্পাত রাজ্যের দল ৷ অজয় ছেত্রীর পরিবর্ত পিভি বিষ্ণুর হেড পোস্টে প্রতিহত না-হলে ম্যাচে এগিয়ে যেত ইস্টবেঙ্গল ৷ আর জামশেদপুর সমতায় ফেরায় ঠিক আগে প্রতি-আক্রমণে নাওরেম মহেশ যে গোলটি মিস করেন, তা ক্ষমার অযোগ্য ৷

এই সময় খালিদের তিনটি পরিবর্তন ম্যাচের ললাট বদলে দেয় ৷ 81 মিনিটে নিখিল বার্লার সেন্টারে রেই তাচিকাওয়ার জোরালো হেডে সমতায় ফেরে জামশেদপুর ৷ এরপর শেষ বাঁশি বাজার ঠিক আগে প্রতি-আক্রমণ বক্সের কাছাকাছি ফ্রি-কিক আদায় করে নেন চিমা ৷ সেই ফ্রি-কিক থেকেই বল জালে রেখে তিন পয়েন্ট এনে দেন মাঞ্জোরো ৷ জয়ের ফলে 17 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে ছ'য়ে উঠে এল খালিদের দল ৷ অন্যদিকে 15 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে আটেই রইল ইস্টবেঙ্গল ৷

আরও পড়ুন:

  1. নিংড়ে দেওয়ার আশ্বাস পন্টিচের, প্রতিটি ম্যাচ ফাইনাল ধরে এগোতে চান কুয়াদ্রাত
  2. নর্থ-ইস্টকে চার গোল, জয়ের হ্যাটট্রিক সেরে দু'য়ে সবুজ-মেরুন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.