ETV Bharat / sports

জাপানের বিরুদ্ধে হার, প্যারিস অলিম্পিকসে যোগ্যতাঅর্জনে ব্যর্থ ভারতীয় মহিলা হকি দল

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 1:01 AM IST

Indian Womens Hockey Team
Indian Womens Hockey Team

Indian Women's Hockey Team Loses 0-1 to Japan: জাপানের বিরুদ্ধে হেরে 2024 প্যারিস অলিম্পিকসে যোগ্যতা অর্জন করা হল না ভারতের মহিলা হকি দলের ৷ আজ এফআইএইচ হকি অলিম্পিক কোয়ালিফায়ারের তৃতীয় স্থানের লড়াইয়ে হারতে হল ভারতের মেয়েদের ৷

রাঁচি, 20 জানুয়ারি: শেষ সুযোগটাও হাতছাড়া হল ভারতীয় মহিলা হকি দলের ৷ এফআইএইচ হকি অলিম্পিক কোয়ালিফায়ারের তৃতীয় স্থানের লড়াইয়ে জাপানের কাছে 0-1 গোলে হারল তাঁরা ৷ সেই সঙ্গে 2024 প্যারিস অলিম্পিকসে যোগ্যতা অর্জনের সুযোগ হাতছাড়া হল ভারতীয় মহিলা হকি দলের ৷

এ দিন এফআইএইচ হকি অলিম্পিক কোয়ালিফায়ারের তৃতীয় স্থানের ম্যাচে জাপান পেনাল্টি থেকে গোল করে ৷ ম্যাচের প্রথম অর্ধের 9 মিনিটে ম্যাচের একমাত্র গোল করে তারা ৷ এর পর একাধিক সুযোগ তৈরি করলেও গোল আসেনি ভারতের ৷ ম্যাচের শেষ মিনিট পর্যন্ত 0-1 পিছিয়ে থেকে তৃতীয়স্থানের লড়াই হারতে হয়েছে ভারতকে ৷ আজকের ম্যাচে ভারতীয় মহিলা হকি দলের পুরনো সেই ছন্দ দেখা যায়নি ৷ ছোট ছোট পাসে ম্যাচ তৈরি করার সেই কৌশল হারিয়ে গিয়েছিল জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে হারের পর ৷

জাপানের হয়ে 9 মিনিটে একমাত্র গোলটি করেছেন কানা উরাতা ৷ পেনাল্টি থেকে পাওয়া সুযোগ নষ্ট করেননি সামুরাইয়ের দেশের স্ট্রাইকার ৷ কিন্তু, এর পর ম্যাচ থেকে কার্যত হারিয়ে যায় ভারত ৷ একাধিক সুযোগ আসলেও, তা গোলে পরিণত করার চেষ্টায় কোথাও যেন খামতি দেখা গিয়েছে ৷ সেই সঙ্গে বেশি করে লং বলে খেলায়, প্রতিপক্ষের কাছে পরাস্ত হতে হয়েছে ৷ উল্লেখ্য়, 2020 টোকিয়ো অলিম্পিকসে ভারতীয় মহিলা দল চতুর্থস্থানে শেষ করেছিল ৷ পদক না জিতলেও, সেখানে ভারতীয় খেলোয়াড়দের লড়াই মন কেড়েছিল সকলের ৷

কিন্তু, তার পর থেকে যে ক’টি ম্যাচ ভারতীয় মহিলা হকি দল খেলেছিল, সেখানে আলাদা জোশ ছিল ৷ কিন্তু, আজ জাপানের বিরুদ্ধে কোথাও যেন ছন্নছাড়া দেখাল ভারতীয় মহিলা হকি দলকে ৷ বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, সাম্প্রতিক কয়েক বছরের সবচেয়ে খারাপ হকি আজকে খেলেছেন ভারতীয় মেয়েরা ৷ অন্যদিকে, ফআইএইচ হকি অলিম্পিক কোয়ালিফায়ারে প্রথম তিনটি দল আগামী বছর প্যারিস অলিম্পিকসে প্রবেশ করবে ৷ যেখানে তৃতীয়স্থানে শেষ করে জাপান নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.