ETV Bharat / sports

আইএসএসএফ বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে রুপো জয় অনুরাধা দেবীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 1:52 PM IST

Shooter Anuradha Devi Wins Silver on ISSF World Cup: অভিষেকেই বাজিমাত ৷ আইএসএসএফ বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে রুপো জিতলেন ভারতের অনুরাধা দেবী ৷ স্বেদশীয় রিদম সাংগোয়ানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দূরন্ত কামব্যাকে রুপোর পদক নিশ্চিত করেন তিনি ৷ সোনা জিতেছেন গ্রিসের আনা কোরাকাক্কি ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 27 জানুয়ারি: আইএসএসএফ বিশ্বকাপে অভিষেকেই সাফল্য ভারতের মহিলা শুটার অনুরাধা দেবীর ৷ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে রুপো জিতলেন তিনি ৷ গ্রীস অলিম্পিকসে সোনাজয়ী আনা কোরাকাক্কি আইএসএসএফ বিশ্বকাপে সোনা জিতেছেন ৷ দু’জনের মধ্যে মাত্র 1.2 পয়েন্টের ব্যবধান ছিল শেষ রাউন্ডের পর ৷

33 বছরের অনুরাধা শেষ কোয়ালিফাইং স্পটে নিজের জায়গা পাকা করেন 8 পয়েন্টের শট মেরে ৷ কিন্তু, ফাইনালে দাপট দেখান ভারতীয় শুটার ৷ সেই সঙ্গে 2024 প্যারিস অলিম্পিকসের বছরে ভারতকে প্রথম আইএসএসএফ বিশ্বকাপের মঞ্চে পদক এনে দিলেন অনুরাধা দেবী ৷ ফাইনালে তিনি মোট 239.9 পয়েন্ট স্কোর করেছেন ৷ আর সোনাজয়ী আনা কোরাকাক্কির সংগ্রহ 241.1 পয়েন্ট ৷ 24 রাউন্ডের শটের ফাইনালে একটা সময় পিছিয়ে পড়েছিলেন স্বদেশীয় রিদম সাংগোয়ানের বিরুদ্ধে ৷

15 নম্বর শটের পর রিদম অনেকটাই এগিয়ে যান অনুরাধা দেবীর তুলনায় ৷ কিন্তু, এর পরের সাতটি শটে পরপর কমপ্লিট 10 পয়েন্ট নিয়ে দূরন্ত কামব্যাক করেন অনুরাধা ৷ তবে, রিদম সাংগোয়ান এ দিন পদক জয় থেকে একধাপ দুরে থেমে যান ৷ তিনি চতুর্থস্থানে শেষ করেছেন ৷ ব্রোঞ্জ জিতেছেন কাজখিস্তানের ইরিনা ইউনুসমেতোভা ৷ অনুরাধা দেবী কোয়ালিফাইং রাউন্ডে সবার শেষে ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন ৷ তিনি 575 পয়েন্ট পেয়েছিলেন সেখানে ৷ বরং রিদম সাংগোয়ান 584 পয়েন্ট নিয়ে এক নম্বরে থেকে ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করেছিলেন ৷

অন্যদিকে, আইএসএসএফ বিশ্বকাপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে সাগর ডাংগি ফাইনাল খেলেন ৷ তবে, সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেননি ৷ 6 নম্বরে শেষ করেছেন তিনি ৷ মহিলাদের 10 মিটার পিস্তল শুটিংয়ে মানু ভাকর 572 পয়েন্ট নিয়ে 15 নম্বরে শেষ করেন ৷ ফলে ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করতে পারেননি তিনি ৷ ছেলেরদের ফাইনালে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছেন উজ্জ্বল মালিক এবং রবীন্দ্র সিং ৷ তাঁরা যথাক্রমে 579 পয়েন্ট ও 577 পয়েন্ট পেয়েছেন ৷

আরও পড়ুন:

  1. জাতীয় রেকর্ড গড়ে শুটিং চ্যাম্পিয়নশিপে 5টি সোনা আসানসোলের অভিনবর
  2. অনুর্ধ্ব-19 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ আসানসোলের অভিনবের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.