ETV Bharat / sports

অজিদের বিরুদ্ধে ফাইনালে ভারতের পেসারদের দাপট, ষষ্ঠ খেতাব জিততে দরকার 254 রান

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 5:15 PM IST

Updated : Feb 11, 2024, 5:34 PM IST

India vs Australia U19 WC Final: ষষ্ঠবার অনুর্ধ্ব-19 বিশ্বকাপ ট্রফি জিততে ভারতের সামনে টার্গেট 254 রান ৷ রাজ লিম্বানি, নমন তিওয়ারি এবং সৌম্য পান্ডেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জেরে ভালো শুরু করেও 253 রানে থেমে গেল অজিরা ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

বেনোনি (দক্ষিণ আফ্রিকা), 11 ফেব্রুয়ারি: অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালের ম্যাচে দাপট দেখালেন রাজ লিম্বানি এবং নমন তিওয়ারিরা ৷ দুই পেসারের দাপটে ভালো শুরু করেও প্রথম ইনিংসে কোনও মতে আড়াইশো রানের গণ্ডি পেরোয় অস্ট্রেলিয়া ৷ তবে, বেশি উইকেট না পেলেও, মাঝের ওভারে স্পিনাররা তেমন রান খরচ না করায় সুবিধে হয়েছে ভারতীয় পেসারদের ৷ অস্ট্রেলিয়া আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ৷ তারা নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 253 রান তুলেছে ৷

বেনোনিতে ফাইনালের পিচে আজ বাড়তি বাউন্স দেখা গিয়েছে ৷ কিন্তু, ভারত একজন পেসার নিয়ে মাঠে নামে ৷ বদলে একজন অতিরিক্ত স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেন হেড কোচ ভিভিএস লক্ষ্মণ ৷ তৃতীয় স্পেশালিস্ট পেসার থাকলে অস্ট্রেলিয়ার স্কোর আড়াইশোর চেয়ে কমও হতে পারত ৷ অন্যদিকে, অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-19 দলে আজ বাড়তি পেসার রয়েছে ৷ বেনোনির পিচে যে বাড়তি বাউন্স রয়েছে, তার সমূহ সুবিধা যে তাঁরা নেবেন তা বলার অপেক্ষা রাখে না ৷ ফলে ভারতের পক্ষে 254 রানের লক্ষ্যের প্রাপ্তি খুব একটা সহজে হবে না ৷ এর জন্য শুরুতে পিচে টিকে খেলতে হবে ৷

তবে, টস হেরে আগে ফিল্ডিং করলেও, ভারতীয় পেসাররা এদিন নিজেদের কাজটা করেছেন ৷ শুরুতেই রাজ লিম্বানির শিকার হন ইন-ফর্ম ব্যাটার স্যাম কনসটাস (0) ৷ এরপর আরেক ওপেনার হ্যারি ডিকসন (42) এবং অধিনায়ক হিউজ উইবজেন (48) 78 রানের পার্টনারশিপ করেন দ্বিতীয় উইকেটে ৷ এই পার্টনারশিপ ভাঙেন নমন তিওয়ারি ৷ অস্ট্রেলিয়ার হয়ে এদিন সর্বোচ্চ রান করেন ভারতীয় বংশোদ্ভূত হরজাস সিং (55 রান) ৷ মূলত তাঁর এবং উইকেট-কিপার ব্যাটার রেয়ান হিকসের (20) দ্রুত গতিতে ওঠা 66 রানের পার্টনারশিপে অস্ট্রেলিয়ার ইনিংস একটা সময় মজবুত ভীতে দাঁড়িয়ে যায় ৷

তবে, হারজাস সিং আউট হতেই একের পর এক উইকেট হারায় ক্যাঙারুরা ৷ একসময় তিনশোর কাছাকাছি যে স্কোর পৌঁছতে পারে বলে মনে হচ্ছিল, তা 253 রানেই আটকে যায় ৷ ভারতের হয়ে এদিন সবচেয় সফল বোলার পেসার রাজ লিম্বানি ৷ তিনি 10 ওভারে 38 রান দিয়ে 3 উইকেট নিয়েছে ৷ নমন তিওয়ারি 9 ওভার 63 রান দিয়ে 2 উইকেট পান ৷ অন্যদিকে, দুই স্পিনার সৌম্য পান্ডে এবং মুশির খান একটি করে উইকেট নিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. মহিলা কুস্তিগীরদের আন্দোলনে পাশে না থাকায় মেরি কম এবং পিটি ঊষার সামলোচনা সাক্ষীর
  2. বুমরার ইচ্ছে না জেনেই 'সাদা বলের বিশেষজ্ঞ' তকমা, মন্তব্য শাস্ত্রীর
  3. অভিষেকের লক্ষ্যে আকাশ দীপ, ভারতীয় দলে আবারও একসঙ্গে বাংলার দুই ক্রিকেটার

বেনোনি (দক্ষিণ আফ্রিকা), 11 ফেব্রুয়ারি: অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালের ম্যাচে দাপট দেখালেন রাজ লিম্বানি এবং নমন তিওয়ারিরা ৷ দুই পেসারের দাপটে ভালো শুরু করেও প্রথম ইনিংসে কোনও মতে আড়াইশো রানের গণ্ডি পেরোয় অস্ট্রেলিয়া ৷ তবে, বেশি উইকেট না পেলেও, মাঝের ওভারে স্পিনাররা তেমন রান খরচ না করায় সুবিধে হয়েছে ভারতীয় পেসারদের ৷ অস্ট্রেলিয়া আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ৷ তারা নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 253 রান তুলেছে ৷

বেনোনিতে ফাইনালের পিচে আজ বাড়তি বাউন্স দেখা গিয়েছে ৷ কিন্তু, ভারত একজন পেসার নিয়ে মাঠে নামে ৷ বদলে একজন অতিরিক্ত স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেন হেড কোচ ভিভিএস লক্ষ্মণ ৷ তৃতীয় স্পেশালিস্ট পেসার থাকলে অস্ট্রেলিয়ার স্কোর আড়াইশোর চেয়ে কমও হতে পারত ৷ অন্যদিকে, অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-19 দলে আজ বাড়তি পেসার রয়েছে ৷ বেনোনির পিচে যে বাড়তি বাউন্স রয়েছে, তার সমূহ সুবিধা যে তাঁরা নেবেন তা বলার অপেক্ষা রাখে না ৷ ফলে ভারতের পক্ষে 254 রানের লক্ষ্যের প্রাপ্তি খুব একটা সহজে হবে না ৷ এর জন্য শুরুতে পিচে টিকে খেলতে হবে ৷

তবে, টস হেরে আগে ফিল্ডিং করলেও, ভারতীয় পেসাররা এদিন নিজেদের কাজটা করেছেন ৷ শুরুতেই রাজ লিম্বানির শিকার হন ইন-ফর্ম ব্যাটার স্যাম কনসটাস (0) ৷ এরপর আরেক ওপেনার হ্যারি ডিকসন (42) এবং অধিনায়ক হিউজ উইবজেন (48) 78 রানের পার্টনারশিপ করেন দ্বিতীয় উইকেটে ৷ এই পার্টনারশিপ ভাঙেন নমন তিওয়ারি ৷ অস্ট্রেলিয়ার হয়ে এদিন সর্বোচ্চ রান করেন ভারতীয় বংশোদ্ভূত হরজাস সিং (55 রান) ৷ মূলত তাঁর এবং উইকেট-কিপার ব্যাটার রেয়ান হিকসের (20) দ্রুত গতিতে ওঠা 66 রানের পার্টনারশিপে অস্ট্রেলিয়ার ইনিংস একটা সময় মজবুত ভীতে দাঁড়িয়ে যায় ৷

তবে, হারজাস সিং আউট হতেই একের পর এক উইকেট হারায় ক্যাঙারুরা ৷ একসময় তিনশোর কাছাকাছি যে স্কোর পৌঁছতে পারে বলে মনে হচ্ছিল, তা 253 রানেই আটকে যায় ৷ ভারতের হয়ে এদিন সবচেয় সফল বোলার পেসার রাজ লিম্বানি ৷ তিনি 10 ওভারে 38 রান দিয়ে 3 উইকেট নিয়েছে ৷ নমন তিওয়ারি 9 ওভার 63 রান দিয়ে 2 উইকেট পান ৷ অন্যদিকে, দুই স্পিনার সৌম্য পান্ডে এবং মুশির খান একটি করে উইকেট নিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. মহিলা কুস্তিগীরদের আন্দোলনে পাশে না থাকায় মেরি কম এবং পিটি ঊষার সামলোচনা সাক্ষীর
  2. বুমরার ইচ্ছে না জেনেই 'সাদা বলের বিশেষজ্ঞ' তকমা, মন্তব্য শাস্ত্রীর
  3. অভিষেকের লক্ষ্যে আকাশ দীপ, ভারতীয় দলে আবারও একসঙ্গে বাংলার দুই ক্রিকেটার
Last Updated : Feb 11, 2024, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.