ETV Bharat / sports

প্রথম সেশনে অশ্বিনের 'দাদাগিরি', ভাইজ্যাগ টেস্ট জয় থেকে 4 উইকেট দূরে ভারত

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 11:42 AM IST

Updated : Feb 5, 2024, 12:04 PM IST

India vs England 2nd Test: দ্বিতীয় টেস্টের চতুর্থদিনের শুরুতেই 'বাজবল' নিয়ে হাজির হলেন ইংল্যান্ড ব্যাটাররা ৷ যার দৌলতে প্রথম সেশনেই দু’শোর কাছাকাছি রান তুলে দিল থ্রি-লায়ন্স ৷ সঙ্গে উইকেটও হারিয়েছে তারা ৷ তবে, ইংল্যান্ডের আগ্রাসনের কাছে কিছুটা ব্যাকফুটে ভারতীয় দল ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

বিশাখাপত্তনম, 5 ফেব্রুয়ারি: জিমি অ্যান্ডারসন তৃতীয়দিনের খেলা শেষে বলেছিলেন, তাঁরা 60 থেকে 70 ওভারের মধ্যে 399 রানের লক্ষ্যে পৌঁছাবেন ৷ সোমবার সকালে প্রথম সেশন থেকে সেই মেজাজেই ব্যাটিং শুরু করল ইংল্যান্ড ৷ তাদের আবির্ভাব করা 'বাজবল' ক্রিকেটে প্রাথমিকভাবে ভারতকে ব্যাকফুটে ঠেলেও দেন জ্যাক ক্রলিরা ৷ কিন্তু, বেশিক্ষণ স্থায়ী হল না ইংল্যান্ডের 'বাজবল' ৷ রবিচন্দ্রন অশ্বিনের দাপুটে বোলিংয়ে ধরাশায়ী হল ইংল্যান্ডের টপ ও মিডল-অর্ডার ৷ পাঁচশো উইকেট থেকে আর একধাপ দূরে রয়েছেন অশ্বিন ৷ অক্ষর, কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরা একটি করে উইকেট নিয়েছেন ৷ মধ্যাহ্নভোজের বিরতিতে ব্রিটিশদের স্কোর 6 উইকেট হারিয়ে 194 রান ৷

অর্থাৎ, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের সমতা ফেরানো থেকে আর চারধাপ দূরে রয়েছেন রোহিত শর্মারা ৷ চতুর্থদিনের প্রথম সেশনে ভারতীয় বোলারদের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেটকেই হাতিয়ার করেছিল থ্রি-লায়ন্স ৷ কিন্তু ক্রিকেটের কুলীন ফরম্যাটে অতি আগ্রাসন যে বিপজ্জনক হয়ে উঠতে পারে, তা আরও একবার ব্রিটিশদের টের পাইয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিনরা ৷ শুরুতে ভারতীয় বোলারদের কিছুটা ছন্নছাড়া মনে হলেও সময়ের সঙ্গে নিজেদের সামলে নেন তাঁরা ৷ আর তারপরেই শুরু হয় ইংল্যান্ড ব্যাটিং অর্ডারের পতন ৷

চতুর্থদিন ইংল্যান্ডকে প্রথম ধাক্কাটি দেন অক্ষর প্যাটেল ৷ নাইট-ওয়াচম্যান রেহান আহমেদকে প্যাভিলিয়নে ফেরান তিনি ৷ কিন্তু তাতে ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিংয়ে কোনও বদল ঘটেনি ৷ গত ম্যাচে 196 রানের বিশাল ইনিংস খেলা ওলি পোপ শুরু থেকে বাউন্ডারি মারতে থাকেন ৷ কিন্তু আগ্রাসনের শিকার হতে হয় তাঁকেও ৷ রবিচন্দ্রন অশ্বিনের বলে স্লিপে রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ৷ জো রুটকেও ফেরান অশ্বিন ৷ উল্লেখ্য, প্রাক্তন ইংরেজ অধিনায়ক ছিলেন টেস্ট ক্রিকেটে অশ্বিনের 499তম শিকার ৷

ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রলি 73 রানের ইনিংস খেলেছেন ৷ তিনি কুলদীপের শিকার হন ৷ জনি বেয়ারস্টোকে 26 রানে প্যাভিলিয়নে ফিরিয়েছেন জসপ্রীত বুমরা ৷ মধ্যাহ্নভোজের পর দ্রুত ইংল্যান্ডের চার উইকেট তোলাই এখন একমাত্র লক্ষ্য রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির ৷ ক্রিজে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ৷

আরও পড়ুন:

  1. অপেক্ষার অবসান শুভমনের ব্যাটে, পঞ্জাব ব্যাটারের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত
  2. ঘরের মাঠে গো-হারা মনোজরা, ইনিংস হারের লজ্জা নিয়ে বিদায়ের মুখে বাংলা
  3. ফাইনাল নিউ জার্সিতে, কবে শুরু 2026 বিশ্বকাপ; জানাল ফিফা
Last Updated : Feb 5, 2024, 12:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.