ETV Bharat / sports

নজর টানছেন ভাসকুয়েজ, অনুশীলনে খাবরা; এবার জয়ের খোঁজে ইস্টবেঙ্গল

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 7:12 AM IST

Updated : Feb 8, 2024, 9:35 AM IST

Etv Bharat
Etv Bharat

East Bengal: শনিতে আইএসএল ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল ৷ বুধবার থেকেই অনুশীলন শুরু লাল-হলুদ শিবিরে ৷ এই অনুশীলনে রয়েছেন নবাগত মিডফিল্ডার ভিক্টর ভাসকুয়েজ ।

কলকাতা, 8 ফেব্রুয়ারি: বুধবার বিকেল থেকেই নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়েছে ইস্টবেঙ্গল । আগামী 10 ফেব্রুয়ারি গুয়াহাটিতে এই ম্যাচ খেলবে লাল-হলুদ শিবির । প্রথম পর্বে যুবভারতীতে নর্থ ইস্টের বিরুদ্ধে 5-0 গোলে জিতেছে ইস্টবেঙ্গল । ক্লেইটন সিলভারা রীতিমতো ছেলেখেলা করেছিলেন পাহাড়ি দলটাকে নিয়ে । যদিও এরপর থেকে আইএসএলের একটি ম্যাচেও জিততে পারেনি ইস্টবেঙ্গল । মাঝে সুপার কাপ জিতলেও, ইন্ডিয়ান সুপার লিগে শেষ চার ম্যাচে অপরাজিত থাকলেও জয়হীন ।

মোহনবাগানের বিরুদ্ধে 2-2 গোলে ড্র করে, পয়েন্ট তালিকায় সাময়িক আট থেকে সাতে উঠলেও, ফের অবনতি হয়েছে । এই মুহূর্তে 12 পয়েন্ট নিয়ে বর্তমানে নবম স্থানে ইস্টবেঙ্গল । উপরের দিকে উঠতে হলে জয়ে ফেরা জরুরি । নশনিবারের তিন পয়েন্ট জামশেদপুর এফসিকে টপকে ষষ্ঠ স্থানে তুলবে কার্লেস কুয়াদ্রাতের দলকে । কুয়াদ্রাত সেটা জানেন বলেই সতর্ক । ধাপে ধাপে এগোনোর কথা বললেও এবার আর ড্র করে দুই পয়েন্ট ফেলে আসা নয়, ম্যাচ জিতে তিন পয়েন্ট ঝুলিতে ভরতে চাইছেন ।

বুধবার ইস্টবেঙ্গল বন্ধ দরজার পিছনে অনুশীলন করল । গত মঙ্গলবার ছিল রিজার্ভ দলের অনুশীলন, এদিন সমস্ত আইএসএলে নথিভুক্ত ফুটবলারদের প্র্যাকটিস করিয়েছেন কুয়াদ্রাত । ছিলেন নবাগত মিডফিল্ডার ভিক্টর ভাসকুয়েজ । আগের দিনের চেয়ে এদিন আরও চনমনে তিনি । ফিটনেসের উপর জোর দেওয়া থেকে শুরু করে শুটিং, পাসিং, সেটপিস অনুশীলনে ব্যস্ত ছিলেন । ফুটবলের পরিভাষায়, একজনের প্রথম টাচ দেখলেই বোঝা যায়, তিনি কেমন ফুটবলার । বার্সেলোনার ঘরানায় ফুটবল স্নাতক হওয়া ভাসকুয়েজের প্রথম টাচ শৈল্পিক । দেখলেই চোখ টানছে । পাসিং, পেরিফেরিয়াল ভিশনও অসাধারণ । ডিফেন্স চেরা থ্রু ও উইংয়ে বল ছড়ানো, প্রেসিং এবং ডিফেন্সকে সহায়তা করার জন্যই বোরহার জায়গায় তাঁকে আনা হয়েছে, এছাড়াও গোলটাও ভালো চেনেন ।

মিডফিল্ডার হয়েও বার্সার জার্সি গায়ে আট ম্যাচে গোল করেছেন দু'টি । ফলে মাঝমাঠে ভাসকুয়েজের অন্তর্ভুক্তিতে উপকৃত হবে ইস্টবেঙ্গল । কুয়াদ্রাত ছোঁয়ায় তিনি দ্রুত সেরা ছন্দে ফিরে আসবেন, আশাবাদী সমর্থকরা । তবে তাঁকে কী নর্থ ইস্ট ম্যাচেই নামিয়ে দেবেন কুয়াদ্রাত ? উত্তর খুঁজছেন সমর্থকরা । ম্যাচের আরও দু'দিন সময় রয়েছে । দলের তিনি অনুশীলন করবেন সেই দু'দিন । কোচ মনে করলে সব সম্ভব । এরকম রেকর্ডও রয়েছে কুয়াদ্রাতের । জর্ডান এলসে যে রাতে এসেছিলেন, পরের দিন ডুরান্ডের ম্যাচে পরিবর্ত হিসেবে এলসেকে দেখে নিয়েছিলেন লাল হলুদের প্রফেসর । ভাসকুয়েজের ক্ষেত্রে এমনটা হতেও পারে ।

পরিবর্ত হিসেবে নামার সম্ভাবনা বেশি ইনিয়েস্তা, বুস্কেটসদের প্রাক্তন সতীর্থর । এদিকে, অনুশীলন নামলেন হরমনজ্যোত সিং খাবরা । আইএসএলের শুরুর দিকে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি । তারপর থেকে দ্রুত ফিট হওয়ার চেষ্টাতে ছিলেন, ফিট হয়ে কলকাতায় ফিরে এসেছেন । এদিন খাবরা মূলত ব্যস্ত ছিলেন ফিজিওর কাছে । তাঁর ম্যাচ ফিট হতে আরও কয়েকদিন সময় লাগবে । যত দ্রুত ফিট হবেন, তত বিকল্প বাড়বে কুয়াদ্রাতের । ফেব্রুয়ারি মাসটা ইস্টবেঙ্গলের জন্য খুব গুরুত্বপূর্ণ । হোম-অ্যাওয়ে মিলিয়ে অনেকগুলি ম্যাচ খেলতে । এই ম্যাচগুলির ফলাফলের উপর নির্ভর করবে প্লে-অফ খেলতে পারবে কি না ইস্টবেঙ্গল ৷ খাবরার পরিবর্তে খেলা মহম্মদ রাকিপ প্রত্যেকটা ম্যাচেই ভালো খেলেছেন । একবারের জন্য খাবরার অভাব বুঝতে দেননি । তাই খাবরার প্রথম একাদশে জায়গা ফিরে পেতে অপেক্ষা করতে হবে ।

অন্যদিকে বড়সড় ধাক্কা খেল ইস্টবেঙ্গলেও । ডার্বিতে চোট পেয়ে এক মাসের জন্য ছিটকে গেলেন সাউল ক্রেসপো । ফলে নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচ তো বটেই পরবর্তী ম্যাচগুলোতেও মাঝমাঠের রসায়ন ঠিক করতে কার্লেস কুয়াদ্রাতকে নতুন করে ভাবতে হবে । ভিক্টর ভাসকুয়েজ নজর টেনেছেন কিন্তু পেটের সমস্যায় পড়েছেন । বুধবার কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলন করার কথা । তবে এই মুহূর্তে লাল-হলুদ শিবিরে চিন্তা ক্রেসপোর চোট।

আরও পড়ুন :

  1. টেকনিক্যাল কমিটির রদবদল থেকে রোজের কাজ, বিতর্কে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
  2. বাংলা থেকে ফুটবলার তুলে আনতে স্কুলস্তরে উন্নতির প্রয়োজন, মত নবির
  3. কুয়াদ্রাতের নজরদারিতে জুনিয়র দলের সঙ্গে প্রথম অনুশীলন ভাসকুয়েজের
Last Updated :Feb 8, 2024, 9:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.