ETV Bharat / sports

সুপার কাপে নৌকাডুবি, বড় ম্যাচে মোহনবাগান 'বধ' ইস্টবেঙ্গলের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 12:08 AM IST

East Bengal beats Mohun Bagan: কুয়াদ্রাত ঠিকই বলেছেন, বদল হয়েছে তাদের খেলায় । মোহনবাগানকে 3-1 গোলে উড়িয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল এফসি ।

Etv Bharat
Etv Bharat

ভুবনেশ্বর, 19 জানুয়ারি: খেলে দেখুন, ইস্টবেঙ্গল বদলে গিয়েছে । প্রতিপক্ষকে পরোক্ষে এই হুমকি দিচ্ছে লাল-হলুদ ব্রিগেড । ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টকে 3-1 গোলে উড়িয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল এফসি । শেষ চারে প্রতিপক্ষ খালিদ জামিলের জামশেদপুর এফসি । ক্লেইটন সিলভা জোড়া গোল করে জয়ের নায়ক । তাঁর পাশে একইরকম উজ্জ্বল নন্দকুমার । গোলরক্ষায় সমুজ্জ্বল প্রোভসুখন গিল । পেনাল্টি বাঁচিয়ে তিনিও দলের জয়ের অন্যতম কারিগর । মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে একমাত্র গোল হেক্টর ইউস্তের ।

ডুরান্ড কাপের পরে সুপার কাপ । মাঝের সময়ে তিন সাক্ষাতে ইস্টবেঙ্গল এগিয়ে গেল 2-1 ব্যবধানে । সুপার কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের দ্বৈরথ ছিল কার্যত কোয়ার্টার ফাইনাল । ড্র করলে শেষ চারের টিকিট মিলবে, এই অবস্থায় সুবিধাজনক জায়গায় থেকে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল । কোচ কার্লেস কুয়াদ্রাত আগেই জানিয়েছিলেন, তারা ড্র নয়, ম্যাচ জিতে শেষ চারে যেতে চান । অধিনায়ক ক্লেইটন সিলভা ডার্বিতে গোল করে নায়ক হওয়ার স্বপ্ন দেখেছিলেন । ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোড়া গোল করে নায়ক ।

19 মিনিটে হেক্টর ইউস্তের গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট । দিমিত্রি পেত্রাতোসের কর্নারে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন সবুজ-মেরুন ডিফেন্ডার । পাঁচ মিনিটে প্রত্যাঘাত ইস্টবেঙ্গলের । শৌভিক চক্রবর্তীর পাস থেকে দলকে সমতায় ফেরান ক্লেইটন । এরপর দু'দলই আক্রমণ করতে থাকে । চলতে থাকে চোরাগোপ্তা ফাউল । বিরতির আগে পেনাল্টি পায় মোহনবাগান । কিয়ান নাসিরি বল নিয়ে এগোনোর সময় বক্সের মধ্যে হাতে লাগে হিজাজি মাহিরের । রেফারি পেনাল্টি দিলেও তা থেকে গোল করতে পারেননি পেত্রাতোস । তাঁর শট দুরন্ত তৎপরতায় বাঁচান প্রোভসুখন গিল । এর আগে 29 মিনিটে নন্দকুমারকে বক্সের মধ্যে ফেলে দিলেও রেফারি ইস্টবেঙ্গলের পেনাল্টির দাবি নাকচ করেন ।

বিরতির পরে লাল-হলুদ দাপট । 63 মিনিটে দলকে এগিয়ে দেন নন্দকুমার । বোরহা হেরেরার শট বারে লেগে প্রতিহত হলে ফিরতি বল ফাঁকা গোলে জালে পাঠান নন্দকুমার । ডুরান্ড কাপের প্রথম ডার্বির পরে ফের গোল নন্দকুমারের । 80 মিনিটে হিজাজি মাহেরের হেড আর্শকুমার বাঁচালে ফিরতি বল জালে পাঠান ক্লেইটন । জয়ের হ্যাটট্রিক লাল-হলুদের । কুয়াদ্রাত ঠিকই বলেছেন, বদল হয়েছে তাদের খেলায় ।

আরও পড়ুন:

  1. সুনীলদের স্বপ্নভঙ্গ, উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপে যাত্রা শেষ ভারতের
  2. ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি, সেরা কোচের তকমা পেলেন গুয়ার্দিওলা
  3. মুহূর্তের ভুলে ম্যাচ হাতছাড়া, দলকেই দুষছেন হেডস্যর স্টিম্যাচ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.