ETV Bharat / sports

অক্ষর না কুলদীপ, কে প্রথম টেস্টের তৃতীয় স্পিনার ? মাথায় হাত রোহিতের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 7:55 PM IST

India vs England 1st Test: অক্ষর প্যাটেল না কুলদীপ যাদব ? ব্যাটিং হেভি প্রথম একাদশ ? নাকি স্পিন বৈচিত্র্য ? এমন নানান প্রশ্নের দোলাচলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা প্রথম টেস্ট ম্যাচে ভারতের তৃতীয় স্পিনার কে হবেন ? সেই নিয়েই চিন্তায় অধিনায়ক রোহিত শর্মা এবং হেড কোচ রাহুল দ্রাবিড় ৷

ETV BHARAT File
ETV BHARAT File

হায়দরাবাদ, 24 জানুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হতে 24 ঘণ্টাও বাকি নেই ৷ আর ভারতীয় দলের তৃতীয় স্পিনার কে হবেন ? সেই নিয়ে এখনও ধন্দে টিম ম্যানেজমেন্ট ? নাকি প্রতিপক্ষ দল ও ব্রিটিশ সংবাদ মাধ্যমকে ধোঁয়াশায় রাখার চেষ্টা ? ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে অধিনায়ক রোহিত শর্মার বক্তব্যে, একথা মনে হওয়াটাই স্বাভাবিক ৷ দলের তৃতীয় স্পিনার হিসেবে অক্ষর প্যাটেল নাকি কুলদীপ যাদব, কে প্রথম একাদশে ঢুকবেন ? এটাই এখন কোটি টাকার প্রশ্ন ৷

রোহিত শর্মা অবশ্য বলছেন, দু’জনের মধ্যে একজনকে বেছে নেওয়াটা খুবই মাথাব্যাথার কাজ ৷ তা অবশ্যই ৷ প্রথম দুই স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ৷ এখানে কোনও সংশয় নেই ৷ পেস বিভাগে জসপ্রীত বুমরার সঙ্গে মহম্মদ সিরাজ ৷ ঘরের মাঠে তৃতীয় পেসারের প্রয়োজন ভারতীয় দলের হবে না ৷ কিন্তু, তৃতীয় স্পিনার দু’শো শতাংশ প্রয়োজন ৷ সেখানে অক্ষর এবং কুলদীপের মধ্যে লড়াই ৷ কার ভাগ্যে ছিঁড়বে সিঁকে ?

রোহতি শর্মা নিজে সেই জবাব হয়তো বা জানেন ৷ কিন্তু, সাংবাদিক বৈঠকে নানান সম্ভাবনার ভাণ্ডার খুলে বসলেন রোহিত ৷ তিনি বলেন, "কুলদীপের মধ্যে অনেক বেশি বৈচিত্র্য রয়েছে ৷ পিচে বাউন্স থাকুক বা না থাকুক, ও নিজের সেরাটা দিতে পারে ৷ আর কয়েকবছর আগের থেকে এখন অনেক বেশি পরিণত বোলার কুলদীপ ৷"

অন্যদিকে, অক্ষর প্যাটেলকে নিয়েও ইতিবাচক শোনালো রোহিতকে ৷ বলেন, "আপনারা জানেন অক্ষর অলরাউন্ডার হিসেবে আমাদের ব্যাটিংকে অনেক বেশি শক্তিশালী করে তোলে ৷ আর টেস্ট ক্রিকেট ব্যাটেবলে ধারাবাহিক পারফর্ম্যান্স করেছে ৷ তাই ও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার ৷ কিন্তু, এটা আমাদের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কে আমাদের হয়ে মাঠে নামবে ৷ তবে, কাকে খেলানো হবে, সেটা এখনই আপনাদের সামনে খোলসা করব না ৷"

প্রসঙ্গত, কুলদীপ চ্যায়নাম্যান হিসেবে স্পিন বোলিংয়ে বৈচিত্র্য নিয়ে আসবেন ৷ সেক্ষেত্রে ব্যাটিংয়ে অশ্বিনের পর আর তেমন কেউ থাকবে না, যে ভারতকে ব্যাটে ভরসা দিতে পারবে ৷ কিন্তু, বলহাতে থ্রি-লায়ন্সদের বিরুদ্ধে বেশি কার্যকরী হবেন কুলদীপ ৷ অন্যদিকে, স্পিনিং পিচে অক্ষর প্যাটেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি ম্যাচে ভারতের হয়ে ভালো ব্যাটিং করেছিলেন ৷ সেটাও টিম ম্যানেজমেন্টের মাথায় থাকবে ৷ কিন্তু, অক্ষরের বোলিং নিয়ে প্রশ্ন থাকতেই পারে ৷ বিশেষত, যেখানে রবীন্দ্র জাদেজা ইতিমধ্যে বাঁ-হাতি অর্থডক্স বোলার হিসেবে খেলছেন ৷ ফলে বৃহস্পতিবার ভারতের প্রথম একাদশে তৃতীয় স্পিনার কে হবেন ? তা টসের আগে বোঝা সত্যিই দুষ্কর ৷

আরও পড়ুন:

  1. অশ্বিন-জাদেজার সামনে কেএল নন, বিশেষজ্ঞ উইকেটরক্ষক খেলবেন: দ্রাবিড়
  2. ইংল্যান্ডের 'বাজবল' থিওরিতে প্রচুর উইকেট দেখছেন বুমরা
  3. মাত্রাতিরিক্ত মদ্যপান করে সংজ্ঞাহীন ম্যাডম্যাক্স, যেতে হল হাসপাতালে

হায়দরাবাদ, 24 জানুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হতে 24 ঘণ্টাও বাকি নেই ৷ আর ভারতীয় দলের তৃতীয় স্পিনার কে হবেন ? সেই নিয়ে এখনও ধন্দে টিম ম্যানেজমেন্ট ? নাকি প্রতিপক্ষ দল ও ব্রিটিশ সংবাদ মাধ্যমকে ধোঁয়াশায় রাখার চেষ্টা ? ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে অধিনায়ক রোহিত শর্মার বক্তব্যে, একথা মনে হওয়াটাই স্বাভাবিক ৷ দলের তৃতীয় স্পিনার হিসেবে অক্ষর প্যাটেল নাকি কুলদীপ যাদব, কে প্রথম একাদশে ঢুকবেন ? এটাই এখন কোটি টাকার প্রশ্ন ৷

রোহিত শর্মা অবশ্য বলছেন, দু’জনের মধ্যে একজনকে বেছে নেওয়াটা খুবই মাথাব্যাথার কাজ ৷ তা অবশ্যই ৷ প্রথম দুই স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ৷ এখানে কোনও সংশয় নেই ৷ পেস বিভাগে জসপ্রীত বুমরার সঙ্গে মহম্মদ সিরাজ ৷ ঘরের মাঠে তৃতীয় পেসারের প্রয়োজন ভারতীয় দলের হবে না ৷ কিন্তু, তৃতীয় স্পিনার দু’শো শতাংশ প্রয়োজন ৷ সেখানে অক্ষর এবং কুলদীপের মধ্যে লড়াই ৷ কার ভাগ্যে ছিঁড়বে সিঁকে ?

রোহতি শর্মা নিজে সেই জবাব হয়তো বা জানেন ৷ কিন্তু, সাংবাদিক বৈঠকে নানান সম্ভাবনার ভাণ্ডার খুলে বসলেন রোহিত ৷ তিনি বলেন, "কুলদীপের মধ্যে অনেক বেশি বৈচিত্র্য রয়েছে ৷ পিচে বাউন্স থাকুক বা না থাকুক, ও নিজের সেরাটা দিতে পারে ৷ আর কয়েকবছর আগের থেকে এখন অনেক বেশি পরিণত বোলার কুলদীপ ৷"

অন্যদিকে, অক্ষর প্যাটেলকে নিয়েও ইতিবাচক শোনালো রোহিতকে ৷ বলেন, "আপনারা জানেন অক্ষর অলরাউন্ডার হিসেবে আমাদের ব্যাটিংকে অনেক বেশি শক্তিশালী করে তোলে ৷ আর টেস্ট ক্রিকেট ব্যাটেবলে ধারাবাহিক পারফর্ম্যান্স করেছে ৷ তাই ও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার ৷ কিন্তু, এটা আমাদের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কে আমাদের হয়ে মাঠে নামবে ৷ তবে, কাকে খেলানো হবে, সেটা এখনই আপনাদের সামনে খোলসা করব না ৷"

প্রসঙ্গত, কুলদীপ চ্যায়নাম্যান হিসেবে স্পিন বোলিংয়ে বৈচিত্র্য নিয়ে আসবেন ৷ সেক্ষেত্রে ব্যাটিংয়ে অশ্বিনের পর আর তেমন কেউ থাকবে না, যে ভারতকে ব্যাটে ভরসা দিতে পারবে ৷ কিন্তু, বলহাতে থ্রি-লায়ন্সদের বিরুদ্ধে বেশি কার্যকরী হবেন কুলদীপ ৷ অন্যদিকে, স্পিনিং পিচে অক্ষর প্যাটেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি ম্যাচে ভারতের হয়ে ভালো ব্যাটিং করেছিলেন ৷ সেটাও টিম ম্যানেজমেন্টের মাথায় থাকবে ৷ কিন্তু, অক্ষরের বোলিং নিয়ে প্রশ্ন থাকতেই পারে ৷ বিশেষত, যেখানে রবীন্দ্র জাদেজা ইতিমধ্যে বাঁ-হাতি অর্থডক্স বোলার হিসেবে খেলছেন ৷ ফলে বৃহস্পতিবার ভারতের প্রথম একাদশে তৃতীয় স্পিনার কে হবেন ? তা টসের আগে বোঝা সত্যিই দুষ্কর ৷

আরও পড়ুন:

  1. অশ্বিন-জাদেজার সামনে কেএল নন, বিশেষজ্ঞ উইকেটরক্ষক খেলবেন: দ্রাবিড়
  2. ইংল্যান্ডের 'বাজবল' থিওরিতে প্রচুর উইকেট দেখছেন বুমরা
  3. মাত্রাতিরিক্ত মদ্যপান করে সংজ্ঞাহীন ম্যাডম্যাক্স, যেতে হল হাসপাতালে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.