ETV Bharat / sports

হংকংয়ে মেসির না-খেলা নিয়ে বাড়ছে ক্ষোভ, বাতিল চিনে আয়োজিত আর্জেন্তিনার ফ্রেন্ডলি ম্যাচ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 11:19 AM IST

ETV BHARAT
ETV BHARAT

Argentina friendly in China Cancelled: মার্চ মাসে চিনের মাটিতে আর্জেন্তিনা দলের একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল ৷ যে ম্যাত ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, হংকংয়ে চোটের জন্য ইন্টার মিয়ামির হয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে নামেননি মেসি ৷ যার জেরে সেখানকার ফুটবল প্রেমীদের মধ্যে ক্ষোভ বেড়েছে ৷ সেই কারণেই আগামী মাসের ফ্রেন্ডলি ম্যাচ বাতিল করা হয়েছে ৷

হংকং, 10 ফেব্রুয়ারি: আগামী মার্চ মাসে চিনে একটি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্তিনা দলের ৷ শুক্রবার সেই ম্যাচটি বাতিল করে দিল হ্যাংঝাউয়ের স্পোর্টস ব্যুরো ৷ যার মূল কারণ, গত বুধবারও ইন্টার মিয়ামির হয়ে হংকংয়ের স্থানীয় ক্লাবের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে লিওনেল মেসির পুরো খেলতে না পারা ৷ যার কারণে সেখানকার ফুটবল প্রেমীদের মধ্যে ক্ষোভ বেড়েছে ৷ পরিস্থিতি খারাপের দিকে যেতে শুরু করেছে ৷

উল্লেখ্য, অধিনায়ক লিও মেসি মার্চ মাসে বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলকে নিয়ে আন্তর্জাতিক ফ্রেন্ডলি টুর্নামেন্টের সফরে বেরোবেন ৷ যেখানে 18-26 মার্চ পর্যন্ত আর্জেন্তিনা দল চিন সফরে থাকবে ৷ যেখানে হ্যাংঝাউতে নাইজেরিয়া এবং বেজিংয়ে আইভরি কোস্টের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্তিনার ৷ উল্লেখ্য, নাইজেরিয়া এবং আইভরি কোস্ট চলতি সপ্তাহে আফ্রিকা কাপ অফ ন্যাশনস ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে ৷

কিন্তু, এই মুহূর্তে পরিস্থিতি খুব একটা ভালো নয় হংকংয়ে ৷ লিওনেল মেসি এই মুহূর্তে তাঁর ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে হংকং সফরে রয়েছেন ৷ কিন্তু, গত রবিবার তিনি কুচকির চোটের কারণে স্থানীয় ক্লাবের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলতে নামেননি ৷ স্বভাবতই ম্যাচ দেখতে আসা ফুটবল অনুরাগীদের মধ্যে একটা ক্ষোভ ছিলই ৷ কারণ তাঁরা লিওনেল মেসির ফুটবল দেখতে এসেছিলেন ৷ তবে, মঙ্গলবার মেসি নিজে সাংবাদিক বৈঠক করেছিলেন ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, চেষ্টা করবেন পরের ম্যাচে মাঠে নামার ৷ তবে, পুরোটাই নির্ভর করছিল তাঁর চোটের পরিস্থিতির উপর ৷

কিন্তু, বুধবার হংকংয়ের ভিসেল কোবে ক্লাবের বিরুদ্ধে মেসি মাত্র 30 মিনিটের জন্য মাঠে নেমেছিলেন ৷ তাও সেভাবে মেসি-ম্যাজিক সেখানে দেখা যায়নি ৷ বোঝাই গিয়েছিল চোটের কারণে নিজেকে বাঁচিয়ে রাখছিলেন তিনি ৷ কিন্তু, আয়োজক, স্টেডিয়ামে উপস্থিত দর্শক এবং স্পনসরদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে ৷ যার পরেই শুক্রবার হ্যাংঝাউয়ের স্পোর্টস ব্যুরো আর্জেন্তিনা-নাইজেরিয়া ফ্রেন্ডলি ম্যাচ বাতিল করে দেয় ৷

হ্যাংঝাউ স্পোর্টস ব্যুরো বলেন, "এর কারণ সবার জানা রয়েছে ৷ সুপারভাইজিং অথরিটির তরফে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সব খবর পাচ্ছি ৷ সেখানে ম্যাচ আয়োজন করার পরিস্থিতি একেবারেই নেই ৷ তাই আমরা ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি ৷" তবে, আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ হ্যাংঝাউয়ে হচ্ছে না ৷ নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য অন্য ভেন্যুর খোঁজ করা হচ্ছে ৷ তবে, বেজিংয়ে আইভরি কোস্টের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ পরিকল্পনা অনুযায়ী আয়োজিত হবে ৷ আইভরি কোস্ট দলের মুখপাত্র একথা জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. মিটেছে পিআর সংক্রান্ত সমস্যা, টোকিয়োতে ফ্রেন্ডলি ম্যাচে খেলা নিয়ে আশাবাদী মেসি
  2. নিলামে উঠছে মেসি-বার্সেলোনার প্রথম 'রুমাল' চুক্তি
  3. মেসির ইন্টার মিয়ামিকে 6 গোলের মালা পরাল রোনাল্ডোহীন আল-নাসের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.