ETV Bharat / politics

সংবিধান বাঁচাতে লোকসভার লড়াইয়ে মমতার হাত শক্ত করার ডাক যোগেন্দ্র যাদবের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 8:03 PM IST

Yogendra Yadav: শনিবার ছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ধরনার দ্বিতীয় দিন ৷ এ দিন সেখানে হাজির ছিলেন যোগেন্দ্র যাদব ৷ তিনি সকলকে আহ্বান জানিয়েছেন, সংবিধান বাঁচাতে লোকসভার লড়াইয়ে মমতার হাত শক্ত করার জন্য ৷

Yogendra Yadav  Mamata Banerjee
Yogendra Yadav Mamata Banerjee

কলকাতা, 3 ফেব্রুয়ারি: ধরনা মঞ্চে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে দেশ ও সংবিধান বাঁচানোর লড়াই বললেন সমাজকর্মী তথা প্রাক্তন আপ নেতা যোগেন্দ্র যাদব । এই লড়াইয়ে তিনি মমতার হাত শক্ত করার ডাক দিলেন । শনিবার আম্বেদকর মূর্তির পাদদেশে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার দ্বিতীয়দিন । এ দিন এই মঞ্চে হাজির হন প্রাক্তন বিজেপি নেতা কীর্তি আজাদ । ছিলেন স্বরাজ আভিযান পার্টির নেতা যোগেন্দ্র যাদব । এই মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘বাংলা ছাড়া দেশ ভাবা যায় না । বাংলা স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে । আমি দিদিকে বলতে চাই, যে লড়াই আপনি করছেন, সেটা শুধু বাংলা নয়, গোটা দেশের লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই ।’’

এ দিন 100 দিনের কর্মীদের আন্দোলন তিনি বলেন, ‘‘100 দিনে কাজ করেও মানুষ টাকা পায়নি । এখানকার একজন মহিলা 90 দিন করে তিন বছর কাজ করেছেন । সবমিলিয়ে ওঁর 54 হাজার টাকা বাকি । কেন্দ্রীয় সরকার সেটা দেয়নি । মোদিজি আপনাকে বলতে চাই, গরিবের পেটে লাথি মেরে কেউ ক্ষমতায় থাকে না । গরিবের অভিশাপ লাগে ।’’

একই সঙ্গে এ দিন তিনি বিজেপির বিরুদ্ধে ভোট হেরে পিছনের দরজা দিয়ে সরকার চালানোর অভিযোগ করেছেন । তিনি বলেন, ‘‘2021 সালে আপনারা লড়াই করেছেন রাজ্য জয়ের লক্ষ্য নিয়ে । সেবার হেরে গিয়েছেন । বৈধ পথ দিয়ে আবার চেষ্টা করুন । পিছনের দরজা দিয়ে সরকার চালানোর চেষ্টা চালাচ্ছেন কেন ? পরবর্তী ভোটের জন্য অপেক্ষা করুন ।’’

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে কেন্দ্রের শাসকদলের ইলেকশন ডিপার্টমেন্ট বলে কটাক্ষ করেছেন যোগেন্দ্র যাদব । তাঁর কথায়, ‘‘ইডি মানে বিজেপির ইলেকশন ডিপার্টমেন্ট । ইডিকে কাজে লাগিয়ে বিরোধীদের আটকানোর চেষ্টা হচ্ছে ।’’ যেভাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে এই কেন্দ্রীয় সংস্থা গ্রেফতার করেছে তারও সমালোচনা করেছেন তিনি । যোগেন্দ্র যাদবের কথায়, ‘‘যেভাবে ইডিকে লাগিয়ে হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছে । তার জন্য কোনও নিন্দাই যথেষ্ট নয় । আদতে সিবিআই ইডি লাগিয়ে সংবিধানকে হত্যা করার চেষ্টা হচ্ছে । এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারেন দেশকে বাঁচাতে ।’’

তাঁর কথায়, ‘‘তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করছেন, তা এই দেশকে, এই দেশের সংবিধানকে রক্ষা করার লড়াই । সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে । সারা দেশে এই লড়াই ছড়িয়ে দিতে হবে । এবার লোকসভার লড়াই শুধু দেশের সরকার গঠন নয়, দেশের সংবিধান বাঁচানোর লড়াই । আর এই লড়াইয়ে মমতার হাত শক্ত করতে হবে ।’’

আরও পড়ুন:

  1. 21 ফেব্রুয়ারি 21 লক্ষ একশো দিনের কর্মীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব, বড় ঘোষণা মমতার
  2. গেরুয়া রং ব্যবহার করে দলতন্ত্র কায়েমের চেষ্টা চলছে, বিজেপিকে আক্রমণ কীর্তি আজাদের
  3. 'বিহারীবাবু'ই আসানসোলে তৃণমূলের প্রার্থী, খুশি 'ম্যাজিক ম্যান' মলয় ঘটক

কলকাতা, 3 ফেব্রুয়ারি: ধরনা মঞ্চে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে দেশ ও সংবিধান বাঁচানোর লড়াই বললেন সমাজকর্মী তথা প্রাক্তন আপ নেতা যোগেন্দ্র যাদব । এই লড়াইয়ে তিনি মমতার হাত শক্ত করার ডাক দিলেন । শনিবার আম্বেদকর মূর্তির পাদদেশে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার দ্বিতীয়দিন । এ দিন এই মঞ্চে হাজির হন প্রাক্তন বিজেপি নেতা কীর্তি আজাদ । ছিলেন স্বরাজ আভিযান পার্টির নেতা যোগেন্দ্র যাদব । এই মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘বাংলা ছাড়া দেশ ভাবা যায় না । বাংলা স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে । আমি দিদিকে বলতে চাই, যে লড়াই আপনি করছেন, সেটা শুধু বাংলা নয়, গোটা দেশের লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই ।’’

এ দিন 100 দিনের কর্মীদের আন্দোলন তিনি বলেন, ‘‘100 দিনে কাজ করেও মানুষ টাকা পায়নি । এখানকার একজন মহিলা 90 দিন করে তিন বছর কাজ করেছেন । সবমিলিয়ে ওঁর 54 হাজার টাকা বাকি । কেন্দ্রীয় সরকার সেটা দেয়নি । মোদিজি আপনাকে বলতে চাই, গরিবের পেটে লাথি মেরে কেউ ক্ষমতায় থাকে না । গরিবের অভিশাপ লাগে ।’’

একই সঙ্গে এ দিন তিনি বিজেপির বিরুদ্ধে ভোট হেরে পিছনের দরজা দিয়ে সরকার চালানোর অভিযোগ করেছেন । তিনি বলেন, ‘‘2021 সালে আপনারা লড়াই করেছেন রাজ্য জয়ের লক্ষ্য নিয়ে । সেবার হেরে গিয়েছেন । বৈধ পথ দিয়ে আবার চেষ্টা করুন । পিছনের দরজা দিয়ে সরকার চালানোর চেষ্টা চালাচ্ছেন কেন ? পরবর্তী ভোটের জন্য অপেক্ষা করুন ।’’

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে কেন্দ্রের শাসকদলের ইলেকশন ডিপার্টমেন্ট বলে কটাক্ষ করেছেন যোগেন্দ্র যাদব । তাঁর কথায়, ‘‘ইডি মানে বিজেপির ইলেকশন ডিপার্টমেন্ট । ইডিকে কাজে লাগিয়ে বিরোধীদের আটকানোর চেষ্টা হচ্ছে ।’’ যেভাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে এই কেন্দ্রীয় সংস্থা গ্রেফতার করেছে তারও সমালোচনা করেছেন তিনি । যোগেন্দ্র যাদবের কথায়, ‘‘যেভাবে ইডিকে লাগিয়ে হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছে । তার জন্য কোনও নিন্দাই যথেষ্ট নয় । আদতে সিবিআই ইডি লাগিয়ে সংবিধানকে হত্যা করার চেষ্টা হচ্ছে । এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারেন দেশকে বাঁচাতে ।’’

তাঁর কথায়, ‘‘তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করছেন, তা এই দেশকে, এই দেশের সংবিধানকে রক্ষা করার লড়াই । সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে । সারা দেশে এই লড়াই ছড়িয়ে দিতে হবে । এবার লোকসভার লড়াই শুধু দেশের সরকার গঠন নয়, দেশের সংবিধান বাঁচানোর লড়াই । আর এই লড়াইয়ে মমতার হাত শক্ত করতে হবে ।’’

আরও পড়ুন:

  1. 21 ফেব্রুয়ারি 21 লক্ষ একশো দিনের কর্মীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব, বড় ঘোষণা মমতার
  2. গেরুয়া রং ব্যবহার করে দলতন্ত্র কায়েমের চেষ্টা চলছে, বিজেপিকে আক্রমণ কীর্তি আজাদের
  3. 'বিহারীবাবু'ই আসানসোলে তৃণমূলের প্রার্থী, খুশি 'ম্যাজিক ম্যান' মলয় ঘটক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.