কলকাতা, 27 ফেব্রুয়ারি: সন্দেশখালি ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বারবারই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা জনরোষের শিকার হচ্ছেন সেখানে । এসবের মাঝেই নাম না-করে পুরুলিয়ার সভা থেকে মঙ্গলবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, "আমি বড় না ও বড়, ভাবার দরকার নেই । মানুষই সবচেয়ে বড় । মানুষকে গুরুত্ব না-দিলে তৃণমূল কংগ্রেসে থাকার দরকার নেই । তৃণমূল কংগ্রেসে থেকে মানুষকে বঞ্চনা করা যাবে না।" সন্দেশখালিতে দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে । আর সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমাদের গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং মিউনিসিপ্যালিটি সদস্য যারা আছেন তাঁদের বলব একসঙ্গে মিলেমিশে সবাই কাজ করবেন । মনে রাখবেন আমরা সবাই কিন্তু ছোট ৷ মানুষ একমাত্র বড় । মানুষ আপনাকে জিতিয়েছেন তাই আজ আপনি এই জায়গাতে এসেছেন । মানুষ যেদিন ছুড়ে ফেলে দেবে সেদিন কেউ তাকিয়েও দেখবে না । অতএব আমি বড় না ও বড় এসব ভাবার দরকার নেই । সারাজীবন আমি এই কথাটা বিশ্বাস করি । আমার সঙ্গে যারা দল করেন তাদের বলছি এই কথাটা বিশ্বাস করলে দলে থাকবেন । এই কথা বিশ্বাস না করলে নিজের ঘরে যান । সিপিএম করুন বিজেপি করুন কংগ্রেস করুন । আমার কিছু বলার নেই ।"
এদিন সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, "সরাসরি মুখ্যমন্ত্রীকে আপনাদের কোনও অভিযোগ থাকলে জানাবেন । এটা চলবে । সরকারের নিজস্ব পোর্টাল এগিয়ে বাংলাও রয়েছে ৷ সেখানে যা সমস্যা আছে বলবেন । আর ভালো থাকবেন । আমার রূপসী বাংলাই যেন আগামী দিনে গোটা দেশকে পথ দেখাতে পারে ।"
প্রসঙ্গত, এই মুহূর্তে সন্দেশখালি উত্তাপ রাজ্য রাজনীতিতে অন্য মাত্রা নিয়ে এসেছে । প্রায় রোজই জনগণের ক্ষোভ ও জনরোষের সামনে পড়তে হচ্ছে পুলিশ এবং প্রশাসনকে ৷ এই অবস্থায় তৃণমূল নেতৃত্বের দখল করা জমি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে প্রশাসন, জেলাশাসক ও বিডিওরা ৷ এলাকায় এলাকায় ঘুরে দখল হওয়ার জমি মানুষকে ফিরিয়ে দেওয়ার কাজ করছেন তাঁরা । লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টা যথেষ্টই অস্বস্তির কারণ তৃণমূল কংগ্রেসের । আর এই অবস্থায় মমতার দলকে দেওয়া বার্তা অবশ্যই মনে করা হচ্ছে এর সঙ্গে সম্পর্কযুক্ত ।
আরও পড়ুন :