ETV Bharat / politics

'তৃণমূলে থেকে মানুষকে বঞ্চনা করা যাবে না', সন্দেশখালি উত্তাপের মধ্যেই স্পষ্ট বার্তা মমতার

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 11:03 PM IST

Mamata Banerjee on Sandeshkhali Issue: সন্দেশখালিকাণ্ড নিয়ে যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল সরকার ৷ মঙ্গলবার পুরুলিয়ার সভা থেকে দলের কর্মীদের স্পষ্টবার্তা দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আরও একবার বুঝিয়ে দিলেন নেতা-কর্মীদের কী করা উচিত ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 27 ফেব্রুয়ারি: সন্দেশখালি ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বারবারই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা জনরোষের শিকার হচ্ছেন সেখানে । এসবের মাঝেই নাম না-করে পুরুলিয়ার সভা থেকে মঙ্গলবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, "আমি বড় না ও বড়, ভাবার দরকার নেই । মানুষই সবচেয়ে বড় । মানুষকে গুরুত্ব না-দিলে তৃণমূল কংগ্রেসে থাকার দরকার নেই । তৃণমূল কংগ্রেসে থেকে মানুষকে বঞ্চনা করা যাবে না।" সন্দেশখালিতে দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে । আর সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমাদের গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং মিউনিসিপ্যালিটি সদস্য যারা আছেন তাঁদের বলব একসঙ্গে মিলেমিশে সবাই কাজ করবেন । মনে রাখবেন আমরা সবাই কিন্তু ছোট ৷ মানুষ একমাত্র বড় । মানুষ আপনাকে জিতিয়েছেন তাই আজ আপনি এই জায়গাতে এসেছেন । মানুষ যেদিন ছুড়ে ফেলে দেবে সেদিন কেউ তাকিয়েও দেখবে না । অতএব আমি বড় না ও বড় এসব ভাবার দরকার নেই । সারাজীবন আমি এই কথাটা বিশ্বাস করি । আমার সঙ্গে যারা দল করেন তাদের বলছি এই কথাটা বিশ্বাস করলে দলে থাকবেন । এই কথা বিশ্বাস না করলে নিজের ঘরে যান । সিপিএম করুন বিজেপি করুন কংগ্রেস করুন । আমার কিছু বলার নেই ।"

এদিন সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, "সরাসরি মুখ্যমন্ত্রীকে আপনাদের কোনও অভিযোগ থাকলে জানাবেন । এটা চলবে । সরকারের নিজস্ব পোর্টাল এগিয়ে বাংলাও রয়েছে ৷ সেখানে যা সমস্যা আছে বলবেন । আর ভালো থাকবেন । আমার রূপসী বাংলাই যেন আগামী দিনে গোটা দেশকে পথ দেখাতে পারে ।"

প্রসঙ্গত, এই মুহূর্তে সন্দেশখালি উত্তাপ রাজ্য রাজনীতিতে অন্য মাত্রা নিয়ে এসেছে । প্রায় রোজই জনগণের ক্ষোভ ও জনরোষের সামনে পড়তে হচ্ছে পুলিশ এবং প্রশাসনকে ৷ এই অবস্থায় তৃণমূল নেতৃত্বের দখল করা জমি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে প্রশাসন, জেলাশাসক ও বিডিওরা ৷ এলাকায় এলাকায় ঘুরে দখল হওয়ার জমি মানুষকে ফিরিয়ে দেওয়ার কাজ করছেন তাঁরা । লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টা যথেষ্টই অস্বস্তির কারণ তৃণমূল কংগ্রেসের । আর এই অবস্থায় মমতার দলকে দেওয়া বার্তা অবশ্যই মনে করা হচ্ছে এর সঙ্গে সম্পর্কযুক্ত ।

আরও পড়ুন :

  1. যুব সমাজের মেরুদণ্ড ভাঙতে চাইছেন মমতা, জামিনে মুক্ত হয়ে বিস্ফোরক নিরাপদ
  2. সন্দেশখালি ঘুরে 'তিক্ত' অভিজ্ঞতার কথা শোনালেন নাট্যকর্মীরা
  3. দ্বিতীয় পর্যায়ে সন্দেশখালিতে 130 জনের জমি ফেরাল প্রশাসন, শুরু সাঁকো তৈরির কাজও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.