ETV Bharat / politics

'কাটমানি নিয়েছি প্রমাণ করতে পারলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব', চ্যালেঞ্জ দেবের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 6:45 PM IST

Dev
দেবের চ্যালেঞ্জ

Dev on Cut Money Controversy: কাটমানি নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেতা-সাংসদ দেবের ৷ পালটা চ্যালেঞ্জ করে জানান, কাটমানি নিয়েছেন প্রমাণ কেউ করতে পারলে রাজনীতি নয়, ইন্ডাষ্ট্রিও ছেড়ে দেবেন ৷

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: "কাটমানি নিয়েছি প্রমাণ করতে পারলে শুধু রাজনীতি নয়, ছেড়ে দেব ইন্ডাস্ট্রিও ৷" ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতেই পালটা দিলেন তিনিও ৷ সংসদের বাইরে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেব ছুড়লেন পালটা চ্যালেঞ্জও ৷

এদিন তিনি বলেন, "আমি কী চাই, দিদিকে জানিয়েছি ৷ কেউ যদি প্রমাণ করতে পারে আমি কাটমানি নিয়েছি, তাহলে শুধু রাজনীতি নয় ইন্ডাস্ট্রি ছেড়ে দেব, তবে যারা বলছেন কাটমানির কথা তাঁরা যদি প্রমাণ করতে না-পারেন তাহলে তাঁরা কি রাজনীতি ছেড়ে দেবেন ?" দিনকয়েক ধরে দেবের রাজনৈতিক কেরিয়ারের ভবিষ্যৎ বড়সড় প্রশ্নচিহ্নের মুখে ৷ ঘনিষ্ঠমহলে অভিনেতা-সাংসদ তো রাজনীতি ছাড়ার কথা বলেছেনই, পাশাপাশি তাঁর সংসদীয় এলাকায় তিন-তিনটি সরকারি কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি ৷ ফলত জল্পনা তুঙ্গে ৷

এ ব্যাপারে সংসদ কক্ষের বাইরে বেরিয়ে দেব এদিন বলেন, "শঙ্কর দলুই আমার রাজনৈতিক গুরু ৷ আমি থাকি বা না থাকি, ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হোক ৷ ভোটে দাঁড়াব কি দাঁড়াব না, সেটা বড় কথা নয় ৷" এর আগে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দেবের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ৷ তিনি জানিয়েছিলেন, সাংসদের থেকেও দেবের পরিচয় তিনি একজন চোর ৷ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কোটি কোটি টাকা চুরি করেছেন ৷ কাটমানি নিয়ে ও কাজ করে ৷

বৃহস্পতিবার সংসদের অধিবেশনে দেওয়া ভাষণে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর জল্পনা আরও বেশি উসকে দিয়েছেন ঘাটালের সাংসদ ৷ দেব সংসদের নিম্নকক্ষে এদিন বলেন, "ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য ৷ আমি বাংলায় বলতে চাইছি ৷ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথমবার পার্লামেন্টে বলেছিলাম ৷ আজ আমার শেষদিন পার্লামেন্টে ৷ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শেষ দিনেও বলতে চাইছি ৷ আমি আপনার মাধ্যমে প্রধানমনন্ত্রীর কাছে অনুরোধ জানাতে চাই, এটা কোনও তৃণমূল দলের সমস্যা নয়, এটা কোনও বিজেপি দলের সমস্যা নয় ৷ এটা বাংলার মানুষের সমস্যা বলে আমার মনে হয় ৷"

আরও পড়ুন:

1. 'পার্লামেন্টে আজ আমার শেষদিন', ঘাটালের মানুষের অধিকার চেয়ে সংসদে বাংলায় সরব দেব

2. 'আর মাত্র কয়েকঘণ্টা', সংসদে বসে ইনস্টা স্টোরিতে কী বোঝাতে চাইলেন দেব!

3. 'ও আমাদের সঙ্গেই আছে', দেবের ইস্তফা দেওয়ার কারণ দর্শিয়ে বললেন ফিরহাদ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.