ETV Bharat / international

প্রার্থনা চলাকালীন ইস্তানবুলের গির্জায় বন্দুকবাজের হামলা, নিহত 1

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 11:23 AM IST

Updated : Jan 29, 2024, 12:20 PM IST

Assailants Attack in Istanbul Church: রবিবারের প্রার্থনা চলাকালীন ইস্তানবুলের গির্জায় হামলা চালাল বন্দুকবাজ ৷ ঘটনায় নিহত হয়েছেন একজন বলে খবর ৷ ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ৷

Assailants Attack in Istanbul Church
ইস্তাম্বুলের গির্জায় বন্দুকবাজদের হামলা

ইস্তানবুল, 29 জানুয়ারি: রবিবারের প্রার্থনা চলাকালীন ইস্তানবুলের একটি রোমান ক্যাথলিক গির্জায় দুষ্কৃতীদের হামলা ৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে একনাগরিকের ৷ সশস্ত্র হামলাকারীরা স্থানীয় সময় সকাল 11টা 40 মিনিটে সারিয়ের জেলার সান্তা মারিয়া চার্চে হামলা চালায় ৷ এমনটাই স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এক্সে একটি বিবৃতিতে বলেছেন । তবে এই হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বা অন্য কেউ আহত হয়েছেন কি না, তা সোশাল মিডিয়ায় উল্লেখ করেননি স্বরাষ্ট্রমন্ত্রী ৷

তুর্কি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিহতের পরিচয় সম্পর্কে কিছু জানায়নি ৷ তবে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, নিহত ব্যক্তির নামের আদ্যক্ষর সিটি এবং তাঁর বয়স 52 বছর ৷ স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া হামলার তীব্র নিন্দা করেছেন এবং জানিয়েছেন প্রশাসন হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে ৷ পাশাপাশি ঘটনার তদন্ত চলছে ।

সোশাল মিডিয়ায় এই হামলার একটি ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে ৷ ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই মুখোশধারী ব্যক্তি রোমান ক্যাথলিক গির্জায় প্রবেশ করছেন ৷ গির্জায় ঢুকে তারা গুলি চালায় বলে জানা গিয়েছে ৷ গির্জার সমস্ত সেবা-প্রার্থীরা ভয়ে মেঝেতে বসে পরে । দুই রাউন্ড গুলি চলে বলে সূত্রের খবর ৷ তবে তুর্কি কর্তৃপক্ষ মিডিয়ার হামলার কভারেজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ।

সারিয়ার জেলার মেয়র সুকরু জেনক বীরগুন দৈনিক পত্রিকাকে বলেন, "বন্দুকধারীরা দুই রাউন্ড গুলি করার পর তাদের অস্ত্র আটকে গেলে সেখান থেকে পালিয়ে যায় । গির্জায় এই হামলার সময় পোলিশ কনসাল জেনারেল উইটোল্ড লেসনিয়াক এবং তার পরিবার উপস্থিত ছিলেন ৷ তবে তাঁরা সকলে সুস্থ রয়েছেন ৷" তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান লেসনিয়াক এবং সান্তা মারিয়ার ধর্মগুরু রেভারেন্ড আন্তন বুলাইকে ডেকে তাঁর সমবেদনা জানান ।

ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগ্লু শহরে হামলার ঘটনায় সমবেদনা জানিয়েছেন । তিনি বলেন,"এই শহরে বা এই দেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই প্রকৃত নাগরিক ।" পোপ ফ্রান্সিস রবিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে জনসাধারণের উদ্দেশে ভাষণে এই হামলার কথা উল্লেখ করেছেন ।

আরও পড়ুন:

  1. শিকাগোয় বন্দুকবাজের হামলা, নিহত একাধিক
  2. প্রতিশোধ পাকিস্তানের, ইরানে বালুচ ডেরায় বিমান হামলায় মৃত 4 শিশু ও 3 মহিলা
  3. প্রাগ বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুকবাজের হামলা, নিহত 14

ইস্তানবুল, 29 জানুয়ারি: রবিবারের প্রার্থনা চলাকালীন ইস্তানবুলের একটি রোমান ক্যাথলিক গির্জায় দুষ্কৃতীদের হামলা ৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে একনাগরিকের ৷ সশস্ত্র হামলাকারীরা স্থানীয় সময় সকাল 11টা 40 মিনিটে সারিয়ের জেলার সান্তা মারিয়া চার্চে হামলা চালায় ৷ এমনটাই স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এক্সে একটি বিবৃতিতে বলেছেন । তবে এই হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বা অন্য কেউ আহত হয়েছেন কি না, তা সোশাল মিডিয়ায় উল্লেখ করেননি স্বরাষ্ট্রমন্ত্রী ৷

তুর্কি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিহতের পরিচয় সম্পর্কে কিছু জানায়নি ৷ তবে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, নিহত ব্যক্তির নামের আদ্যক্ষর সিটি এবং তাঁর বয়স 52 বছর ৷ স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া হামলার তীব্র নিন্দা করেছেন এবং জানিয়েছেন প্রশাসন হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে ৷ পাশাপাশি ঘটনার তদন্ত চলছে ।

সোশাল মিডিয়ায় এই হামলার একটি ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে ৷ ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই মুখোশধারী ব্যক্তি রোমান ক্যাথলিক গির্জায় প্রবেশ করছেন ৷ গির্জায় ঢুকে তারা গুলি চালায় বলে জানা গিয়েছে ৷ গির্জার সমস্ত সেবা-প্রার্থীরা ভয়ে মেঝেতে বসে পরে । দুই রাউন্ড গুলি চলে বলে সূত্রের খবর ৷ তবে তুর্কি কর্তৃপক্ষ মিডিয়ার হামলার কভারেজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ।

সারিয়ার জেলার মেয়র সুকরু জেনক বীরগুন দৈনিক পত্রিকাকে বলেন, "বন্দুকধারীরা দুই রাউন্ড গুলি করার পর তাদের অস্ত্র আটকে গেলে সেখান থেকে পালিয়ে যায় । গির্জায় এই হামলার সময় পোলিশ কনসাল জেনারেল উইটোল্ড লেসনিয়াক এবং তার পরিবার উপস্থিত ছিলেন ৷ তবে তাঁরা সকলে সুস্থ রয়েছেন ৷" তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান লেসনিয়াক এবং সান্তা মারিয়ার ধর্মগুরু রেভারেন্ড আন্তন বুলাইকে ডেকে তাঁর সমবেদনা জানান ।

ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগ্লু শহরে হামলার ঘটনায় সমবেদনা জানিয়েছেন । তিনি বলেন,"এই শহরে বা এই দেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই প্রকৃত নাগরিক ।" পোপ ফ্রান্সিস রবিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে জনসাধারণের উদ্দেশে ভাষণে এই হামলার কথা উল্লেখ করেছেন ।

আরও পড়ুন:

  1. শিকাগোয় বন্দুকবাজের হামলা, নিহত একাধিক
  2. প্রতিশোধ পাকিস্তানের, ইরানে বালুচ ডেরায় বিমান হামলায় মৃত 4 শিশু ও 3 মহিলা
  3. প্রাগ বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুকবাজের হামলা, নিহত 14
Last Updated : Jan 29, 2024, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.