ETV Bharat / international

বাংলাদেশ আপিল কোর্টে জামিন মঞ্জুর নোবেলজয়ী মহম্মদ ইউনুসের

author img

By PTI

Published : Jan 28, 2024, 4:32 PM IST

Bangladesh Court Grants Bail to Nobel Laureate Muhammad Yunus: বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘনের অপরাধে 6 মাসের কারাদণ্ড হয়েছিল, সেদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ৷ আজ তাঁর জামিন মঞ্জুর করল বাংলাদেশের আপিল কোর্ট ৷

ETV BHARAT
ETV BHARAT

ঢাকা, 28 জানুয়ারি: বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা ব্যাংকার ও সমাজসেবক মহম্মদ ইউনুসকে জামিন দিল সেদেশের আপিল কোর্ট ৷ রবিবার সকালে তাঁর আইনজীবী আপিল কোর্টে জামিনের আবেদন করেন ৷ সেই আবেদন মঞ্জুর করা হয়েছে ৷ সেইসঙ্গে তাঁর 6 মাসের কারাদণ্ডের যে সাজা ঘোষণা হয়েছে, তার বিরুদ্ধে আবেদন গ্রহণ করেছে আদালত ৷ কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মামলা শুনবে আপিল কোর্ট ৷ উল্লেখ্য, বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘনের অপরাধে 6 মাসের কারাদণ্ড হয়েছে নোবেলজয়ীর ৷

বাংলাদেশের দরিদ্র মানুষ, বিশেষত মহিলাদের সাহায্যের জন্য বিশ্বে প্রথম ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করেছিলেন মহম্মদ ইউনুস ৷ যার জন্য 2006 সালে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে ৷ গত 1 জানুয়ারি মহম্মদ ইউনুস এবং টেলিকমিউনিকেশনস সংস্থার তিন আধিকারিককে 6 মাসের জন্য কারাদণ্ডের নির্দেশ দেয় বাংলাদেশের আদালত ৷ কিন্তু তৎক্ষণাৎ তাঁদের এক মাসের জামিন মঞ্জুর করা হয়, আদালতের রায় এবং সাজার ঘোষণার বিরুদ্ধে আবেদন করার জন্য ৷

আর রবিবার আপিল কোর্টের তরফে জানানো হয়েছে, মহম্মদ ইউনুস এবং বাকি তিনজনের জামিন বহাল থাকবে ৷ আর এই নির্দেশ ততদিন কার্যকর থাকবে, যতদিন না রায় ও সাজা ঘোষণার বিরুদ্ধে হওয়া মামলার আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ৷ এই আবেদনের প্রথম শুনানি হবে আগামী 3 মার্চ ৷ উল্লেখ্য, মহম্মদ ইউনুসের তৈরি গ্রামীণ টেলিকম সংক্রান্ত শ্রম আইন লঙ্ঘনের মামলায়, তাঁর 6 মাসের কারাদণ্ড হয়েছে ৷ একটি নন-প্রফিট সংস্থা হিসেবে এর সূচনা করেছিলেন তিনি ৷

যদিও, মহম্মদ ইউনুসের বিরুদ্ধে যে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে ৷ তা পুরোপুরি চক্রান্ত এবং রাজনৈতিকভাবে প্রভাবিত বলে দাবি করছে ইউনুসের সমর্থকরা ৷ যদিও, সম্প্রতি চতুর্থবারের জন্য ভোটে জিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসা শেখ হাসিনার সরকার সেই অভিযোগ খারিজ করে দিয়েছে ৷

এই মামলার শুনানিতে আদালত উল্লেখ করেছিল, মহম্মদ ইউনুসের সংস্থা বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘন করেছে ৷ গ্রামীণ টেলিকম সংস্থা প্রতিশ্রুতি অনুযায়ী, তার 67 জন কর্মীকে স্থায়ীভাবে নিয়োগ করেনি ৷ পাশাপাশি, জরুরি ক্ষেত্রে কর্মীদের কল্যাণে তৈরি করা ফান্ডের টাকা না-দেওয়ার অভিযোগ উঠেছে মহম্মদ ইউনুস এবং তাঁর সংস্থার বিরুদ্ধে ৷

আরও পড়ুন:

  1. নোবেলজয়ী মহম্মদ ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দিল বাংলাদেশের আদালত
  2. উত্তরসূরিদের পিছনে ফেলে ধুতি-পাঞ্জাবিতে নোবেল মঞ্চে অভিজিৎ

ঢাকা, 28 জানুয়ারি: বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা ব্যাংকার ও সমাজসেবক মহম্মদ ইউনুসকে জামিন দিল সেদেশের আপিল কোর্ট ৷ রবিবার সকালে তাঁর আইনজীবী আপিল কোর্টে জামিনের আবেদন করেন ৷ সেই আবেদন মঞ্জুর করা হয়েছে ৷ সেইসঙ্গে তাঁর 6 মাসের কারাদণ্ডের যে সাজা ঘোষণা হয়েছে, তার বিরুদ্ধে আবেদন গ্রহণ করেছে আদালত ৷ কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মামলা শুনবে আপিল কোর্ট ৷ উল্লেখ্য, বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘনের অপরাধে 6 মাসের কারাদণ্ড হয়েছে নোবেলজয়ীর ৷

বাংলাদেশের দরিদ্র মানুষ, বিশেষত মহিলাদের সাহায্যের জন্য বিশ্বে প্রথম ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করেছিলেন মহম্মদ ইউনুস ৷ যার জন্য 2006 সালে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে ৷ গত 1 জানুয়ারি মহম্মদ ইউনুস এবং টেলিকমিউনিকেশনস সংস্থার তিন আধিকারিককে 6 মাসের জন্য কারাদণ্ডের নির্দেশ দেয় বাংলাদেশের আদালত ৷ কিন্তু তৎক্ষণাৎ তাঁদের এক মাসের জামিন মঞ্জুর করা হয়, আদালতের রায় এবং সাজার ঘোষণার বিরুদ্ধে আবেদন করার জন্য ৷

আর রবিবার আপিল কোর্টের তরফে জানানো হয়েছে, মহম্মদ ইউনুস এবং বাকি তিনজনের জামিন বহাল থাকবে ৷ আর এই নির্দেশ ততদিন কার্যকর থাকবে, যতদিন না রায় ও সাজা ঘোষণার বিরুদ্ধে হওয়া মামলার আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ৷ এই আবেদনের প্রথম শুনানি হবে আগামী 3 মার্চ ৷ উল্লেখ্য, মহম্মদ ইউনুসের তৈরি গ্রামীণ টেলিকম সংক্রান্ত শ্রম আইন লঙ্ঘনের মামলায়, তাঁর 6 মাসের কারাদণ্ড হয়েছে ৷ একটি নন-প্রফিট সংস্থা হিসেবে এর সূচনা করেছিলেন তিনি ৷

যদিও, মহম্মদ ইউনুসের বিরুদ্ধে যে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে ৷ তা পুরোপুরি চক্রান্ত এবং রাজনৈতিকভাবে প্রভাবিত বলে দাবি করছে ইউনুসের সমর্থকরা ৷ যদিও, সম্প্রতি চতুর্থবারের জন্য ভোটে জিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসা শেখ হাসিনার সরকার সেই অভিযোগ খারিজ করে দিয়েছে ৷

এই মামলার শুনানিতে আদালত উল্লেখ করেছিল, মহম্মদ ইউনুসের সংস্থা বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘন করেছে ৷ গ্রামীণ টেলিকম সংস্থা প্রতিশ্রুতি অনুযায়ী, তার 67 জন কর্মীকে স্থায়ীভাবে নিয়োগ করেনি ৷ পাশাপাশি, জরুরি ক্ষেত্রে কর্মীদের কল্যাণে তৈরি করা ফান্ডের টাকা না-দেওয়ার অভিযোগ উঠেছে মহম্মদ ইউনুস এবং তাঁর সংস্থার বিরুদ্ধে ৷

আরও পড়ুন:

  1. নোবেলজয়ী মহম্মদ ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দিল বাংলাদেশের আদালত
  2. উত্তরসূরিদের পিছনে ফেলে ধুতি-পাঞ্জাবিতে নোবেল মঞ্চে অভিজিৎ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.