ETV Bharat / entertainment

'সাদা রঙের পৃথিবী' থেকে 'দেবী চৌধুরানী'র জার্নি, গঙ্গাবক্ষে মন খোলা আড্ডায় শ্রাবন্তী

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 3:59 PM IST

Srabanti Chatterjee Movie Promotion: মুক্তির অপেক্ষায় রাজর্ষি দে পরিচালিত 'সাদা রঙের পৃথিবী' ৷ দ্বৈত চরিত্রে যেখানে নজর কাড়তে প্রস্তুত শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ কেমন ছিল ছবির শুটিংয়ের অভিজ্ঞতা, প্রমোশনে জানালেন অভিনেত্রী ৷

Etv Bharat
গঙ্গাবক্ষে মন খোলা আড্ডায় শ্রাবন্তী
গঙ্গাবক্ষে মন খোলা আড্ডায় শ্রাবন্তী

কলকাতা, 17 ফেব্রুয়ারি: রঙিন থেকে সাদা রঙের দুনিয়ায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ রাজর্ষি দে পরিচালিত 'সাদা রঙের পৃথিবী' মুক্তির অপেক্ষায় ৷ তার আগে গঙ্গাবক্ষে ছবির প্রোমোশনে উপস্থিত মিষ্টি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ সাদা রঙের চুড়িদার, কানে লম্বা ঝুমকায় নজরবন্দি হলেন অভিনেত্রী ৷ এদিন ইটিভি ভারতের মুখোমুখি হয়ে অভিনেত্রী মেলে ধরেন 'সাদা রঙের পৃথিবী' শুটিংয়ের দিনগুলি ৷ তার সঙ্গে অবশ্যই উঠে আসে দেবী চৌধুরানী ছবির প্রসঙ্গও ৷

তিনি বলেন, "প্রত্যেক অভিনেত্রী বা অভিনেতা নিজেকে পর্দায় এক্সপ্লোর করতে চান ৷ আমার কাছে যখন এই ছবির প্রস্তাব আসে ৷ আমি ঝাঁপিয়ে পড়ি ৷ একদিকে দ্বৈত চরিত্র, তার মধ্যেও একাধিক চ্যালেঞ্জ রয়েছে, যা অভিনেত্রী হিসাবে আমার ভালো লেগেছে করতে ৷" পরিচালক রাজর্ষির সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী জানান, তিনি খুব ভালো মনের মানুষ ৷ সেটে একাধিক শিল্পীকে নিয়ে একসঙ্গে কাজ করেছেন ঠান্ডা মাথায় ৷ সবার কথা মন দিয়ে শুনেছেন ৷ কাজ করার অভিজ্ঞতা দারুণ ৷ পাশাপাশি 'দেবী চৌধুরানী' ছবিতে নিজের চরিত্র থেকে অশ্বচালনা, অস্ত্রচালনা সব নিয়েই আড্ডা দিলেন তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগেই নন্দনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ্যে আনা হয়েছে 'সাদা রঙের পৃথিবী' ছবির পোস্টার ৷ জানা গিয়েছে, বিধবা পাচারের মতো ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি। ভারতীয় সিনেমার ইতিহাসে এই ধরনের কাহিনী প্রথমবার সিনেপর্দায় উঠে এসেছে বলে জানিয়েছেন পরিচালক ৷ বারাণসীর বিধবাদের বর্ণহীন জগৎ এই ছবির রসদ। জড়িয়ে রয়েছে তাঁদের ঘিরে অপরাধ দুনিয়ার নানাদিকও। 'আদর্শ টেলিমিডিয়া' ও অমিত আগরওয়াল উপস্থাপিত এবং সুশান্ত সেনগুপ্ত, শ্রাবণী পাল, রাজর্ষি দে প্রযোজিত এই ছবিতে বাংলার 19 জন শীর্ষ অভিনেতা রয়েছেন অভিনয়ে। গল্পটি কাশীনিবাসী বিধবাদের দুর্দশা, তাঁদের উপরে হওয়া অপরাধ এবং তাঁদের উপরে বেঁধে দেওয়া প্রথার দিকে আঙুল তোলে বলে জানা যায়।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন সৌরসেনী মৈত্র, অরিন্দম শীল, ঋতব্রত মুখোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সোহিনী গুহ রায়, দেবশ্রী গঙ্গোপাধ্যায়, মোনালিসা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা চৌধুরী ৷ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে পরিচালক তথা অভিনেতা শুভ্রজিৎ মিত্রকে। শুভ্রজিৎ মিত্র থাকবেন শ্রাবন্তীর বিপরীতে। এখানে তাঁর চরিত্রটি একজন বিজ্ঞানীর। তাঁকে ছবিতে প্রফেসর বিশ্বাস নামেই সিনে পর্দায় পাবেন দর্শকরা। ছবির সঙ্গীতায়োজন করেছেন আশু চক্রবর্তী। 23 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে 'সাদা রঙের পৃথিবী' ছবির টিমের পক্ষ থেকে ।

আরও পড়ুন:

1. শুরু বিয়ের প্রস্তুতি, জ্যাকি-রাকুল কোমর দোলালেন ঢোলের তালে

2. প্রবীর...দ্য আদার ল্যান্ড, সহজিয়া থিয়েটারের কারিগরকে নিয়ে শঙ্খ ঘোষের তথ্যচিত্র প্রশংসিত নন্দনে

3. ফের জুটিতে আবির-মিমি, আসছে 'আলাপ'

গঙ্গাবক্ষে মন খোলা আড্ডায় শ্রাবন্তী

কলকাতা, 17 ফেব্রুয়ারি: রঙিন থেকে সাদা রঙের দুনিয়ায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ রাজর্ষি দে পরিচালিত 'সাদা রঙের পৃথিবী' মুক্তির অপেক্ষায় ৷ তার আগে গঙ্গাবক্ষে ছবির প্রোমোশনে উপস্থিত মিষ্টি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ সাদা রঙের চুড়িদার, কানে লম্বা ঝুমকায় নজরবন্দি হলেন অভিনেত্রী ৷ এদিন ইটিভি ভারতের মুখোমুখি হয়ে অভিনেত্রী মেলে ধরেন 'সাদা রঙের পৃথিবী' শুটিংয়ের দিনগুলি ৷ তার সঙ্গে অবশ্যই উঠে আসে দেবী চৌধুরানী ছবির প্রসঙ্গও ৷

তিনি বলেন, "প্রত্যেক অভিনেত্রী বা অভিনেতা নিজেকে পর্দায় এক্সপ্লোর করতে চান ৷ আমার কাছে যখন এই ছবির প্রস্তাব আসে ৷ আমি ঝাঁপিয়ে পড়ি ৷ একদিকে দ্বৈত চরিত্র, তার মধ্যেও একাধিক চ্যালেঞ্জ রয়েছে, যা অভিনেত্রী হিসাবে আমার ভালো লেগেছে করতে ৷" পরিচালক রাজর্ষির সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী জানান, তিনি খুব ভালো মনের মানুষ ৷ সেটে একাধিক শিল্পীকে নিয়ে একসঙ্গে কাজ করেছেন ঠান্ডা মাথায় ৷ সবার কথা মন দিয়ে শুনেছেন ৷ কাজ করার অভিজ্ঞতা দারুণ ৷ পাশাপাশি 'দেবী চৌধুরানী' ছবিতে নিজের চরিত্র থেকে অশ্বচালনা, অস্ত্রচালনা সব নিয়েই আড্ডা দিলেন তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগেই নন্দনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ্যে আনা হয়েছে 'সাদা রঙের পৃথিবী' ছবির পোস্টার ৷ জানা গিয়েছে, বিধবা পাচারের মতো ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি। ভারতীয় সিনেমার ইতিহাসে এই ধরনের কাহিনী প্রথমবার সিনেপর্দায় উঠে এসেছে বলে জানিয়েছেন পরিচালক ৷ বারাণসীর বিধবাদের বর্ণহীন জগৎ এই ছবির রসদ। জড়িয়ে রয়েছে তাঁদের ঘিরে অপরাধ দুনিয়ার নানাদিকও। 'আদর্শ টেলিমিডিয়া' ও অমিত আগরওয়াল উপস্থাপিত এবং সুশান্ত সেনগুপ্ত, শ্রাবণী পাল, রাজর্ষি দে প্রযোজিত এই ছবিতে বাংলার 19 জন শীর্ষ অভিনেতা রয়েছেন অভিনয়ে। গল্পটি কাশীনিবাসী বিধবাদের দুর্দশা, তাঁদের উপরে হওয়া অপরাধ এবং তাঁদের উপরে বেঁধে দেওয়া প্রথার দিকে আঙুল তোলে বলে জানা যায়।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন সৌরসেনী মৈত্র, অরিন্দম শীল, ঋতব্রত মুখোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সোহিনী গুহ রায়, দেবশ্রী গঙ্গোপাধ্যায়, মোনালিসা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা চৌধুরী ৷ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে পরিচালক তথা অভিনেতা শুভ্রজিৎ মিত্রকে। শুভ্রজিৎ মিত্র থাকবেন শ্রাবন্তীর বিপরীতে। এখানে তাঁর চরিত্রটি একজন বিজ্ঞানীর। তাঁকে ছবিতে প্রফেসর বিশ্বাস নামেই সিনে পর্দায় পাবেন দর্শকরা। ছবির সঙ্গীতায়োজন করেছেন আশু চক্রবর্তী। 23 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে 'সাদা রঙের পৃথিবী' ছবির টিমের পক্ষ থেকে ।

আরও পড়ুন:

1. শুরু বিয়ের প্রস্তুতি, জ্যাকি-রাকুল কোমর দোলালেন ঢোলের তালে

2. প্রবীর...দ্য আদার ল্যান্ড, সহজিয়া থিয়েটারের কারিগরকে নিয়ে শঙ্খ ঘোষের তথ্যচিত্র প্রশংসিত নন্দনে

3. ফের জুটিতে আবির-মিমি, আসছে 'আলাপ'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.