ETV Bharat / entertainment

গ্র্যামির আসরে বিশাল নাটক, তিনটি পুরস্কার জেতার পরেই গ্রেফতার কিলার মাইক

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 3:19 PM IST

Grammy Award 2024: ঝুলিতে তিন-তিনটে গ্র্যামি অ্যাওয়ার্ড আসার পরেই গ্রেফতার হলেন মাইকেল সান্তিয়াগো রেন্ডার ৷ সঙ্গীতশিল্পী পরিচিত কিলার মাইক হিসাবে ৷ কেন তাঁকে আটক করা হল, প্রশ্ন অনুরাগীদের ৷

Etv Bharat
গ্র্যামি অ্যাওয়ার্ড জেতার পরেই গ্রেফতার কিলার মাইক

লস অ্যাঞ্জেলস, 5 ফেব্রুয়ারি: অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে আর কোনও বিতর্ক হবে না, তা কী করে হয় ৷ তারকাখচিত গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানও সাক্ষী থাকল বিতর্কের ৷ হলিউডের সবচেয়ে বড় মিউজিক্যাল রাতে নাটকীয় মোড় দিলেন ব়্যাপার কিলার মাইক ৷ অনুষ্ঠানের আইনি আধিকারিকরা জানিয়েছেন, এক নিরাপত্তারক্ষীর সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ায় মাইককে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে ৷

কিলার মাইকের আসল নাম মাইকেল সান্তিয়াগো রেন্ডার ৷ তাঁকে গ্র্যামি অনুষ্ঠানের ক্রিপ্টো ডট কম এলাকা থেকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ মজার বিষয়, এই দিনই মাইক তিনটি গ্র্যামি পুরস্কার তুলে নিয়েছেন নিজের ঝুলিতে ৷ নিউইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, একটি ভিডিয়ো সামনে আসে যেখানে দেখা যায় কিলার মাইককে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ সেখানে উপস্থিত অনুরাগীরা মাইককে দেখে চিৎকার করতে থাকেন, তাঁকে মুক্তি দেওয়ার জন্য ৷

এদিন সন্ধ্যেতেই 48 বছর বয়সি পপ তারকা তিনটে গ্র্যামি পুরস্কার জিতে নিয়েছেন ৷ বেস্ট ব়্যাপ সং, তাঁর গাওয়া সাইন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়র গানে বেস্ট ব়্যাপ পারফরম্যান্স ও বেস্ট ব়্যাপ অ্যালবাম মাইকেল-এর জন্য তিনটি গ্র্যামি পুরস্কার জিতেছেন মাইক ৷ তারপরেই অভব্য আচরণের জন্য ব়্যাপ তারকাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে এখনও পর্যন্ত খবরের পরবর্তী আপডেট জানায়নি মাইকের টিম ৷

ভাইরাল হওয়া এক্স ভিডিয়োতে দেখা গিয়েছে, ব়্যাপার মাইককে লস অ্যাঞ্জেলসের ভিআইপি প্রবেশ পথ থেকে হাতকড়া পরিয়ে সিকিউরিটি রুমে নিয়ে যাওয়া হচ্ছে ৷ সূত্রের খবর, গ্রেফতারের কিছু পরেই মাইককে ছেড়েও দেওয়া হয়েছে ৷ রেকর্ডিং অ্যাকাডেমির সিইও হার্ভে ম্যানসন জুনিয়র 10 থেকে 20 মিনিট কথা বলেন ব়্যাপার টিম ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে ৷ তার কিছু পরেই সমস্যা মিটে যায় বলে জানা গিয়েছে ৷

মাইকের গানের জগতের দিকে নজর দিলে দেখা যায়, 20 বছরের সঙ্গীত কেরিয়ারে তিনি প্রথম গ্র্যামি পান 2003 সালে ৷ সেই সময়ে তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, "যাঁরা নিজেদের উপর বিশ্বাস রাখেন, যাঁরা বলেছিলেন এত কম বয়সে ব়্যাপ হয় না, এই সবে কান দেওয়া উচিত নয় ৷ আমি কেয়ার করি না, যদি তুমি 78 বছর বয়সেও নার্সিংহোমে বসে ব়্যাপ করো, তাহলে তুমি তোমার জীবন সুন্দর করে বেঁচেছো ৷"

আরও পড়ুন:

1. গ্র্যামির মঞ্চে ফের ভারতীয় সঙ্গীতের জয়, শঙ্কর মহাদেবন-জাকির হুসেনের ঝুলিতে সেরার শিরোপা

2. জাকির হুসেনের ঝুলিতে তিনটি গ্র্যামি, সঙ্গীতের সর্বোচ্চ সম্মান স্ত্রী'কে উৎসর্গ শঙ্কর মহাদেবনের

3. তারকা সমারোহে বুর্জ খলিফায় মুক্তি পেল সেলিব্রিটি ক্রিকেট লিগের প্রোমো

লস অ্যাঞ্জেলস, 5 ফেব্রুয়ারি: অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে আর কোনও বিতর্ক হবে না, তা কী করে হয় ৷ তারকাখচিত গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানও সাক্ষী থাকল বিতর্কের ৷ হলিউডের সবচেয়ে বড় মিউজিক্যাল রাতে নাটকীয় মোড় দিলেন ব়্যাপার কিলার মাইক ৷ অনুষ্ঠানের আইনি আধিকারিকরা জানিয়েছেন, এক নিরাপত্তারক্ষীর সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ায় মাইককে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে ৷

কিলার মাইকের আসল নাম মাইকেল সান্তিয়াগো রেন্ডার ৷ তাঁকে গ্র্যামি অনুষ্ঠানের ক্রিপ্টো ডট কম এলাকা থেকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ মজার বিষয়, এই দিনই মাইক তিনটি গ্র্যামি পুরস্কার তুলে নিয়েছেন নিজের ঝুলিতে ৷ নিউইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, একটি ভিডিয়ো সামনে আসে যেখানে দেখা যায় কিলার মাইককে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ সেখানে উপস্থিত অনুরাগীরা মাইককে দেখে চিৎকার করতে থাকেন, তাঁকে মুক্তি দেওয়ার জন্য ৷

এদিন সন্ধ্যেতেই 48 বছর বয়সি পপ তারকা তিনটে গ্র্যামি পুরস্কার জিতে নিয়েছেন ৷ বেস্ট ব়্যাপ সং, তাঁর গাওয়া সাইন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়র গানে বেস্ট ব়্যাপ পারফরম্যান্স ও বেস্ট ব়্যাপ অ্যালবাম মাইকেল-এর জন্য তিনটি গ্র্যামি পুরস্কার জিতেছেন মাইক ৷ তারপরেই অভব্য আচরণের জন্য ব়্যাপ তারকাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে এখনও পর্যন্ত খবরের পরবর্তী আপডেট জানায়নি মাইকের টিম ৷

ভাইরাল হওয়া এক্স ভিডিয়োতে দেখা গিয়েছে, ব়্যাপার মাইককে লস অ্যাঞ্জেলসের ভিআইপি প্রবেশ পথ থেকে হাতকড়া পরিয়ে সিকিউরিটি রুমে নিয়ে যাওয়া হচ্ছে ৷ সূত্রের খবর, গ্রেফতারের কিছু পরেই মাইককে ছেড়েও দেওয়া হয়েছে ৷ রেকর্ডিং অ্যাকাডেমির সিইও হার্ভে ম্যানসন জুনিয়র 10 থেকে 20 মিনিট কথা বলেন ব়্যাপার টিম ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে ৷ তার কিছু পরেই সমস্যা মিটে যায় বলে জানা গিয়েছে ৷

মাইকের গানের জগতের দিকে নজর দিলে দেখা যায়, 20 বছরের সঙ্গীত কেরিয়ারে তিনি প্রথম গ্র্যামি পান 2003 সালে ৷ সেই সময়ে তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, "যাঁরা নিজেদের উপর বিশ্বাস রাখেন, যাঁরা বলেছিলেন এত কম বয়সে ব়্যাপ হয় না, এই সবে কান দেওয়া উচিত নয় ৷ আমি কেয়ার করি না, যদি তুমি 78 বছর বয়সেও নার্সিংহোমে বসে ব়্যাপ করো, তাহলে তুমি তোমার জীবন সুন্দর করে বেঁচেছো ৷"

আরও পড়ুন:

1. গ্র্যামির মঞ্চে ফের ভারতীয় সঙ্গীতের জয়, শঙ্কর মহাদেবন-জাকির হুসেনের ঝুলিতে সেরার শিরোপা

2. জাকির হুসেনের ঝুলিতে তিনটি গ্র্যামি, সঙ্গীতের সর্বোচ্চ সম্মান স্ত্রী'কে উৎসর্গ শঙ্কর মহাদেবনের

3. তারকা সমারোহে বুর্জ খলিফায় মুক্তি পেল সেলিব্রিটি ক্রিকেট লিগের প্রোমো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.