ETV Bharat / entertainment

সাগর কিনারে সাত পাক ঘুরলেন রাকুল-জ্যাকি, সৈকত রাজ্যে শুরু হল নয়া পথচলা

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 6:06 PM IST

Updated : Feb 21, 2024, 9:55 PM IST

Rakul Preet-Jackky Wedding: সৈকত শহরে চাঁদের হাট ৷ গোয়ায় চার হাত এক হল বিটাউন গার্ল রাকুল প্রীত সিং ও প্রযোজক তথা জ্যাকি ভাগনানির ৷ তারকা জুটির বিয়েতে উপস্থিত ছিলেন একাধিক সেলেব ৷ ইতিমধ্যেই তাঁদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। তবে নব বর-বধূর ছবি এখনও প্রকাশ্যে আসেনি ৷

সাগর কিনারে বিয়ে সারলেন রাকুল-জ্যাকি
Rakul Preet-Jackky Wedding

গোয়া, 21 ফেব্রুয়ারি: জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সাত পাকে বাঁধা পড়লেন রাকুলপ্রীত সিং ও জ্যাকি ভাগনানি। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ৷ তারকা জুটির বিয়ে বলে কথা তাতে চাঁদের হাট বসবে না, তা কি কখনও হয় ৷ মঙ্গলবার থেকেই একাধিক সেলেবকে দেখা গিয়েছে গোয়া বিমানবন্দরে ৷ বুধবারও টাইগার শ্রফ, অক্ষয় কুমার থেকে শুরু করে শাহিদ কাপুর ও তাঁর স্ত্রীকে দেখা গিয়েছে রাকুল-জ্যাকির বিয়েতে হাজির হওয়ার জন্য বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছেন ৷ গোয়ায় পঞ্জাবি রীতি মেনে অর্থাৎ আনন্দ কারজ পদ্ধতিতে বিয়ে করে এই জুটি ৷ যদিও এখনও সামনে আসেনি সেলেব জুটির বিয়ের ছবি ৷ যা দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷

তাঁদের বিয়েতে উপস্থিত হয়েছিলেন পরিবার, ঘনিষ্ঠ আত্মীয় থেকে বন্ধুরা। দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে তাঁদের বিবাহ বাসর বসেছিল। সেখানে একাধিক বলিউড তারকা অংশ নিয়েছিলেন। রাকুলপ্রীত এবং জ্যাকির বিয়েতে এসেছেন শিল্পা শেট্টি, আয়ুষ্মান খুরানা, অর্জুন খুরানা, ডেভিড ধাওয়ান, প্রমুখরা। গতকাল রাকুলের মেহেন্দি ও সঙ্গীতানুষ্ঠান হয় ৷ সেইসমস্ত অনুষ্ঠানের কোনও ছবিই এখনও প্রকাশ্যে আসেনি ৷ এই জুটি 2021 সালে তাঁদের সম্পর্কের সিলমোহর দেন ৷

নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে তেমনভাবে আলোচনা না-করলেও পালটা যে লুকিয়ে-চড়িয়েও রেখেছেন রকুলপ্রীত বা জ্যাকি তা নয়। গত কয়েক বছরের প্রেমের পর নতুন বছরে নিজেদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করলেন দুই বলিউড ব্যক্তিত্ব। গোয়ায় বিয়ের পর্ব মিটিয়েই মুম্বই ফিরবেন তাঁরা। 22 ফেব্রুয়ারি মুম্বইয়ের বন্ধুবান্ধব, তারকাদের জন্য রয়েছে গ্র্যান্ড রিসেপশন পার্টি। প্রযোজক বাসু ভগনানির ছেলে জ্যাকি। বহু হিট ছবি দিয়েছে তাঁদের প্রযোজনা সংস্থা। তাই জ্যাকি-রকুলের বিয়েতে যে বি-টাউনের খ্যাতনামী তারকারা আসবেন, এটা ধরে নেওয়াই যায়।

আরও পড়ুন:

  1. দুই মতে বিয়ে, আজ গোয়ার সৈকতে সাত পাকে বাঁধা পড়ছেন রাকুলপ্রীত-জ্যাকি
  2. সমুন্দর কিনারে বিয়ের আসর, ভাইরাল রাকুল-জ্যাকির প্রাক-বিবাহের ছবি
  3. সেরা শাহরুখ-রানি-নয়নতারা, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডস বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেখে নিন
Last Updated : Feb 21, 2024, 9:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.