ETV Bharat / entertainment

গোধূলি আলোয় একে অপরের হলেন রাকুল-জ্যাকি, দেখুন ম্যাজিক্যাল ভিডিয়ো

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 4:31 PM IST

Rakul-Jackky Wedding Video: 21 ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি ও অভিনেত্রী রাকুলপ্রীত সিং ৷ বিয়ের ছবির পর এবার সোশাল মিডিয়ায় শেয়ার করলেন তারকা দম্পতি ৷

Etv Bharat
জ্যাকি ভাগনানি ও অভিনেত্রী রাকুলপ্রীত সিং

হায়দরাবাদ, 23 ফেব্রুয়ারি: রূপকথার মতো বিয়ে হল রাকুলপ্রীত সিং ও জ্যাকি ভাগনানির ৷ গোয়ার সমুদ্র কিনারে নোনা হাওয়ায় সূর্যাস্তের গোধূলি আলোয় চার হাত এক হয়েছে প্রেমিক জুটির ৷ সেই ছবির পর এবার নবদম্পতি শেয়ার করেছেন বিয়ের বিশেষ ভিডিয়ো ৷ সঙ্গীত সেরেমনি থেকে মেহেন্দি, গায়ে হলুদ থেকে বিয়ে-নানা মুহূর্তের সেই কোলাজ অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তারকা জুটি ৷

মিষ্টি সেই বিয়ের ভিডিয়োতে ব্যাকগ্রাউন্ডে গান হিসাবে ব্যবহার করা হয়েছে 'বিন তেরে' ৷ মজার বিষয় হল, বিয়ের ভিডিয়োতে যে গান ব্যবহার করা হয়েছে তাতে সুর দেন জ্যাকি স্বয়ং ৷ শুধু তাই নয়, এই গানে গালও মেলান তিনি ৷ রাকুল-জ্যাকি সেই ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "শুধু তুমি বা আমি নই, এখন থেকে আমরা ৷"

ভিডিয়োতে দেখা গিয়েছে, তাঁদের বিশেষ দিনের মজাদার, আনন্দের নানা মুহূর্ত ৷ রাকুল-জ্যাকির বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল মুম্বইয়ের বাড়িতেই ৷ সেখানে তাঁরা উদযাপন করেছেন 'ঢোল নাইট' ৷ এরপর তাঁরা যান সিদ্ধিবিনায়ক মন্দিরে ৷ সেখানে তাঁরা ভগবানের চরণে বিয়ের কার্ড অপর্ণ করেন ও ভগবানের আশীর্বাদ নেন ৷

এরপর তাঁরা পৌঁছে যান দক্ষিণ গোয়ায় ৷ প্রথমে মলদ্বীপে বিয়ে করার কথা ভাবলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে ভারতের বিচেই বিয়ের সিদ্ধান্ত নেন রাকুল-জ্যাকি ৷ সেখানেই পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে নিয়ে গায়ে হলুদ, মেহেন্দি ইত্যাদি বিয়ের নিয়ম পালন করেন তাঁরা ৷ বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী ভূমি পেদনেকরও ৷ বিয়ের সাজ হিসেবে রাকুল বেছে নিয়েছিলেন গোল্ডেন-ক্রিম রঙের লেহেঙ্গা ৷ ছিল সামঞ্জস্য রেখে সোনা ও কুন্দনের গয়না ৷ রাকুল ও জ্যাকির পোশাক ডিজাইন করেছেন তরণ তাহিলানি ৷ আনন্দ কারজ ও সিন্ধি মতে বিয়ে হয়েছে তাঁদের ৷ এবার মুম্বইয়ে গ্র্যান্ড রিসেপশন পার্টি হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন

1. অম্বানি পুত্রের বিয়েতে বড় চমক, নিমন্ত্রিত বিশ্বের অন্যতম ধনীরা

2. দিদি নম্বর ওয়ানের মঞ্চ মাতালেন মমতা, অন্যরূপে রাজ্যের মুখ্যমন্ত্রী

3. 'এক পরদেশী মেরা দিল লে গয়া..' প্রেম নিয়ে ভাঙা-গড়ার জীবন ছিল মধুবালার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.