ETV Bharat / entertainment

এই পুজোয় ফের শিবু-নন্দিতা ধামাকা, আসছে 'বহুরূপী'

Bohurupi poster released: এ বার পুজোয় সিনেপ্রেমীদের জন্য নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় আনতে চলেছেন তাঁর নয়া ছবি বহুরূপী ৷ কে কে থাকবে এই ছবিতে, জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 12:34 PM IST

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 27 ফেব্রুয়ারি: এই পুজোতে ফের শিবু এবং নন্দিতার ধামাকা বড় পর্দায় । তাঁদের জুটি নিয়ে আসছে আরও একটি সত্য ঘটনা ৷ গত পুজোতেই তাঁরা নিয়ে এসেছিলেন 'রক্তবীজ'। এ বার তাঁদের পরিচালনায় আসতে চলেছে 'বহুরূপী'। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই টিম উইন্ডোজ হাজির করেছে সেই খবর । পোস্টারে দেখা যাচ্ছে একটি নানা রঙে রঙিন চোখ জ্বলজ্বল করছে । তাঁরা জানিয়েছেন, আরও একটি সত্যি ঘটনা নিয়েই এই ছবি ।

পোস্টারের সঙ্গে একটি কবিতাও যোগ করা হয়েছে উইন্ডোজের সাম্প্রতিক পোস্টে । লেখা হয়েছে, "খিচাক দম, খিচাক দম/মাথামোটা কি দ্যাশে কম?/ গলায় হিচকি, নাকে অম্বল/ পেয়াদা ফেলে চোখের জল/ খেয়ে গোগ্রাস ভাতে ফ্যানে / ল্যাজ তুলে খুঁজবি ক্যানে/ গ্যাঙর গ্যাং, ঘ্যাঙর ঘ্যাং/
মিলবে এবার বহুরূপীর ল্যাং।"

ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে । প্রাথমিক খবর এটুকুই । উল্লেখ্য, আবির এবং ঋতাভরীর জুটিতে অরিত্র মুখোপাধ্যায়ের হাত ধরে 'ফাটাফাটি'ও ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকমহলে । এ বার আরও একবার এই জুটিকে নিয়ে আসছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় ।

Bohurupi poster released
বহুরূপীর পোস্টার

গত বছর পুজোয় 'রক্তবীজ' সাড়া জাগিয়েছে টলিউডে । আবির চট্টোপাধ্যায় আর মিমি চক্রবর্তীর জুটিতে রক্তবীজ টা100 দিন প্রেক্ষাগৃহে চলেছে । এরপরে তা দেখানো হয়েছে টেলিভিশন চ্যানেলে । তা হলে কি এ বছরের পুজোয় দর্শক 'বহুরূপী'র হাত শক্ত করে ধরবে ? সময় বলবে সেই কথা । ছবির শ্যুটিং শুরু হবে 12 মার্চ । ওদিকে রাখী গুলজারকে সঙ্গে নিয়ে 'আমার বস' ছবির শুটিং অনেকদিন আগেই শেষ করে ফেলেছেন পরিচালক জুটি । এই ছবি নিয়েও দর্শকের আগ্রহ কম নয় ।

আরও পড়ুন:

  1. খাগড়াগড় বিস্ফোরণের স্মৃতি মনে করাচ্ছে 'রক্তবীজ', হলমুখী দর্শকরা
  2. নতুন ছবি 'রক্তবীজ' নিয়ে ইটিভি ভারতের আড্ডায় আবির
  3. 'সৃজিতের সঙ্গে সম্পর্ক স্বামী-স্ত্রী'র মতো', 'দশম অবতার' থেকে বিশ্বকাপ, পুজো সব নিয়ে আড্ডায় প্রসেনজিৎ

কলকাতা, 27 ফেব্রুয়ারি: এই পুজোতে ফের শিবু এবং নন্দিতার ধামাকা বড় পর্দায় । তাঁদের জুটি নিয়ে আসছে আরও একটি সত্য ঘটনা ৷ গত পুজোতেই তাঁরা নিয়ে এসেছিলেন 'রক্তবীজ'। এ বার তাঁদের পরিচালনায় আসতে চলেছে 'বহুরূপী'। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই টিম উইন্ডোজ হাজির করেছে সেই খবর । পোস্টারে দেখা যাচ্ছে একটি নানা রঙে রঙিন চোখ জ্বলজ্বল করছে । তাঁরা জানিয়েছেন, আরও একটি সত্যি ঘটনা নিয়েই এই ছবি ।

পোস্টারের সঙ্গে একটি কবিতাও যোগ করা হয়েছে উইন্ডোজের সাম্প্রতিক পোস্টে । লেখা হয়েছে, "খিচাক দম, খিচাক দম/মাথামোটা কি দ্যাশে কম?/ গলায় হিচকি, নাকে অম্বল/ পেয়াদা ফেলে চোখের জল/ খেয়ে গোগ্রাস ভাতে ফ্যানে / ল্যাজ তুলে খুঁজবি ক্যানে/ গ্যাঙর গ্যাং, ঘ্যাঙর ঘ্যাং/
মিলবে এবার বহুরূপীর ল্যাং।"

ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে । প্রাথমিক খবর এটুকুই । উল্লেখ্য, আবির এবং ঋতাভরীর জুটিতে অরিত্র মুখোপাধ্যায়ের হাত ধরে 'ফাটাফাটি'ও ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকমহলে । এ বার আরও একবার এই জুটিকে নিয়ে আসছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় ।

Bohurupi poster released
বহুরূপীর পোস্টার

গত বছর পুজোয় 'রক্তবীজ' সাড়া জাগিয়েছে টলিউডে । আবির চট্টোপাধ্যায় আর মিমি চক্রবর্তীর জুটিতে রক্তবীজ টা100 দিন প্রেক্ষাগৃহে চলেছে । এরপরে তা দেখানো হয়েছে টেলিভিশন চ্যানেলে । তা হলে কি এ বছরের পুজোয় দর্শক 'বহুরূপী'র হাত শক্ত করে ধরবে ? সময় বলবে সেই কথা । ছবির শ্যুটিং শুরু হবে 12 মার্চ । ওদিকে রাখী গুলজারকে সঙ্গে নিয়ে 'আমার বস' ছবির শুটিং অনেকদিন আগেই শেষ করে ফেলেছেন পরিচালক জুটি । এই ছবি নিয়েও দর্শকের আগ্রহ কম নয় ।

আরও পড়ুন:

  1. খাগড়াগড় বিস্ফোরণের স্মৃতি মনে করাচ্ছে 'রক্তবীজ', হলমুখী দর্শকরা
  2. নতুন ছবি 'রক্তবীজ' নিয়ে ইটিভি ভারতের আড্ডায় আবির
  3. 'সৃজিতের সঙ্গে সম্পর্ক স্বামী-স্ত্রী'র মতো', 'দশম অবতার' থেকে বিশ্বকাপ, পুজো সব নিয়ে আড্ডায় প্রসেনজিৎ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.