ETV Bharat / entertainment

ফের পর্দায় দিলীপ কুমারের 'কর্মা', হলে বসে উপভোগ করুন আট দশকের হিট ছবি

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 3:04 PM IST

Re-release of Karma: আটের দশকের ব্লকব্লাস্টার ছবি ফের মুক্তি পাচ্ছে বড় পর্দায় ৷ সুভাষ ঘাই পরিচালিত 'কর্মা' এবার দেখার সুযোগ মিলবে আইনক্স ও পিভিআর-এ ৷

Etv Bharat
বড়পর্দায় 'কর্মা'

মুম্বই, 2 ফেব্রুয়ারি: 1986 সালের ব্লকব্লাস্টার ছবি কর্মা আবারও মুক্তি পেতে চলেছে সিনে পর্দায় ৷ দেশের বেশ কয়েকটি আইনক্স ও পিভিআর-এ শুক্রবার মুক্তি পাচ্ছে সুভাষ ঘাইয়ের অনবদ্য এই ছবিটি ৷ আটের দশকের সেই ছবি আরও একবার বড়পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা ৷ স্বভাবতই খুশি পরিচালক সুভাষ ঘাই ।

নিজের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন পরিচালক ৷ তিনি জানিয়েছেন, এই ছবি পুনরায় পর্দায় মুক্তি পাওয়ায় বর্তমান প্রজন্ম আরও একবার নিজেদের কানেক্ট করতে পারবেন ৷ তিনি বলেন, " এটা ভেবেই আমার ভালো লাগছে যে যাঁরা এখনকার দর্শক রয়েছেন তাঁরা লার্জার দ্যান লাইফ এই ছবির অভিজ্ঞতা আবারও নিতে পারবেন প্রেক্ষাগৃহে বসে ৷ অ্যাকশন-ড্রামায় ভরপুর এই ছবিতে এ বতন তেরে লিয়ে গানটা লাখো দর্শকদের মন ছুঁয়ে যাবে আশা রাখছি ৷"

তিনি আরও বলেন, "এই ছবিটা বিশেষত বানানো হয়েছিল বড় পর্দার জন্য ৷ কর্মা মুক্তির পর উত্তর থেকে দক্ষিণ সব জায়গা থেকে দর্শকদের ভালোবাসা পেয়েছিল ৷ সেই ভালোবাসা আবারও পাবে বলে আশা করছি ৷" অ্যাকশন থ্রিলার এই ছবিতে মুখ্যচরিত্রে দেখা যায় দিলীপ কুমার, নূতন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, নাসিরুদ্দিন শাহ, শ্রীদেবী, পুনম ধিলন, সত্যানারায়ণ কৈরালা ও অনুপম খেরদের ৷ পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল দিলীপ কুমারকে ৷ প্রথমবার এই ছবিতে নূতনের সঙ্গে জুটি বাঁধেন দিলীপ কুমার ৷ প্রখ্যাত অভিনেতার সঙ্গে যোগ্য সঙ্গত দেন জ্যাকি শ্রফ, অনিল কাপুর ও নাসিরুদ্দিন শাহ ৷ 26.5 মিলিয়ন বাজেটের এই ছবি সেই সময়ে দাঁড়িয়ে বক্সঅফিসে আয় করে 130 মিলিয়ন ৷

আরও পড়ুন

1. সলমনের নাম করে লোক ঠকানো হচ্ছে ! ভক্তদের সর্তক করলেন ভাইজান

2. বক্সঅফিসে পতন অব্যাহত! ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে হৃতিক-দীপিকার 'ফাইটার'

3. ওভার দ্য টপে জার্নি শুরু বনশালির, সামনে এল 'হীরামান্ডি'র প্রথম ঝলক

মুম্বই, 2 ফেব্রুয়ারি: 1986 সালের ব্লকব্লাস্টার ছবি কর্মা আবারও মুক্তি পেতে চলেছে সিনে পর্দায় ৷ দেশের বেশ কয়েকটি আইনক্স ও পিভিআর-এ শুক্রবার মুক্তি পাচ্ছে সুভাষ ঘাইয়ের অনবদ্য এই ছবিটি ৷ আটের দশকের সেই ছবি আরও একবার বড়পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা ৷ স্বভাবতই খুশি পরিচালক সুভাষ ঘাই ।

নিজের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন পরিচালক ৷ তিনি জানিয়েছেন, এই ছবি পুনরায় পর্দায় মুক্তি পাওয়ায় বর্তমান প্রজন্ম আরও একবার নিজেদের কানেক্ট করতে পারবেন ৷ তিনি বলেন, " এটা ভেবেই আমার ভালো লাগছে যে যাঁরা এখনকার দর্শক রয়েছেন তাঁরা লার্জার দ্যান লাইফ এই ছবির অভিজ্ঞতা আবারও নিতে পারবেন প্রেক্ষাগৃহে বসে ৷ অ্যাকশন-ড্রামায় ভরপুর এই ছবিতে এ বতন তেরে লিয়ে গানটা লাখো দর্শকদের মন ছুঁয়ে যাবে আশা রাখছি ৷"

তিনি আরও বলেন, "এই ছবিটা বিশেষত বানানো হয়েছিল বড় পর্দার জন্য ৷ কর্মা মুক্তির পর উত্তর থেকে দক্ষিণ সব জায়গা থেকে দর্শকদের ভালোবাসা পেয়েছিল ৷ সেই ভালোবাসা আবারও পাবে বলে আশা করছি ৷" অ্যাকশন থ্রিলার এই ছবিতে মুখ্যচরিত্রে দেখা যায় দিলীপ কুমার, নূতন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, নাসিরুদ্দিন শাহ, শ্রীদেবী, পুনম ধিলন, সত্যানারায়ণ কৈরালা ও অনুপম খেরদের ৷ পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল দিলীপ কুমারকে ৷ প্রথমবার এই ছবিতে নূতনের সঙ্গে জুটি বাঁধেন দিলীপ কুমার ৷ প্রখ্যাত অভিনেতার সঙ্গে যোগ্য সঙ্গত দেন জ্যাকি শ্রফ, অনিল কাপুর ও নাসিরুদ্দিন শাহ ৷ 26.5 মিলিয়ন বাজেটের এই ছবি সেই সময়ে দাঁড়িয়ে বক্সঅফিসে আয় করে 130 মিলিয়ন ৷

আরও পড়ুন

1. সলমনের নাম করে লোক ঠকানো হচ্ছে ! ভক্তদের সর্তক করলেন ভাইজান

2. বক্সঅফিসে পতন অব্যাহত! ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে হৃতিক-দীপিকার 'ফাইটার'

3. ওভার দ্য টপে জার্নি শুরু বনশালির, সামনে এল 'হীরামান্ডি'র প্রথম ঝলক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.