ETV Bharat / entertainment

পর্দায় আসছে জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির নয়া কিস্তি, প্রেক্ষাগৃহে মুক্তি কবে ?

author img

By PTI

Published : Feb 6, 2024, 4:42 PM IST

Updated : Feb 6, 2024, 6:47 PM IST

Jurassic World: জনপ্রিয় ছবি 'জুরাসিক পার্ক' ও 'জুরাসিক ওয়ার্ল্ড'-এর প্রতিটি পর্ব দেখেননি এমন মানুষ খুব কমই আছেন ৷ এবার আসতে চলেছে ছবির পরবর্তী ভাগ ৷ খবর শুনে উচ্ছ্বসতি সিনেপ্রেমীরা ৷

Etv Bharat
আসতে চলেছে জুরাসিক ওয়ার্ল্ডের নতুন যুগ

লস অ্যাঞ্জেলস, 6 ফেব্রুয়ারি: ফের ডাইনোসরদের দুনিয়ায় যেতে চান? তাহলে প্রস্তুত হয়ে যান ৷ বড় পর্দায় আরও একবার আসতে চলেছে জুরাসিক পার্ক ৷ হলিউড স্টুডিয়ো ইউনিভার্সাল পিকচার্সের তরফে জানানো হয়েছে 'জুরাসিক ওয়ার্ল্ড' ফ্র্যাঞ্জাইজির নতুন ছবিটি মুক্তি পাবে 2025 সালের 2 জুলাই ৷ এই মুহূর্তে ছবিটির পরিচালনা নিয়ে কথা চলছে পরিচালক ডেভিড লিচের সঙ্গে ৷

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ডেভিড কোয়েপ 'জুরাসিক ওয়ার্ল্ড' ফ্রাইঞ্জাইজির নতুন গল্পের চিত্রনাট্য লিখবেন ৷ এর আগে তিনি 1993 সালে অরিজিনাল 'জুরাসিক পার্ক' ও 1997 সালে সিক্যুয়েল 'জুরাসিক পার্ক: দ্য লস্ট ওয়ার্ল্ড'-এর চিত্রনাট্য তিনিই লিখেছিলেন ৷ জানা গিয়েছে, তিন দশক ধরে জনপ্রিয়তা ধরে রাখা এই প্রোজেক্টের গল্প একদম নতুন ধাঁচে দর্শকদের সামনে আনা হবে ৷

পরিচালক স্টিভেন স্পিলবার্গ প্রথম পর্দায় আনেন জুরাসিক পার্ক ট্রিলজি ৷ যার মধ্যে রয়েছে 2001 সালে মুক্তি পাওয়া জুরাসিক পার্ক 3 ৷ 22 বছর পর অন্য মোড়কে আসবে ডাইনোসরদের গল্প ৷ এর আগে 2015 সালে পর্দায় আসে 'জুরাসিক ওয়ার্ল্ড', 'জুরাসিক ওয়ার্ল্ড:ফলেন কিংডম' (2018) ও 'জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন' (2022) ৷ স্পিলবার্গের অ্যাম্বলিন এন্টারটেইনমেন্ট রয়েছে প্রযোজনার দায়িত্বে ৷ সঙ্গে রয়েছেন ফ্রাঙ্ক মার্শাল, প্যাট্রিক ক্রাউলি এবং লেইচ এবং 87 নর্থের কেলি ম্যাককর্মিক ৷

উল্লেখ্য, লিচ একজন প্রাক্তন স্টান্ট পার্ফর্মার ও কো-অর্জিনেটর ৷ এর আগে তিনি একাধিক ব্লকব্লাস্টার ছবি উপহার দিয়েছেন দর্শকদের ৷ যার মধ্যে রয়েছে 'অ্যাটোমিক ব্লনডে', 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিপ্নঅফ হবস অ্যান্ড শ', 'ডেডপুল 2' ও 'বুলেট ট্রেন' ৷ আপাতত পরিচালকের অ্যাকশন-কমেডি ছবি 'দ্য ফল গাই' মুক্তির অপেক্ষায় ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে রায়ান গসলিং ও এমিলি ব্লান্টকে ৷ চলতি বছর মে মাসে মুক্তি পাবে 'দ্য ফল গাই' ৷

আরও পড়ুন:

1. সিনেমার প্রস্তাব দিতেই 'অ্যানিম্যাল' পরিচালকের ওপর চোটলেন কঙ্গনা

2. গ্র্যামির মঞ্চে ফের ভারতীয় সঙ্গীতের জয়, শঙ্কর মহাদেবন-জাকির হুসেনের ঝুলিতে সেরার শিরোপা

3. জাকির হুসেনের ঝুলিতে তিনটি গ্র্যামি, সঙ্গীতের সর্বোচ্চ সম্মান স্ত্রী'কে উৎসর্গ মহাদেবনের, অভিনন্দন মোদির

লস অ্যাঞ্জেলস, 6 ফেব্রুয়ারি: ফের ডাইনোসরদের দুনিয়ায় যেতে চান? তাহলে প্রস্তুত হয়ে যান ৷ বড় পর্দায় আরও একবার আসতে চলেছে জুরাসিক পার্ক ৷ হলিউড স্টুডিয়ো ইউনিভার্সাল পিকচার্সের তরফে জানানো হয়েছে 'জুরাসিক ওয়ার্ল্ড' ফ্র্যাঞ্জাইজির নতুন ছবিটি মুক্তি পাবে 2025 সালের 2 জুলাই ৷ এই মুহূর্তে ছবিটির পরিচালনা নিয়ে কথা চলছে পরিচালক ডেভিড লিচের সঙ্গে ৷

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ডেভিড কোয়েপ 'জুরাসিক ওয়ার্ল্ড' ফ্রাইঞ্জাইজির নতুন গল্পের চিত্রনাট্য লিখবেন ৷ এর আগে তিনি 1993 সালে অরিজিনাল 'জুরাসিক পার্ক' ও 1997 সালে সিক্যুয়েল 'জুরাসিক পার্ক: দ্য লস্ট ওয়ার্ল্ড'-এর চিত্রনাট্য তিনিই লিখেছিলেন ৷ জানা গিয়েছে, তিন দশক ধরে জনপ্রিয়তা ধরে রাখা এই প্রোজেক্টের গল্প একদম নতুন ধাঁচে দর্শকদের সামনে আনা হবে ৷

পরিচালক স্টিভেন স্পিলবার্গ প্রথম পর্দায় আনেন জুরাসিক পার্ক ট্রিলজি ৷ যার মধ্যে রয়েছে 2001 সালে মুক্তি পাওয়া জুরাসিক পার্ক 3 ৷ 22 বছর পর অন্য মোড়কে আসবে ডাইনোসরদের গল্প ৷ এর আগে 2015 সালে পর্দায় আসে 'জুরাসিক ওয়ার্ল্ড', 'জুরাসিক ওয়ার্ল্ড:ফলেন কিংডম' (2018) ও 'জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন' (2022) ৷ স্পিলবার্গের অ্যাম্বলিন এন্টারটেইনমেন্ট রয়েছে প্রযোজনার দায়িত্বে ৷ সঙ্গে রয়েছেন ফ্রাঙ্ক মার্শাল, প্যাট্রিক ক্রাউলি এবং লেইচ এবং 87 নর্থের কেলি ম্যাককর্মিক ৷

উল্লেখ্য, লিচ একজন প্রাক্তন স্টান্ট পার্ফর্মার ও কো-অর্জিনেটর ৷ এর আগে তিনি একাধিক ব্লকব্লাস্টার ছবি উপহার দিয়েছেন দর্শকদের ৷ যার মধ্যে রয়েছে 'অ্যাটোমিক ব্লনডে', 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিপ্নঅফ হবস অ্যান্ড শ', 'ডেডপুল 2' ও 'বুলেট ট্রেন' ৷ আপাতত পরিচালকের অ্যাকশন-কমেডি ছবি 'দ্য ফল গাই' মুক্তির অপেক্ষায় ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে রায়ান গসলিং ও এমিলি ব্লান্টকে ৷ চলতি বছর মে মাসে মুক্তি পাবে 'দ্য ফল গাই' ৷

আরও পড়ুন:

1. সিনেমার প্রস্তাব দিতেই 'অ্যানিম্যাল' পরিচালকের ওপর চোটলেন কঙ্গনা

2. গ্র্যামির মঞ্চে ফের ভারতীয় সঙ্গীতের জয়, শঙ্কর মহাদেবন-জাকির হুসেনের ঝুলিতে সেরার শিরোপা

3. জাকির হুসেনের ঝুলিতে তিনটি গ্র্যামি, সঙ্গীতের সর্বোচ্চ সম্মান স্ত্রী'কে উৎসর্গ মহাদেবনের, অভিনন্দন মোদির

Last Updated : Feb 6, 2024, 6:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.