ETV Bharat / entertainment

অনুপমের কথায়-সুরে বাংলা গান গাইবেন শিল্পা রাও, ঠোঁট মেলাবেন ঋতুপর্ণা - Shilpa Rao

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 8:19 PM IST

Shilpa Rao Bengali Song: আবারও বাংলা ছবিতে শোনা যাবে শিল্পা রাওয়ের গলা ৷ ঋতুপর্ণা সেনগুপ্তের আগামী ছবিতে গান গাইতে চলেছেন বলিউড খ্যাত এই শিল্পী ৷ এই গানের কথা ও সুর অনুপম রায়ের ৷ জানেন কোন ছবিতে শোনা যাবে এই গান ?

Shilpa Rao
Shilpa Rao

কলকাতা, 16 এপ্রিল: কলকাতার বুকে শুরু হয়েছে 'ম্যাডাম সেনগুপ্ত'র শুটিং । সায়ন্তন ঘোষালের পরিচালনায় আসছে এই ছবি । প্রযোজনা সংস্থার তরফে জানা গিয়েছে, এই ছবিতে অনুপম রায়ের সুরে গান গাইতে শোনা যাবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী শিল্পা রাওকে ।

এই প্রজন্মের কাছে যে গানগুলি জনপ্রিয় হয়ে উঠেছে তার মধ্যে অধিকাংশই শিল্পার কণ্ঠে । ‘জওয়ান’-এর ‘ছলিয়া’ থেকে নাকি ‘লাল সিং চড্ডা’র ‘তেরে হাওয়ালে’ মুখে মুখে ফেরে আজকের টিন টুইনের । তালিকায় আছে ‘ফাইটার’, ‘ধুম 3’, ‘জেলার’ সন ছবিতেই তাঁর সুরঋদ্ধ কণ্ঠ মুগ্ধ করেছে আমজনতাকে । বাংলা ছবিতেও এর আগে গান গেয়েছেন শিল্পা । 'উড়ো চিঠি', 'আওয়ারা', 'প্রজাপতি বিস্কুট', 'ডক্টর বক্সি'র মতো সিনেমায় তাঁর গানে মুগ্ধ হয়েছেন দর্শক । এরপরে শিল্পা আরও একবার গান গাইবেন বাংলা ছবিতে । এবাার অনুপম রায়ের কথায় ও সুরে শোনা যাবে তাঁর এই গান ।

জানা গিয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্ত লিপ দেবেন শিল্পার এই গানে । এই গানের রেকর্ডিং হবে 17 এপ্রিল ৷ মুম্বইয়ের রেকর্ডিং স্টুডিওতে হবে সেটি । 'ম্যাডাম সেনগুপ্ত' ছবিতে শিল্পাকে দিয়ে আরও একটি গান গাওয়ানোর ইচ্ছে রয়েছে প্রযোজকের । তবে সেই ব্যাপারে নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি ।

প্রসঙ্গত, এই ছবির মাধ্যমেই প্রযোজনায় হাতেখড়ি হতে চলেছে প্রদীপ নন্দীর । ছবিতে 'ম্যাডাম সেনগুপ্ত' একজন প্রখ্যাত কার্টুনিস্ট । দিল্লিবাসী তিনি । স্বামীর রহস্যজনকভাবে হারিয়ে যান ৷ সেই কারণে তাঁকে অনুসন্ধান করতে কলকাতায় আসেন তিনি । কী দেখল তিনি কলকাতায়, যার ফলে তার জীবনটাই পালটে গেল? জানা যাবে ছবিটি দেখলে । চুটিয়ে চলছে ছবির শুটিং । বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রাহুল বোস, অনন্যা চট্টোপাধ্যায়, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়-সহ আরও অনেকে ।

আরও পড়ুন:

  1. নববর্ষে হয়ে যাক 'হইচই', একগুচ্ছ সিরিজের ঘোষণা সোশাল মিডিয়ায়
  2. ময়দান ছবিতে 'উপেক্ষিত' প্রশান্ত সিনহা, তথ্য বিকৃতির অভিযোগ পরিবারের
  3. শার্টলেসে হট আবির, মিষ্টি শুভশ্রী; নববর্ষে জমে ক্ষীর 'বাবলি'র প্রেম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.