ETV Bharat / entertainment

কোরিয়ান ভাষার পর এবার স্প্যানিশে ডাবিং হবে 'অভিযাত্রিক'

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 1:00 PM IST

ETV Bharat
বাংলা সিনেমার স্প্যানিশ ভাষায় ডাবিং

Avijatrik Dubbing: বাংলা ভাষার সিনেমা এবার স্প্যানিশ ভাষায় ডাবিং করা হবে ৷ ইতিমধ্যে 68তম জাতীয় পুরস্কারে দু'টি পুরস্কার পেয়েছে শুভ্রজিৎ মিত্রের এই সিনেমাটি ৷

কলকাতা, 10 ফেব্রুয়ারি: পরিচালক শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় 2021 সালে মুক্তি পায় 'অভিযাত্রিক' ৷ 68তম জাতীয় পুরস্কারের মঞ্চে দু'টি বিভাগে পুরস্কৃত হয়েছে ছবিটি ৷ সেরা বাংলা সিনেমা এবং সেরা সিনেম্যাটোগ্রাফির পুরস্কার জিতে নিয়েছিল ছবিটি ৷ আর এবার স্প্যানিশ ভাষায় ডাবিং হতে চলেছে 'অভিযাত্রিক' ৷ এর আগে দক্ষিণ কোরিয়ান ভাষাতেও ডাব করা হয় ছবিটি ৷ প্রদর্শিত হয় দক্ষিণ কোরিয়ার ফিল্ম ফেস্টিভ্যালে ৷

মেক্সিকো এবং লাতিন আমেরিকায় ভারতীয় দূতাবাস আয়োজিত চলচ্চিত্র উৎসবে দেখানো হবে শুভ্রজিতের 'অভিযাত্রিক' । চলতি বছরে বাংলাকে প্রতিনিধিত্ব করছে একটিই মাত্র ছবি ৷ আর সেটি হল 'অভিযাত্রিক'। স্বভাবতই খুশি পরিচালক শুভ্রজিৎ মিত্র ৷ তিনি ইটিভি ভারতকে বলেন, "খুবই বড় একটা সম্মানের ব্যাপার ৷ লাতিন আমেরিকান ভাষায় ডাবিং হচ্ছে 'অভিযাত্রিক' ৷ পূর্ব ভারত থেকে প্রতিনিধিত্ব করছে একমাত্র এই বাংলা ছবিটি, যে ছবিটি সাদা-কালোয় ৷ বাকি যে সিনেমাগুলি দেখানো হবে, সেই সব ছবিগুলিই মূলধারার ৷ সেই নিরিখে 'অভিযাত্রিক' অনেকটাই অন্যরকম ৷ ভারত সরকার থেকে এই ছবিকে নির্বাচিত করা হয়েছে বলে আমি খুবই আনন্দিত, গর্বিত এবং সম্মানিত ৷ এর আগে দক্ষিণ কোরিয়ায় দেখানো হয় আমাদের এই ছবি ৷ তখন দক্ষিণ কোরিয়ান ভাষায় ডাবিং হয় ৷"

পরিচালক শুভ্রজিৎ মিত্র আরও বলেন, "বাংলায় একটা কথা আছে, 'গেঁয়ো যোগী ভিখ পায় না' ৷ বাংলার মানুষের কাছে ছবিটা সম্মানিত হলে আমি আরও খুশি হলাম ৷ বহুদিন পরে কোনও বাংলা ছবি এভাবে আন্তর্জাতিক ভাষায় ডাবিং হয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেল ৷" 'অভিযাত্রিক' ছাড়াও স্প্যানিশ ভাষায় ডাবিং করে দেখানো হবে 'আর আর আর', 'বাজিরাও মস্তানি', 'তনহাজি', 'সুরারাই পত্রু অ্যান্ড দোল্লু' ৷

16-18 ফেব্রুয়ারি মেক্সিকো শহরের ভারতীয় দূতাবাসের অডিটোরিয়ামে প্রদর্শিত হবে ছবিগুলি ৷ উল্লেখ্য, 22 ফেব্রুয়ারি 'ইন্ডিয়া ডে' পালিত হবে সেখানে ৷ এরপর 5 এবং 6 মার্চ জালাপার জুয়ারেজ থিয়েটার এবং মেইন সিটি সেন্টার স্কোয়ারে দেখানো হবে ছবিগুলি ৷

আরও পড়ুন:

  1. পুরুলিয়ায় 'দেবী চৌধুরানী'র প্রথম দফার শুটিং সেরে তৃপ্ত শুভ্রজিৎ
  2. শুটিং চলাকালীন ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভরতি মিঠুন, অবস্থা সংকটজনক
  3. ভ্যালেন্টাইন সপ্তাহে প্রিয়জনের সঙ্গে পারফেক্ট কম্বিনেশন 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.