ETV Bharat / bharat

ইন্ডিয়া জোটই ঝাড়খণ্ডের আস্থা ভোটে জিতবে, আত্মবিশ্বাসী রমেশ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 5:32 PM IST

Jairam Ramesh on Jharkhand floor test: ইন্ডিয়া জোটের দলগুলিই ঝাড়খণ্ডের আস্থা ভোটে জিতবে বলে আত্মবিশ্বাসী জয়রাম রমেশ ৷ তিনি এ দিন বলেন, নরেন্দ্র মোদি সরকার ইডি, সিবিআই ও আয়কর বিভাগকে ইন্ডিয়া জোটের সদস্যদের বিরুদ্ধে অপব্যবহার করছে ।

ETV BHARAT
ETV BHARAT

ধানবাদ, 4 ফেব্রুয়ারি: চম্পাই সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এ বার পালা আস্থা ভোটের ৷ আর এই আস্থা ভোটে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী কংগ্রেস ৷ দলের শীর্ষ নেতা জয়রাম রমেশ রবিবার বলেন যে, ইন্ডিয়া ব্লকের দলগুলিই ঝাড়খণ্ড বিধানসভার 81-সদস্যের আস্থা ভোটে জয়ী হবে ৷

রমেশের কথায়, "81 আসনের বিধানসভায় আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে...এমনকি হেমন্ত সোরেনকেও বিশেষ আদালত (তার ভোট দেওয়ার জন্য) অনুমতি দিয়েছে । এটি ইডির একটি ষড়যন্ত্র । আমরা আস্থা ভোটে জিতব এটা পরিষ্কার হয়ে গিয়েছে । শুরু থেকেই মোদি সরকার ইডি, সিবিআই এবং আয়কর বিভাগকে ইন্ডিয়া জোটের সদস্যদের বিরুদ্ধে অপব্যবহার করে আসছে । এগুলি এখন আর স্বতন্ত্র প্রতিষ্ঠান নয় ৷"

উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দায়ের করা পিটিশনের শুনানির জন্য 5 ফেব্রুয়ারি দিনটি নির্ধারণ করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট । জমি কেলেঙ্কারির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হেমন্তকে গ্রেফতার করার পর সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শিবু সোরেনের ছেলে ৷ এর আগে, শুক্রবার জমি কেলেঙ্কারি মামলার শুনানিতে হেমন্তকে পাঁচ দিনের জন্য ইডি হেফাজতে পাঠিয়েছিল হাইকোর্ট ৷

বেশ কয়েকবার তলব ও জিজ্ঞাসাবাদের পর গত বুধবার রাতে জেএমএম প্রধানকে ইডি গ্রেফতার করে ৷ ঝাড়খণ্ডের রাজনৈতিক চাপানউতোরের মধ্যে শুক্রবার রাঁচির রাজভবনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন চম্পাই সোরেন ৷ গ্রেফতার হওয়ার আগে তাঁকেই পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে গিয়েছিলেন হেমন্ত সোরেন ৷

প্রসঙ্গত, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর গ্রেফতারির প্রতিবাদে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন ৷ তবে শীর্ষ আদালত তাঁর আবেদন গ্রহণ করতে অস্বীকার করে এবং তাঁকে তাঁর আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে নির্দেশ দেয় ৷

বর্তমানে 81 সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার 29টি আসন, তাদের মিত্র কংগ্রেসের 17টি এবং আরজেডি ও সিপিআই (এমএল)-এর একটি করে আসন রয়েছে । সবমিলিয়ে ইন্ডিয়া ব্লকের মোট 43 জন বিধায়কের সমর্থনে আস্থা ভোটের বৈতরণী পেরনোর সংখ্যা রয়েছে চম্পাই সোরেনের কাছে ৷ তবে বাস্তবে তাই ঘটবে, নাকি হঠাৎ নয়া কোনও নাটকীয় ঘটনার সাক্ষী থাকবে ঝাড়খণ্ড, তার উত্তর দেবে সময় ৷ (এএনআই)

আরও পড়ুন:

  1. ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ চম্পাই সোরেনের
  2. ঝাড়খণ্ডে ফের নাটক! কুয়াশার জেরে বাতিল বিমান, জেএমএম বিধায়কদের থেকে যেতে হল রাঁচিতেই
  3. ধরনামঞ্চ থেকেই হেমন্ত সোরেনের 'পাশে দাঁড়ানোর শপথ' মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.