ETV Bharat / bharat

'স্যর, আমাদের ক্ষমা করুন !' জাতীয় পুরস্কার ফিরিয়ে পরিচালকের কাছে দুঃখপ্রকাশ চোরের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 2:23 PM IST

ETV Bharat
তামিল পরিচালকের জাতীয় পুরস্কার চুরি

National Awards Theft: বাড়ির বাইরে পলিথিন ব্যাগের মধ্যে জাতীয় পুরস্কারের রুপোর পদক ৷ এই অবস্থাতেই চুরি যাওয়া জাতীয় পুরস্কার ফিরে পেলেন তামিল পরিচালক এম মণিকন্দন ৷ পুলিশ ওই ব্যাগটি বাজেয়াপ্ত করেছে ৷

চেন্নাই, 13 ফেব্রুয়ারি: জাতীয় পুরস্কার ফিরিয়ে দিল চোরেরা ৷ আর ক্ষমা চেয়ে চিঠিও লিখল ৷ এমন আজব ঘটনা ঘটেছে তামিলনাড়ুর মাদুরাই জেলায় তামিল চিত্রপরিচালক এম মণিকন্দনের বাড়িতে ৷

শুটিংয়ের কাজে তিনি গত দু'মাস ধরে উসিলামপট্টিতে রয়েছেন ৷ সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও রয়েছেন সেখানে ৷ এ মাসের প্রথম দিকে তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটে ৷ চুরি যায় জাতীয় পুরস্কারের পদকও ৷ স্বভাবতই এমন ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছিলেন পরিচালক মণিকন্দন ৷

ফেব্রুয়ারি মাসের 8 তারিখ মণিকন্দন বাড়ি ফিরে দেখেন, উসিলামপট্টিতে তাঁর বাড়ির দরজা ভেঙে কেউ বা কারা ভিতরে ঢুকেছিল ৷ এরপর তিনি আরও আবিষ্কার করেন যে, তাঁর জাতীয় পুরস্কারের দু'টি রুপোর পদক নিয়ে গিয়েছে চোরেরা ৷ মণিকন্দন তাঁর পরিচালিত 'কড়াইসি ভিবাসায়ি' সিনেমার জন্য কেন্দ্রীয় সরকারের থেকে পুরস্কার হিসেবে ওই পদকগুলি পেয়েছিলেন ৷ চোরেরা নগদ এক লক্ষ টাকা এবং সোনার গয়নার পাশাপাশি পদক দুটিও চুরি হয়ে যায় ৷

এম মণিকন্দন তামিলনাড়ুর বিখ্যাত চিত্রপরিচালক ৷ তাঁর বাড়িতে এত বড় চুরির ঘটনা মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে ৷ হুলস্থূল কাণ্ড বাঁধে ৷ উসিলামপট্টি নগর থানা সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে এবং এই চুরির তদন্ত শুরু করে ৷

এ দিকে, তারপরই সবাইকে অবাক করে দেওয়ার মতো ঘটনা ঘটে যায় ৷ তামিল পরিচালক তাঁর জাতীয় পুরস্কারের পদকগুলি ফিরে পান ৷ চোরেরা একটি প্লাস্টিকে পদক দু'টি ভরে মণিকন্দনের বাইরে ঝুলিয়ে দিয়ে চলে যায় ৷ এর সঙ্গে, তারা একটি চিঠিও রেখে যায় তামিল পরিচালকের জন্য ৷ তাতে লেখা ছিল, "স্যর, আমাদের ক্ষমা করে দিন ৷ আপনার কঠিন পরিশ্রমের ফসল আপনাকে দিয়ে গেলাম ৷" এই খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে ওই পদকগুলি-সহ পলিথিনের ব্যাগটি বাজেয়াপ্ত করে ৷ চোরেদের ধরতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. কাটোয়ায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত উত্তরপ্রদেশের গ্যাং, তদন্তে জানাল পুলিশ
  2. জাতীয় পুরস্কার গ্রহণের আগে করমর্দন আল্লু-আলিয়ার, দেখুন ভিডিয়ো
  3. ব্ল্যাক লেডি জিতে নিলেন 'রণলিয়া', ছবির ঝুলিতে বেস্ট 'টুয়েলভথ ফেল'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.