ETV Bharat / bharat

ঝাড়খণ্ডের চাতরায় মাওবাদীদের হামলায় শহিদ দুই পুলিশ কর্মী, আহত তিন

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 8:06 PM IST

Two Soldiers Martyred in Encounter: বুধবার ঝাড়খণ্ডের চাতরা জোরি থানা এলাকায় পুলিশ ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয় । দুই পক্ষের গুলির লড়াইয়ে দুই পুলিশকর্মী শহিদ হয়েছেন । আহত তিন৷ আহতদের অবস্থা আশঙ্কাজনক ৷

etv bharat
etv bharat

চাতরা (ঝাড়খণ্ড), 7 ফেব্রুয়ারি: মাওবাদী ও পুলিশের মধ্যে গুলির লড়াইয়ে পুলিশের দু’জন কর্মী শহিদ হয়েছেন ৷ বুধবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের চাতরা জেলার বেরিও থানা এলাকায় ৷ জেলা পুলিশের অন্যতম শীর্ষ আধিকারিক সন্দীপ সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৷ তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি সম্পর্কে তথ্য চাওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে ৷ এই গুলির লড়াইয়ে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গিয়েছে ৷

সূত্র মারফত জানা গিয়েছে, পুলিশ কর্মীরা আফিম ফসল ধ্বংস করার পরে ফিরে আসছিলেন ৷ সেই সময় টিপিসি নকশাল সংগঠনের একটি স্কোয়াড হঠাৎ পুলিশ বাহিনীর উপর আক্রমণ করে । দুই পুলিশকর্মী শহিদ হন । যে দু’জন শহিদ হয়েছেন, তাঁদের নাম সিকান্দার সিং ও শুখর রাম ৷ শহিদ সিকান্দার সিং বিহারের গয়ার বাসিন্দা ছিলেন ৷ আর শহিদ শুখর রাম ঝাড়খণ্ডের পালামু জেলার বাসিন্দা ছিলেন । সূত্র থেকে জানা গিয়েছে যে এই এনকাউন্টারে মাওবাদীদেরও গুলি করা হয়েছিল ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও মাওবাদীদের মধ্যে এনকাউন্টার এখনও চলছে ।

কৃষ্ণ, আকাশ ও সঞ্জয় - অন্য তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন । ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে । আহত পুলিশকর্মীদের প্রাথমিক চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ কিন্তু তাঁদের শারীরিক অবস্থার কথা বিচার করে বিমানে করে রাঁচির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

গত 30 জানুয়ারি ছত্তিশগড়ের বিজাপুর ও সুকমার সীমান্ত এলাকায় নকশালদের সঙ্গে সংঘর্ষের সময় কমপক্ষে তিনজন সেনা শহিদ হন এবং 14 জন আহত হন । তার রেশ কাটতে না কাটতেই ফের হামলা হল ৷ এবার ঘটনাস্থল ছত্তিশগড়ের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ৷

আরও পড়ুন:

  1. ছত্তিশগড়ে মাওবাদীদের হামলার শিকার নীরিহরা, বিস্ফোরণে নিহত 2 শ্রমিক
  2. আইইডি বিস্ফোরণের পাশাপাশি তির-ধনুক নিয়ে আক্রমণ, মাও হামলায় ছত্তিশগড়ে আহত নিরাপত্তা বাহিনীর দুই জওয়ান
  3. দান্তেওয়াড়ার জঙ্গলে এনকাউন্টারে মৃত 2 মহিলা মাওবাদী, উদ্ধার অস্ত্র

চাতরা (ঝাড়খণ্ড), 7 ফেব্রুয়ারি: মাওবাদী ও পুলিশের মধ্যে গুলির লড়াইয়ে পুলিশের দু’জন কর্মী শহিদ হয়েছেন ৷ বুধবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের চাতরা জেলার বেরিও থানা এলাকায় ৷ জেলা পুলিশের অন্যতম শীর্ষ আধিকারিক সন্দীপ সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৷ তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি সম্পর্কে তথ্য চাওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে ৷ এই গুলির লড়াইয়ে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গিয়েছে ৷

সূত্র মারফত জানা গিয়েছে, পুলিশ কর্মীরা আফিম ফসল ধ্বংস করার পরে ফিরে আসছিলেন ৷ সেই সময় টিপিসি নকশাল সংগঠনের একটি স্কোয়াড হঠাৎ পুলিশ বাহিনীর উপর আক্রমণ করে । দুই পুলিশকর্মী শহিদ হন । যে দু’জন শহিদ হয়েছেন, তাঁদের নাম সিকান্দার সিং ও শুখর রাম ৷ শহিদ সিকান্দার সিং বিহারের গয়ার বাসিন্দা ছিলেন ৷ আর শহিদ শুখর রাম ঝাড়খণ্ডের পালামু জেলার বাসিন্দা ছিলেন । সূত্র থেকে জানা গিয়েছে যে এই এনকাউন্টারে মাওবাদীদেরও গুলি করা হয়েছিল ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও মাওবাদীদের মধ্যে এনকাউন্টার এখনও চলছে ।

কৃষ্ণ, আকাশ ও সঞ্জয় - অন্য তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন । ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে । আহত পুলিশকর্মীদের প্রাথমিক চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ কিন্তু তাঁদের শারীরিক অবস্থার কথা বিচার করে বিমানে করে রাঁচির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

গত 30 জানুয়ারি ছত্তিশগড়ের বিজাপুর ও সুকমার সীমান্ত এলাকায় নকশালদের সঙ্গে সংঘর্ষের সময় কমপক্ষে তিনজন সেনা শহিদ হন এবং 14 জন আহত হন । তার রেশ কাটতে না কাটতেই ফের হামলা হল ৷ এবার ঘটনাস্থল ছত্তিশগড়ের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ৷

আরও পড়ুন:

  1. ছত্তিশগড়ে মাওবাদীদের হামলার শিকার নীরিহরা, বিস্ফোরণে নিহত 2 শ্রমিক
  2. আইইডি বিস্ফোরণের পাশাপাশি তির-ধনুক নিয়ে আক্রমণ, মাও হামলায় ছত্তিশগড়ে আহত নিরাপত্তা বাহিনীর দুই জওয়ান
  3. দান্তেওয়াড়ার জঙ্গলে এনকাউন্টারে মৃত 2 মহিলা মাওবাদী, উদ্ধার অস্ত্র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.