ETV Bharat / bharat

নির্মাণকাজের সময় আচমকাই ধসে গেল মাটি, মৃত্যু 6 মহিলা শ্রমিকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 3:58 PM IST

Updated : Feb 7, 2024, 7:10 PM IST

Ooty Tragedy: আবারও ধস ৷ দুর্ঘটনাস্থল এবার তামিলনাড়ুর উটি ৷ স্থানীয় খবর অনুসারে, বিজলান নীলগিরি জেলার উটির কাছে গান্ধিনগরে একটি বাড়ি তৈরি করছিলেন বেশকিছু শ্রমিক ৷ তাতে মৃত্যু হয়েছে 6 শ্রমিকের ৷ তাঁরা সকলেই মহিলা ৷ এখনও এক কিংবা একাধিক শ্রমিক ওই ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন, বলে জানা যাচ্ছে ৷

বাড়ি তৈরির কাজ করতে গিয়ে প্রাণ গেল 6 মহিলা শ্রমিকের
Ooty Tragedy

উটি, 7 ফেব্রুয়ারি: তামিলনাড়ুর নীলগিরি জেলার উটি লাভডেল এলাকায় মর্মান্তির দুর্ঘটনা ৷ বাড়ি নির্মাণের সময় আচমকা ভূমিধসে মৃত্যু হল 6 শ্রমিকের ৷ মৃতেরা সকলেই মহিলা ৷ গুরুতর আহত আরও দুই মহিলা শ্রমিককে উটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ খবর পাওয়া যাচ্ছে, এখনও এক কিংবা একাধিক শ্রমিক ওই ধ্বংসস্তূপের নীচে আরও কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে ৷ তাঁদের উদ্ধারের জন্য় জেসিবির সাহায্য নেওয়া হচ্ছে ৷ এখনও পর্যন্ত 4 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে ৷

খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন। স্থানীয় খবর অনুসারে, বিজলান নীলগিরি জেলার উটির কাছে গান্ধিনগরে একটি বাড়ি তৈরি করছিলেন তাঁরা। তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ নিহতেরা হলেন-মুথুলক্ষ্মী (36), সঙ্গীতা (30), প্রিভিলেজ (36), ঊমা (35), সাকিলা (30), রাধা (38) ৷ অন্যদিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসারত রয়েছেন মহেশ (23), শান্তি (45), জয়ন্তী (56), থমাস (24) ৷

উল্লেখ্য, 12 নভেম্বর ভোরে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মাণ সিল্কিয়ারা টানেলে ধস নামে ৷ টানেলের একটি অংশ ভেঙে ভিতরেই আটকে পড়েন 41 জন শ্রমিক ৷ 17 দিন ধরে উদ্ধারকার্য চলতে থাকে ৷ ডাক পড়ে আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞদের ৷ শ্রমিকদের বের করে আনতে ভারতে আসেন অস্ট্রেলিয়ার অধ্যাপক আর্নল্ড ডিক্স ৷ আটকে পড়ার 17 দিন পর সকলকে নিরাপদে উদ্ধার করা হয় ৷ এরপর কর্ণাটকের বিজয়পুরার এক ভুট্টার গুদামে ধস নামে ৷ তাতে 11 জন শ্রমিকের মৃত্যু হয় ৷

আরও পড়ুন:

  1. স্কুল চত্বরে ধস, কড়া নজরদারিতে ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা বিধায়কের
  2. 'সকলের মিলিত ইচ্ছেশক্তিতেই অসম্ভব সম্ভব হয়েছে', সিল্কিয়ারা উদ্ধারকার্য প্রসঙ্গে বললেন বিশেষজ্ঞ আর্নল্ড
  3. ফের ধস! গুদামে ভুট্টা ভরতি বস্তার নীচে চাপা পড়ে মৃত 6 শ্রমিক

উটি, 7 ফেব্রুয়ারি: তামিলনাড়ুর নীলগিরি জেলার উটি লাভডেল এলাকায় মর্মান্তির দুর্ঘটনা ৷ বাড়ি নির্মাণের সময় আচমকা ভূমিধসে মৃত্যু হল 6 শ্রমিকের ৷ মৃতেরা সকলেই মহিলা ৷ গুরুতর আহত আরও দুই মহিলা শ্রমিককে উটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ খবর পাওয়া যাচ্ছে, এখনও এক কিংবা একাধিক শ্রমিক ওই ধ্বংসস্তূপের নীচে আরও কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে ৷ তাঁদের উদ্ধারের জন্য় জেসিবির সাহায্য নেওয়া হচ্ছে ৷ এখনও পর্যন্ত 4 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে ৷

খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন। স্থানীয় খবর অনুসারে, বিজলান নীলগিরি জেলার উটির কাছে গান্ধিনগরে একটি বাড়ি তৈরি করছিলেন তাঁরা। তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ নিহতেরা হলেন-মুথুলক্ষ্মী (36), সঙ্গীতা (30), প্রিভিলেজ (36), ঊমা (35), সাকিলা (30), রাধা (38) ৷ অন্যদিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসারত রয়েছেন মহেশ (23), শান্তি (45), জয়ন্তী (56), থমাস (24) ৷

উল্লেখ্য, 12 নভেম্বর ভোরে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মাণ সিল্কিয়ারা টানেলে ধস নামে ৷ টানেলের একটি অংশ ভেঙে ভিতরেই আটকে পড়েন 41 জন শ্রমিক ৷ 17 দিন ধরে উদ্ধারকার্য চলতে থাকে ৷ ডাক পড়ে আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞদের ৷ শ্রমিকদের বের করে আনতে ভারতে আসেন অস্ট্রেলিয়ার অধ্যাপক আর্নল্ড ডিক্স ৷ আটকে পড়ার 17 দিন পর সকলকে নিরাপদে উদ্ধার করা হয় ৷ এরপর কর্ণাটকের বিজয়পুরার এক ভুট্টার গুদামে ধস নামে ৷ তাতে 11 জন শ্রমিকের মৃত্যু হয় ৷

আরও পড়ুন:

  1. স্কুল চত্বরে ধস, কড়া নজরদারিতে ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা বিধায়কের
  2. 'সকলের মিলিত ইচ্ছেশক্তিতেই অসম্ভব সম্ভব হয়েছে', সিল্কিয়ারা উদ্ধারকার্য প্রসঙ্গে বললেন বিশেষজ্ঞ আর্নল্ড
  3. ফের ধস! গুদামে ভুট্টা ভরতি বস্তার নীচে চাপা পড়ে মৃত 6 শ্রমিক
Last Updated : Feb 7, 2024, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.