ETV Bharat / bharat

পেন্সিলের মাথায় 1.3 সেমির ভগবান রামের মূর্তি ! চর্চায় জয়পুরের শিল্পীর কাজ

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2024, 5:39 PM IST

Ram Statue in Pencil: পেন্সিলের মাথায় 1.3 সেমির ভগবান রামের মূর্তি গড়ে ফের খবরের শিরোনামে জয়পুরের শিল্পী নবরত্ন প্রজাপতি ৷ এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে ভগবান গণেশকে তাঁর কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এই বিখ্যাত শিল্পী ৷ তবে তিনি চান তাঁর রামের মূর্তিটি জায়গা পাক অযোধ্যার রাম মিউজিয়ামে ৷

ETV Bharat
ইটিভি ভারত

জয়পুর, 21 জানুয়ারি: সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা ৷ তার আগে সারাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে নানাকরম জিনিস পাঠাচ্ছেন রামনগরীতে ৷ কেউ সোনা-রূপোর গয়না তো আবার কেউ সুগন্ধি থেকে শুরু করে ধনুক উপহার পাঠাচ্ছেন ৷ দেশের নানা জায়গায় রামের মূর্তি গড়ে হচ্ছে পুজোপাঠ ৷ যে যার নিজের মতো করে রাম মন্দিরের উদ্বোধন উদযাপন করতে ব্যস্ত ৷ এর থেকে বাদ নেই রাজস্থানের জয়পুরও ৷ সেখানকার এক শিল্পী পেন্সিলের মাথায় 1.3 সেন্টিমিটারের রামের মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিলেন ৷ এই শিল্পী হলেন নবরত্ন প্রজাপতি ৷

তবে তিনি যে সে শিল্পী নন, তাঁর নামে রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের মতো রেকর্ড ৷ নবরত্ন তাঁর সূক্ষ্ম শিল্পশৈলীর জন্য বিখ্যাত ৷ তিনি এর আগে একটি 2 মিমি কাঠের চামচ তৈরি করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন ৷ এছাড়া এর আগে পেন্সিলের ডগায় ভগবান গণেশ, মহাবীর স্বামী, মহারানা প্রতাপ, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধি, ডক্টর ভীমরাও আম্বেদকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো মানুষের মূতি খোদাই করেছেন নবরত্ন প্রজাপতি ৷ এবার রামের মূর্তি গড়ে ফের খবরের শিরোনামে তিনি ৷

  • #WATCH | Jaipur: Guinness World Record holder sculptor Navaratna Prajapati carves out a statue of Shri Ram on the tip of a pencil.

    He says, "It took me 5 days to complete it. And it is just 1.3cm in height... This is the smallest statue in the world. I will gift this to the Shri… pic.twitter.com/c9nRo0duCM

    — ANI (@ANI) January 21, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই মূর্তি সম্পর্কে নবরত্ন জানিয়েছেন, পেন্সিলের ডগায় ভগবান রামকে তৈরি করতে তাঁর সময় লেগেছে প্রায় পাঁচদিন । তাঁর তৈরি ভগবান রামের এই মূর্তির দৈর্ঘ্য 1.3 সেমি । এক হাতে ধনুক ও অন্য হাতে তির রয়েছে মূর্তিটির ৷ পেন্সিলে খোদাই করে ভগবান রামের মূর্তি তৈরি করা হয়েছে । এই মূর্তিটি রাম মিউজিয়ামে রাখার জন্য রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে উপহার দেওয়া হবে বলেও তিনি জানান ।

আরও পড়ুন:

  1. রামলালার স্নানের জল কয়েক কলসি, হাজার হাজার টন ফুলে সজ্জিত রামনগরী
  2. পিঠে-লাড্ডু-সুগন্ধি-ধনুক; রামলালার জন্য প্রচুর উপহার জমছে অযোধ্যায়
  3. পটচিত্রে 'রামকাহিনি', রাম মন্দির উদ্বোধনে পটের গান বাঁধলেন পিংলার চিত্রকর পরিবার

জয়পুর, 21 জানুয়ারি: সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা ৷ তার আগে সারাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে নানাকরম জিনিস পাঠাচ্ছেন রামনগরীতে ৷ কেউ সোনা-রূপোর গয়না তো আবার কেউ সুগন্ধি থেকে শুরু করে ধনুক উপহার পাঠাচ্ছেন ৷ দেশের নানা জায়গায় রামের মূর্তি গড়ে হচ্ছে পুজোপাঠ ৷ যে যার নিজের মতো করে রাম মন্দিরের উদ্বোধন উদযাপন করতে ব্যস্ত ৷ এর থেকে বাদ নেই রাজস্থানের জয়পুরও ৷ সেখানকার এক শিল্পী পেন্সিলের মাথায় 1.3 সেন্টিমিটারের রামের মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিলেন ৷ এই শিল্পী হলেন নবরত্ন প্রজাপতি ৷

তবে তিনি যে সে শিল্পী নন, তাঁর নামে রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের মতো রেকর্ড ৷ নবরত্ন তাঁর সূক্ষ্ম শিল্পশৈলীর জন্য বিখ্যাত ৷ তিনি এর আগে একটি 2 মিমি কাঠের চামচ তৈরি করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন ৷ এছাড়া এর আগে পেন্সিলের ডগায় ভগবান গণেশ, মহাবীর স্বামী, মহারানা প্রতাপ, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধি, ডক্টর ভীমরাও আম্বেদকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো মানুষের মূতি খোদাই করেছেন নবরত্ন প্রজাপতি ৷ এবার রামের মূর্তি গড়ে ফের খবরের শিরোনামে তিনি ৷

  • #WATCH | Jaipur: Guinness World Record holder sculptor Navaratna Prajapati carves out a statue of Shri Ram on the tip of a pencil.

    He says, "It took me 5 days to complete it. And it is just 1.3cm in height... This is the smallest statue in the world. I will gift this to the Shri… pic.twitter.com/c9nRo0duCM

    — ANI (@ANI) January 21, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই মূর্তি সম্পর্কে নবরত্ন জানিয়েছেন, পেন্সিলের ডগায় ভগবান রামকে তৈরি করতে তাঁর সময় লেগেছে প্রায় পাঁচদিন । তাঁর তৈরি ভগবান রামের এই মূর্তির দৈর্ঘ্য 1.3 সেমি । এক হাতে ধনুক ও অন্য হাতে তির রয়েছে মূর্তিটির ৷ পেন্সিলে খোদাই করে ভগবান রামের মূর্তি তৈরি করা হয়েছে । এই মূর্তিটি রাম মিউজিয়ামে রাখার জন্য রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে উপহার দেওয়া হবে বলেও তিনি জানান ।

আরও পড়ুন:

  1. রামলালার স্নানের জল কয়েক কলসি, হাজার হাজার টন ফুলে সজ্জিত রামনগরী
  2. পিঠে-লাড্ডু-সুগন্ধি-ধনুক; রামলালার জন্য প্রচুর উপহার জমছে অযোধ্যায়
  3. পটচিত্রে 'রামকাহিনি', রাম মন্দির উদ্বোধনে পটের গান বাঁধলেন পিংলার চিত্রকর পরিবার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.