ETV Bharat / bharat

ট্রাফিক আইন ভেঙেছেন 300 বার, 3 লাখ 20 হাজার টাকার জরিমানা স্কুটার চালকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 8:38 PM IST

Updated : Feb 11, 2024, 8:45 PM IST

Scooter Owner Fined Rs 3 Lakh 20 Thousand: ট্রাফিক আইন ভেঙে জরিমানা দেননি এমন একাধিক ব্যক্তির বাড়ি বাড়ি অভিযান চালায় বেঙ্গালুরুর ট্রাফিক বিভাগ ৷ জরিমানার পরিমাণ 50 হাজার টাকারও বেশি এমন ব্যক্তিদের বাড়িতেই চলে অভিযান।

ETV BHARAT
ETV BHARAT

বেঙ্গালুরু, 11 ফেব্রুয়ারি: সম্প্রতি বেঙ্গালুরুর ট্রাফিক বিভাগ একটি অভিযান চালায় ৷ যাঁদের নামে 50 হাজার টাকা বা তার বেশি জরিমানা জমে আছে, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে টাকা সংগ্রহ করা হয়েছে ৷ সেই তালিকায় এমন একজনের নাম রয়েছে, যিনি তিনশোবারেও বেশি ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন ৷ আর ওই ব্যক্তির নামে 3 লক্ষ 20 হাজার টাকার জরিমানা ধার্য করেছে বেঙ্গালুরুর ট্রাফিক পুলিশ ৷ এমনটাই জানা গিয়েছে ৷

পুলিশ জানিয়েছে, কেএ 05 কেএফ 7969 নম্বরের এই স্কুটারের মালিক তিনশোরও বেশি ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন ৷ বেঙ্কটরামন নামে ওই ব্যক্তি বেঙ্গালুরুর সুধামনগরের বাসিন্দা ৷ এসআর নগর, উইলসন গার্ডেন-সহ বেশ কয়েকটি এলাকায় অসংখ্যবার তিনি ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়েছেন ৷ কখনও বিনা হেলমেটে স্কুটার চালিয়েছেন। কখনও সিগন্যাল ভাঙার মতো অপরাধ করেছেন ৷ এমনকী ওয়ানওয়েতেও দেদার গাড়ি ছুটিয়েছেন ৷ হেলমেট ছাড়া অবস্থায় স্কুটার চালানোর সময় তাঁর ফোনে কথা বলার ছবিও ট্রাফিক সিগন্যালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ৷

উল্লেখ্য, সম্প্রতি স্কুটার ও বাইক আরোহীদের ট্রাফিক আইন ভাঙার 643টি ঘটনা জানা গিয়েছে ৷ গত দু’বছরের মধ্যেই ঘটেছে এই সব ঘটনা ৷ সেখানে অধিকাংশ অভিযোগই বিনা-হেলমেটে স্কুটার বা বাইক চালানোর ৷ এদের সকলকেই ফাইন না দিয়ে রাস্তায় স্কুটার বের করতে নিষেধ করেছিল ট্রাফিক বিভাগ ৷ সে সংক্রান্ত মেসেজও সকলের ফোনে গিয়েছিল ৷ কিন্তু, কোথায় কী ! আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার সেইসব স্কুটার রাস্তায় বেরিয়েছে ৷

সেই সূত্রে বেঙ্গালুরু ট্রাফিক বিভাগ কেএ 05 কেএফ 7969 নম্বরের এই স্কুটারের হদিশ পায় ৷ দেখা যায় তিনশোর বেশি ট্রাফিক আইন ভেঙেছেন স্কুটার মালিক ভেঙ্কটরামন। তাঁর 3 লক্ষ 22 হাজার টাকার ফাইন হয়েছে ৷ আরেকটি কেএ04 কেএফ 9072 নম্বরের স্কুটারের বিরুদ্ধেও প্রায় তিনশোর কাছাকাছি ট্রাফিক আইন ভাঙার অভিযোগ রয়েছে ৷

আরও পড়ুন:

  1. মদ্যপ চালকদের 'নরকের' টিকিট দিতে গদা উঁচিয়ে আসছেন যমরাজ ! সচেতনতা বাড়াতে নয়া উদ্যোগ
  2. পথ হারানো মাধ্যমিক পরীক্ষার্থীকে বাইকে বসিয়ে কেন্দ্রে পৌঁছে দিল কলকাতা পুলিশ
  3. বড়দিনে বাড়াবাড়ি ! আইন লঙ্ঘন করায় কেবল ট্রাফিক বিভাগেই দায়ের 532টি মামলা
Last Updated : Feb 11, 2024, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.