ETV Bharat / bharat

চন্দ্রবাবুর আগাম জামিনের বিরুদ্ধে অন্ধ্র সরকারের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 3:16 PM IST

N Chandrababu Naidu-Supreme Court
N Chandrababu Naidu-Supreme Court

N Chandrababu Naidu: অমরাবতী ইনার রিং রোড দুর্নীতি মামলায় তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুকে আগাম জামিন দিয়েছিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ৷ এর বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৷ সোমবার শীর্ষ আদালত অন্ধ্র সরকারের আবেদন খারিজ করে দিয়েছে ৷ প্রতিবেদনটি লিখেছেন ইটিভি ভারত-এর সুমিত সাক্সেনা ।

নয়াদিল্লি, 29 জানুয়ারি: সুপ্রিম কোর্টে ধাক্কা খেল অন্ধ্রপ্রদেশ সরকার ৷ ফলে ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুর আগাম জামিন বহাল রইল ৷ অন্ধ্রের রাজধানীতে ইনার রিং রোড বানানো নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে চন্দ্রবাবুর বিরুদ্ধে ৷ 2022 সালে সেই নিয়ে এফআইআর দায়ের হয় ৷ ওই মামলায় গত 10 জানুয়ারি অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট আগাম জামিন দেয় চন্দ্রবাবু নাইডুকে ৷ সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অন্ধ্রপ্রদেশ সরকার ৷ কিন্তু তাদের সেই আবেদন সোমবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷

এ দিন মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে ৷ সেখানে মামলা খারিজ হয়ে যাওয়ার পরও চন্দ্রবাবু নাইডুর আইনজীবী সিদ্ধার্থ লুথরা ও রাজ্য সরকারের আইনজীবী রঞ্জিত কুমার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলাগুলি বিচারাধীন রয়েছে, সেগুলি উল্লেখ করেন ৷ আদালত তখন জানতে চায়, অন্ধ্র সরকারের এসএলপি (স্পেশাল লিভ পিটিশন) খারিজ হয়ে যাওয়ার পরও কেন একথা শোনা হবে ?

তবে আদালত জানিয়েছে, এ দিনের নির্দেশ কোনোভাবেই তদন্তে প্রভাব ফেলবে না ৷ আর চন্দ্রবাবু নাইডু যদি তদন্তে সহযোগিতা না করেন, তাহলে অন্ধ্রপ্রদেশ সরকার তাঁর আগাম জামিন খারিজের জন্য আদালতের দ্বারস্থ হতে পারে ৷ উল্লেখ্য, সুপ্রিম কোর্টে করা এবারের আবেদনে অন্ধ্রপ্রদেশ সরকার দাবি করেছিল যে ওই রাজ্যের হাইকোর্ট কম সময়ের মধ্যে সবকিছু ভালো করে খতিয়ে না দেখেই আগাম জামিন দেয় চন্দ্রবাবু নাইডুকে ৷ অন্ধ্র সরকারের আরও দাবি, গ্রেফতারিতে বিলম্ব কখনও আগাম জামিন দেওয়ার কারণ হতে পারে না ৷

সুপ্রিম কোর্টে দায়ের করে পিটিশনে অন্ধ্রপ্রদেশ সরকার আরও জানায় যে এই দুর্নীতির তদন্ত বেশ জটিল প্রকৃতির ৷ এতে তথ্য-প্রমাণ ও মৌখিক সাক্ষ্যের পরিমাণ অনেক ৷ সিআইডি তদন্ত করছে ৷ নাইডুর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তদন্তকারী সংস্থা তাঁকে হেফাজতে নেওয়ার বিষয়ে পদক্ষেপ করে ৷ কিন্তু অন্ধ্রপ্রদেশ সরকারের যুক্তি যে টেকেনি, তা সুপ্রিম কোর্টে মামলা খারিজ হয়ে যাওয়া থেকেই স্পষ্ট ৷

আরও পড়ুন:

  1. সিআইডি'র তিনটি মামলাতেই চন্দ্রবাবু নাইডুকে জামিন দিল অন্ধ্র হাইকোর্ট
  2. প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে জামিন দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট
  3. চন্দ্রবাবু নাইডুর সঙ্গে রাখা যাবে না কোনও পুলিশ আধিকারিক, নির্দেশ হাইকোর্টের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.