ETV Bharat / bharat

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রাম মন্দিরের উদ্বোধন, এক ঝলকে দেখে নিন অনুষ্ঠান সূচি

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2024, 7:42 PM IST

Updated : Jan 22, 2024, 7:34 AM IST

Ram Mandir Inauguration: দেশের একাধিক রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারি সংস্থা, ইনস্টিটিউট এবং শিল্প সংস্থাগুলি 22 জানুয়ারি রামলালার অভিষেক অনুষ্ঠানের জন্য অর্ধ দিবসের ছুটি ঘোষণা করেছে। সোমবার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ছত্তিশগড়-সহ বেশ কয়েকটি রাজ্যে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। বেশ কয়েকটি রাজ্যের সরকার ড্রাই ডে-ও ঘোষণা করেছে।

Etv Bharat
Etv Bharat

হায়দরাবাদ, 21 জানুয়ারি: অযোধ্য়ায় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি শেষ পর্যায় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামিকাল, সোমবার উদ্বোধন করবেন রাম মন্দিরের ৷ প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সভাপতিত্বও করবেন ৷ ওই অনুষ্ঠানে থাকবেন সমাজের কয়েক হাজার বিশিষ্ট মানুষও ৷ অন্যদিকে, 11 দিনের কঠোর ব্রত এবং বিশেষ আচার পালন করছেন ৷ এই কয়েকদিন মেঝেতেই ঘুমোচ্ছেন মোদি ৷ একই সঙ্গে, ডাবের জলও পান করছেন ৷

সরকারি সূত্রে খবর, সোমবার সকালে অযোধ্য়ার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী ৷ সকাল 11টা নাগাদ প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এরপর তিনি রাম জন্মভূমি মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে পাঁচ মিনিট পুজোও দেবেন। প্রধানমন্ত্রী দুপুর একটায় অযোধ্যায় একটি জনসভায় যোগ দেবেন ৷ এরপর আনুমানিক দুপুর আড়াইটে নাগাদ তিনি কুবের টিলার শিব মন্দিরে প্রার্থনা করতে যাবেন।

রবিবার প্রধানমন্ত্রী ধনুশকোডির কোথানদারামস্বামী মন্দিরে পুজো দিয়েছেন ৷ বিশেষ পুজো অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি রাম সেতু পরিদর্শনেও যান প্রধানমন্ত্রী। রাম সেতু নির্মাণের স্থান আরিচল মুনাইতে গিয়েও পুজো করেন মোদি ৷ সেখানে কিছুক্ষণ ধ্যানও করেন ৷ শ্রী আরুলমিগু রামনাথস্বামী মন্দিরে 'শ্রী রামায়ণ পর্যায়ন'-এ যোগও দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

এক ঝলকে দেখে নেওয়া যাক সোমবার অযোধ্যায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সূচি

সকাল 10.25 মিনিটে অযোধ্যা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সকাল 10.45 মিনিটে অযোধ্যা হেলিপ্যাডে পৌঁছবেন প্রধানমন্ত্রী

সকাল 10.55 মিনিটে শ্রীরাম জন্মভূমিতে পৌঁছবেন প্রধানমন্ত্রী মোদি

সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত সেখানেই থাকবেন প্রধানমন্ত্রী

দুপুর 12.05 মিনিট থেকে 12.55 মিনিট পর্যন্ত রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী

দুপুর 12টা 55 মিনিটে পুজোস্থল থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী মোদি

দুপুর একটায় প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছবেন

দুপুর একটা থেকে দুপুর দুটো পর্যন্ত প্রধানমন্ত্রী অযোধ্যায় জনসভা করবেন

দুপুর 2.10 মিনিটে কুবের টিলা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী মোদি

দেশের একাধিক রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারি সংস্থা, ইনস্টিটিউট এবং শিল্প সংস্থাগুলি 22 জানুয়ারি রামলালার অভিষেক অনুষ্ঠানের জন্য অর্ধ দিবসের ছুটি ঘোষণা করেছে। সোমবার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ছত্তিশগড়-সহ বেশ কয়েকটি রাজ্যে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। বেশ কয়েকটি রাজ্যের সরকার ওইদিন মদ বিক্রির উপর নিষেধাজ্ঞাও জারি করেছে।

আরও পড়ুন

  1. রাম মন্দিরের উদ্বোধনের মাধ্যমে ভারতবর্ষের পুনর্গঠনের প্রচার পর্ব শুরু, মন্তব্য সঙ্ঘ প্রধানের
  2. রামলালার স্নানের জল কয়েক কলসি, হাজার হাজার টন ফুলে সজ্জিত রামনগরী
  3. 'শ্রীরামের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অগাধ শ্রদ্ধা', নজরুলের রাম ভজন পোস্ট করে দাবি মোদির
Last Updated :Jan 22, 2024, 7:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.