ETV Bharat / bharat

রামলালার স্নানের জল কয়েক কলসি, হাজার হাজার টন ফুলে সজ্জিত রামনগরী

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2024, 12:19 PM IST

Ayodhya Ram Mandir: আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদির হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে । মঙ্গলবার থেকে চলছে আচার-অনুষ্ঠান । আজ অনুষ্ঠানের ষষ্ঠ দিন । সকাল থেকেই বিভিন্ন আচার শুরু হয়ে গিয়েছে । 125টি কলসির জলে স্নান করবেন রামলালা ৷ অন্যদিকে কলকাতা-বেঙ্গালুরু থেকে আসা 1500 টন ফুলে সজ্জিত হচ্ছে রাম মন্দির-সহ অযোধ্যা ৷

Ayodhya Ram Mandir
রামলালার প্রাণ প্রতিষ্ঠা

অযোধ্যা, 21 জানুয়ারি: সোমবার অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে । তার আগে গত মঙ্গলবার থেকে বৈদিক বিধি মেনে চলছে বিভিন্ন আচার-অনুষ্ঠান ৷ আজ সেই অনুষ্ঠানের ষষ্ঠতম দিন ৷ শনিবার পঞ্চমী তিথিতে শক্রধিবাস ও ফলধিবাসে রামলালার মূর্তি রাখা হয় । রবিবারও একই আচার পালন করা হচ্ছে । তবে আজকের অনুষ্ঠানটি খুবই বিশেষ । কারণ আজ রামলালাকে স্নান করানো হচ্ছে । এর সঙ্গে দিনব্যাপী ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান ।

Ayodhya Ram Mandir
ফুল দিয়ে সেজে উঠেছে অযোধ্যার রাম মন্দির

125 কলসির পবিত্র জলে স্নান করবেন রামলালা

রবিবার 125 কলসির পবিত্র জলে স্নান করবেন রামলালা । এরপরে, শয়াধিবাস আচারের অংশ হিসাবে গান শুনিয়ে ঘুম পাড়ানো হবে তাঁকে । তাঁর ঘুম ভাঙবে 22 জানুয়ারি অর্থাৎ আগামিকাল সকালে ৷ মঙ্গল ধ্বনি, হাততালি এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে রামলালাকে জাগানো হবে । এরপর হবে মূল অনুষ্ঠান অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠা ৷ কাশীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিতের ছেলে সুনীল এই পুরো অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন ৷ তিনি বলেন, "আজ বিশেষ পুজো ও হোমের মধ্যে দিয়ে রামলালাকে 125টি কলসির জলে দিব্যস্নান করানো হবে । শয়াধিবাসের আচার অনুসারে, শিশুর মতো গান গেয়ে ভগবানকে ঘুম পাড়ানো হবে । পরের দিন 22 জানুয়ারি সকালে হাততালি দিয়ে ও মঙ্গলময় গান গেয়ে ঘুম থেকে জাগিয়ে তোলা হবে রামলালাকে ৷ এরপর হবে প্রাণ প্রতিষ্ঠার মূল আচার ।"

Ayodhya Ram Mandir
রামনগরী জুড়ে উৎসবের মেজাজ

1500 টনেরও বেশি ফুল দিয়ে সাজানো হচ্ছে রামনগরী

প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রায় 1500 টন ফুল দিয়ে সাজানো হচ্ছে রামনগরী অযোধ্যাকে । দেশের প্রতিটি প্রান্ত থেকে বিশেষ ধরনের ফুল সংগ্রহ করা হয়েছে । এগুলো দিয়ে সাজানো হচ্ছে অযোধ্যার প্রতিটি কোণ । এর জন্য কারিগররা 24 ঘণ্টা কাজ করছেন । রাম জন্মভূমির পথ ছাড়াও মন্দির কমপ্লেক্সে প্রবেশের প্রধান রুটগুলি যেমন 3 নম্বর গেট এবং 11 নম্বর গেটে খুব সুন্দর সাজসজ্জা করা হয়েছে । এছাড়াও রাম জন্মভূমি কমপ্লেক্সের ভিতরে নির্মিত বিশাল রাম মন্দির ফুল দিয়ে সাজানো হয়েছে । মন্দিরের দেওয়াল থেকে পুরো ভবন পর্যন্ত ফুলের তোড়া লাগানো হয়েছে । সুন্দর ও সুগন্ধি ফুল দিয়ে সাজানো হয়েছে পরিক্রমা পথ ও রং মণ্ডপ, নৃত্য মণ্ডপ, কলি মণ্ডপ । অযোধ্যা ছাড়াও পশ্চিমবঙ্গ, মথুরা এবং সীতাপুর থেকে প্রায় 800 কারিগর রামনগরী সাজানোর জন্য এসেছেন । কলকাতা, কানপুর, দিল্লি, বেঙ্গালুরু ইত্যাদি জায়গা থেকে আসা ফুলে সেজে উঠছে রাম মন্দির-সহ অযোধ্যা ৷

Ayodhya Ram Mandir
আনন্দে আত্মহারা অযোধ্যাবাসী

অভিজিৎ মুহরতে অনুষ্ঠিত হবে প্রাণ প্রতিষ্ঠা

সোমবার প্রাণ প্রতিষ্ঠার দিন ধার্য করা হয়েছে । তার আগে 16 জানুয়ারি থেকে যাবতীয় আচার-অনুষ্ঠান চলছে । শাস্ত্রীয় রীতি মেনে অভিজিৎ মুহরতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে । অভিজিৎ মুহরত 22 জানুয়ারি দুপুর 12টা 29 মিনিট 8 সেকেন্ড থেকে শুরু হবে, 12টা 30 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত থাকবে । রামলালার মূর্তির অভিষেক হবে পৌষ মাসের দ্বাদশ দিনে অভিজিৎ মুহরতে, ইন্দ্র যোগ, মৃগাশিরা নক্ষত্র, মেষ লগ্ন এবং বৃশ্চিক নবমশায় । প্রাণ প্রতিষ্ঠার শুভ সময় 84 সেকেন্ড ।

Ayodhya Ram Mandir
রাজ্যের অন্যান্য মন্দিরে চলেছে পুজোপাঠ

শনিবার ছিল এই অনুষ্ঠান সূচি

শনিবার সকাল 9টায় শুরু হয় পঞ্চমীর অনুষ্ঠান । সকালে রামলালাকে চিনিতে রাখা হয়েছিল । এরপর ফলের বাসস্থান করা হয় । এরপর 81টি কলসিতে থাকা বিভিন্ন ওষুধ মেশানো জল দিয়ে তাঁকে স্নান করানো হয় । তারপর পুষ্পাধিবাসে মূর্তি স্থাপনের মাধ্যমে অধিবাস প্রক্রিয়া সম্পন্ন হয় । বাকি অনুষ্ঠান চলে সন্ধে পর্যন্ত ।

Ayodhya Ram Mandir
বৈদিক বিধি মেনে হচ্ছে পুজো

আরও পড়ুন:

  1. পিঠে-লাড্ডু-সুগন্ধি-ধনুক; রামলালার জন্য প্রচুর উপহার জমছে অযোধ্যায়
  2. 'শ্রীরামের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অগাধ শ্রদ্ধা', নজরুলের রাম ভজন পোস্ট করে দাবি মোদির
  3. অযোধ্যা স্থানীয়দের ফোনের রিংটোন বা কলার টিউন এখন রামময়

অযোধ্যা, 21 জানুয়ারি: সোমবার অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে । তার আগে গত মঙ্গলবার থেকে বৈদিক বিধি মেনে চলছে বিভিন্ন আচার-অনুষ্ঠান ৷ আজ সেই অনুষ্ঠানের ষষ্ঠতম দিন ৷ শনিবার পঞ্চমী তিথিতে শক্রধিবাস ও ফলধিবাসে রামলালার মূর্তি রাখা হয় । রবিবারও একই আচার পালন করা হচ্ছে । তবে আজকের অনুষ্ঠানটি খুবই বিশেষ । কারণ আজ রামলালাকে স্নান করানো হচ্ছে । এর সঙ্গে দিনব্যাপী ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান ।

Ayodhya Ram Mandir
ফুল দিয়ে সেজে উঠেছে অযোধ্যার রাম মন্দির

125 কলসির পবিত্র জলে স্নান করবেন রামলালা

রবিবার 125 কলসির পবিত্র জলে স্নান করবেন রামলালা । এরপরে, শয়াধিবাস আচারের অংশ হিসাবে গান শুনিয়ে ঘুম পাড়ানো হবে তাঁকে । তাঁর ঘুম ভাঙবে 22 জানুয়ারি অর্থাৎ আগামিকাল সকালে ৷ মঙ্গল ধ্বনি, হাততালি এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে রামলালাকে জাগানো হবে । এরপর হবে মূল অনুষ্ঠান অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠা ৷ কাশীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিতের ছেলে সুনীল এই পুরো অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন ৷ তিনি বলেন, "আজ বিশেষ পুজো ও হোমের মধ্যে দিয়ে রামলালাকে 125টি কলসির জলে দিব্যস্নান করানো হবে । শয়াধিবাসের আচার অনুসারে, শিশুর মতো গান গেয়ে ভগবানকে ঘুম পাড়ানো হবে । পরের দিন 22 জানুয়ারি সকালে হাততালি দিয়ে ও মঙ্গলময় গান গেয়ে ঘুম থেকে জাগিয়ে তোলা হবে রামলালাকে ৷ এরপর হবে প্রাণ প্রতিষ্ঠার মূল আচার ।"

Ayodhya Ram Mandir
রামনগরী জুড়ে উৎসবের মেজাজ

1500 টনেরও বেশি ফুল দিয়ে সাজানো হচ্ছে রামনগরী

প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রায় 1500 টন ফুল দিয়ে সাজানো হচ্ছে রামনগরী অযোধ্যাকে । দেশের প্রতিটি প্রান্ত থেকে বিশেষ ধরনের ফুল সংগ্রহ করা হয়েছে । এগুলো দিয়ে সাজানো হচ্ছে অযোধ্যার প্রতিটি কোণ । এর জন্য কারিগররা 24 ঘণ্টা কাজ করছেন । রাম জন্মভূমির পথ ছাড়াও মন্দির কমপ্লেক্সে প্রবেশের প্রধান রুটগুলি যেমন 3 নম্বর গেট এবং 11 নম্বর গেটে খুব সুন্দর সাজসজ্জা করা হয়েছে । এছাড়াও রাম জন্মভূমি কমপ্লেক্সের ভিতরে নির্মিত বিশাল রাম মন্দির ফুল দিয়ে সাজানো হয়েছে । মন্দিরের দেওয়াল থেকে পুরো ভবন পর্যন্ত ফুলের তোড়া লাগানো হয়েছে । সুন্দর ও সুগন্ধি ফুল দিয়ে সাজানো হয়েছে পরিক্রমা পথ ও রং মণ্ডপ, নৃত্য মণ্ডপ, কলি মণ্ডপ । অযোধ্যা ছাড়াও পশ্চিমবঙ্গ, মথুরা এবং সীতাপুর থেকে প্রায় 800 কারিগর রামনগরী সাজানোর জন্য এসেছেন । কলকাতা, কানপুর, দিল্লি, বেঙ্গালুরু ইত্যাদি জায়গা থেকে আসা ফুলে সেজে উঠছে রাম মন্দির-সহ অযোধ্যা ৷

Ayodhya Ram Mandir
আনন্দে আত্মহারা অযোধ্যাবাসী

অভিজিৎ মুহরতে অনুষ্ঠিত হবে প্রাণ প্রতিষ্ঠা

সোমবার প্রাণ প্রতিষ্ঠার দিন ধার্য করা হয়েছে । তার আগে 16 জানুয়ারি থেকে যাবতীয় আচার-অনুষ্ঠান চলছে । শাস্ত্রীয় রীতি মেনে অভিজিৎ মুহরতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে । অভিজিৎ মুহরত 22 জানুয়ারি দুপুর 12টা 29 মিনিট 8 সেকেন্ড থেকে শুরু হবে, 12টা 30 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত থাকবে । রামলালার মূর্তির অভিষেক হবে পৌষ মাসের দ্বাদশ দিনে অভিজিৎ মুহরতে, ইন্দ্র যোগ, মৃগাশিরা নক্ষত্র, মেষ লগ্ন এবং বৃশ্চিক নবমশায় । প্রাণ প্রতিষ্ঠার শুভ সময় 84 সেকেন্ড ।

Ayodhya Ram Mandir
রাজ্যের অন্যান্য মন্দিরে চলেছে পুজোপাঠ

শনিবার ছিল এই অনুষ্ঠান সূচি

শনিবার সকাল 9টায় শুরু হয় পঞ্চমীর অনুষ্ঠান । সকালে রামলালাকে চিনিতে রাখা হয়েছিল । এরপর ফলের বাসস্থান করা হয় । এরপর 81টি কলসিতে থাকা বিভিন্ন ওষুধ মেশানো জল দিয়ে তাঁকে স্নান করানো হয় । তারপর পুষ্পাধিবাসে মূর্তি স্থাপনের মাধ্যমে অধিবাস প্রক্রিয়া সম্পন্ন হয় । বাকি অনুষ্ঠান চলে সন্ধে পর্যন্ত ।

Ayodhya Ram Mandir
বৈদিক বিধি মেনে হচ্ছে পুজো

আরও পড়ুন:

  1. পিঠে-লাড্ডু-সুগন্ধি-ধনুক; রামলালার জন্য প্রচুর উপহার জমছে অযোধ্যায়
  2. 'শ্রীরামের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অগাধ শ্রদ্ধা', নজরুলের রাম ভজন পোস্ট করে দাবি মোদির
  3. অযোধ্যা স্থানীয়দের ফোনের রিংটোন বা কলার টিউন এখন রামময়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.