ETV Bharat / bharat

হেমন্ত সোরেনের বাড়িতে ইডি আধিকারিকরা, কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাঁচি

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 2:52 PM IST

Jharkhand CM Hemant Soren: জমি কেলেঙ্কারি ও হাওলাদার মামলায় আজ হেমন্ত সোরেনের বাড়িতে পৌঁছল ৷ অশান্তি এড়াতে কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাঁচি ৷

Etv Bharat
Etv Bharat

রাঁচি, 31 জানুয়ারি: আর্থিক দুর্নীতি মামলায় বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে পৌঁছল ইডি ৷ এদিন দুপুরে মুখ্যমন্ত্রীর রাঁচির বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল ৷ জমি কেলেঙ্কারি মামলায় নাম জড়িয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ৷ সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেই তাঁর বাড়িতে যায় ইডি ৷ অশান্তি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে ৷

সূত্রের খবর, অর্থসচিব প্রশান্ত কুমারের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করেছে ঝাড়খণ্ড সরকার ৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে এবং কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তিন সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে ঝাড়খণ্ড সরকার ৷ 144 ধারা জারি করা হয়েছে হেমন্ত সোরেনের বাড়ির আশেপাশে ৷ বুধবার সকাল 9টা থেকে রাত 10 টা পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়ি, রাজভবন ও দোরান্ডার ইডি অফিসের এলাকায় জমায়েতে না-করার কথা বলা হয়েছে ৷

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে, ইডি অফিস এবং মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে ব্যারিকেড করা হয়েছে ৷ এক হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বলেই জানিয়েছেন পুলিশের অন্যতম শীর্ষ কর্তা ৷ যদিও ডিজিপি অজয় ​​কুমার সিং মঙ্গলবার জানিয়েছিলেন যে অতিরিক্ত 7 হাজার পুলিশ মোতায়েন করা হতে পারে ৷ ঝাড়খণ্ডজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

রবিবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে তল্লাশি চালায় ইডি ৷ এরইমধ্যে রবিবার রাতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন 'উধাও' হয়ে গিয়েছেন বলে দাবি করে বিজেপি ৷ মঙ্গলবার তাঁকে রাঁচিতে দেখা যায় ৷ সড়কপথে তিনি নয়াদিল্লি থেকে ঝাড়খণ্ডে ফিরেছেন বলে দাবি করা হয় ৷ রাঁচিতে ফিরে বিধায়কদের সঙ্গে বৈঠক সারেন তিনি ৷ এরপরই বুধবার তার বাড়িতে পৌঁছে যায় ইডি আধিকারিকরা ৷

প্রসঙ্গত, 20 জানুয়ারি মুখ্যমন্ত্রীর বাসভবনে ইডির তদন্তকারীরা সোরেনের জিজ্ঞাসাবাদ ও বাড়িতে তল্লাশির সময় বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সদস্যরা ৷ তাই এবার আর কোনও ফাঁক রাখতে চাননি ইডি আধিকারিকরা ৷ তাই নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 'আমি তোমাদেরই হৃদয়ে আছি', রাঁচিতে ফিরে বললেন 'বেপাত্তা' সোরেন
  2. বুধেই বয়ান রেকর্ড হেমন্তের, মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় 144 ধারা জারি
  3. জমি দুর্নীতি ও হাওয়ালা মামলায় হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে ইডি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.