ETV Bharat / bharat

75তম সাধারণতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় রাষ্ট্রপতির বার্তা, গুরুত্ব পেল 'রাম মন্দির'

author img

By PTI

Published : Jan 25, 2024, 9:00 PM IST

President Droupadi Murmu: আগামিকাল দেশে 75তম সাধারণতন্ত্র দিবস ৷ তার আগের সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তাঁর বক্তব্যে কর্পুরী ঠাকুর, মহিলা সংরক্ষণ বিল, জি-20 শীর্ষ সম্মেলনের পাশাপাশি উঠে এল রাম মন্দির প্রসঙ্গও ৷

ETV Bharat
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
সাধারণতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় দেশবাসীর প্রতি বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, 25 জানুয়ারি: রাম মন্দির ভারতের সভ্যতার ঐতিহ্য ৷ ভবিষ্যতের ইতিহাসবিদরা, যাঁরা ভারতকে ফের আবিষ্কার করতে চাইবেন, তাঁদের কাছে এটা একে যুগান্তকারী বলে স্বীকৃতি দেবেন ৷ রামমন্দির নিয়ে এই প্রশংসাসূচক মন্তব্য করলেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ কাল 75তম সাধারণতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ্যে বার্তায় তিনি রামমন্দিরের বিষয়টি উত্থাপন করেন ৷

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, "এ সপ্তাহের প্রথমে আমরা অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরে ভগবান রামের মূর্তিতে ঐতিহাসিক প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সাক্ষী থেকেছি ৷" রামমন্দিরের নির্মাণের ইতিহাসের প্রসঙ্গটি উত্থাপন করে রাষ্ট্রপতি বলেন, "রামমন্দির নির্মাণ নিয়ে বিচারপর্ব বাকি ছিল ৷ দেশের শীর্ষ আদালত বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর রামমন্দির নির্মাণ শুরু হয় ৷ এখন এই দুর্দান্ত প্রাসাদটি শুধু মানুষের বিশ্বাস হিসেবেই দাঁড়িয়ে নেই, বিচারব্যবস্থায় মানুষের বিরাট আস্থার সাক্ষীও বটে ৷"

সাধারণতন্ত্র দিবসের আগের দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, "ভারতে এখন অমৃত কালের প্রথম দিক ৷ এখনই রূপান্তরের সময় ৷ দেশকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে সোনার সুযোগ রয়েছে ৷ আমাদের লক্ষ্য পূরণে প্রতিটি নাগরিকের অবদান গুরুত্বপূর্ণ ৷"

তিনি কর্পুরী ঠাকুরকে মরণোত্তর ভারত রত্ন দেওয়া নিয়ে বলেন, "কর্পূরী ঠাকুরের জন্মশতবর্ষ অনুষ্ঠান গতকাল হয়ে গেল ৷ তিনি দেশের পিছিয়ে পড়া শ্রেণির জন্য জীবন উৎসর্গ করেছিলেন ৷" তিনি তাঁর বার্তায় জি-20 শীর্ষ সম্মেলনের প্রশংসা করেন ৷ তাঁর বক্তৃতায় উঠে আসে নারী শক্তি বন্দন অধিনিয়ম বিলের প্রসঙ্গ ৷ গত বছর সংসদে এই বিল পাশ হয়েছে ৷ রাষ্ট্রপতি এতে চূড়ান্ত স্বাক্ষর করেছেন ৷ এদিন তিনি বলেন, "সংসদে ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে ৷ আমরা লিঙ্গ সাম্যের আদর্শের পথে এগিয়ে গিয়েছি ৷ আমি বিশ্বাস করি নারী শক্তি বন্দন অধিনিয়ম নারী উন্নয়নে বৈপ্লবিক বলে প্রমাণিত হবে ৷"

আরও পড়ুন:

  1. মহারাষ্ট্র থেকে সুবিশাল তলোয়ার উপহার পেলেন রামলালা, ওজন কত জানেন ?
  2. ভগবান রামচন্দ্রের পায়ের কাছেই মৃত্যু হল ভক্ত হনুমানের, হরিয়ানার মঞ্চে প্রয়াত অভিনেতা
  3. রাম মন্দির উদ্বোধনে মোদি, রইল কিছু বিশেষ মুহূর্তের ছবি

সাধারণতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় দেশবাসীর প্রতি বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, 25 জানুয়ারি: রাম মন্দির ভারতের সভ্যতার ঐতিহ্য ৷ ভবিষ্যতের ইতিহাসবিদরা, যাঁরা ভারতকে ফের আবিষ্কার করতে চাইবেন, তাঁদের কাছে এটা একে যুগান্তকারী বলে স্বীকৃতি দেবেন ৷ রামমন্দির নিয়ে এই প্রশংসাসূচক মন্তব্য করলেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ কাল 75তম সাধারণতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ্যে বার্তায় তিনি রামমন্দিরের বিষয়টি উত্থাপন করেন ৷

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, "এ সপ্তাহের প্রথমে আমরা অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরে ভগবান রামের মূর্তিতে ঐতিহাসিক প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সাক্ষী থেকেছি ৷" রামমন্দিরের নির্মাণের ইতিহাসের প্রসঙ্গটি উত্থাপন করে রাষ্ট্রপতি বলেন, "রামমন্দির নির্মাণ নিয়ে বিচারপর্ব বাকি ছিল ৷ দেশের শীর্ষ আদালত বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর রামমন্দির নির্মাণ শুরু হয় ৷ এখন এই দুর্দান্ত প্রাসাদটি শুধু মানুষের বিশ্বাস হিসেবেই দাঁড়িয়ে নেই, বিচারব্যবস্থায় মানুষের বিরাট আস্থার সাক্ষীও বটে ৷"

সাধারণতন্ত্র দিবসের আগের দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, "ভারতে এখন অমৃত কালের প্রথম দিক ৷ এখনই রূপান্তরের সময় ৷ দেশকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে সোনার সুযোগ রয়েছে ৷ আমাদের লক্ষ্য পূরণে প্রতিটি নাগরিকের অবদান গুরুত্বপূর্ণ ৷"

তিনি কর্পুরী ঠাকুরকে মরণোত্তর ভারত রত্ন দেওয়া নিয়ে বলেন, "কর্পূরী ঠাকুরের জন্মশতবর্ষ অনুষ্ঠান গতকাল হয়ে গেল ৷ তিনি দেশের পিছিয়ে পড়া শ্রেণির জন্য জীবন উৎসর্গ করেছিলেন ৷" তিনি তাঁর বার্তায় জি-20 শীর্ষ সম্মেলনের প্রশংসা করেন ৷ তাঁর বক্তৃতায় উঠে আসে নারী শক্তি বন্দন অধিনিয়ম বিলের প্রসঙ্গ ৷ গত বছর সংসদে এই বিল পাশ হয়েছে ৷ রাষ্ট্রপতি এতে চূড়ান্ত স্বাক্ষর করেছেন ৷ এদিন তিনি বলেন, "সংসদে ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে ৷ আমরা লিঙ্গ সাম্যের আদর্শের পথে এগিয়ে গিয়েছি ৷ আমি বিশ্বাস করি নারী শক্তি বন্দন অধিনিয়ম নারী উন্নয়নে বৈপ্লবিক বলে প্রমাণিত হবে ৷"

আরও পড়ুন:

  1. মহারাষ্ট্র থেকে সুবিশাল তলোয়ার উপহার পেলেন রামলালা, ওজন কত জানেন ?
  2. ভগবান রামচন্দ্রের পায়ের কাছেই মৃত্যু হল ভক্ত হনুমানের, হরিয়ানার মঞ্চে প্রয়াত অভিনেতা
  3. রাম মন্দির উদ্বোধনে মোদি, রইল কিছু বিশেষ মুহূর্তের ছবি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.