ETV Bharat / bharat

ভারত-কাতার দ্বিপাক্ষিক আলোচনা, বুধেই দোহায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 8:37 AM IST

PM Narendra Modi to travel Qatar: দেশের 8 প্রাক্তন নৌসেনা কর্তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল কাতারের আদালত ৷ পরে ভারত সরকারের প্রচেষ্টায় তাঁদের সেই সাজা মকুব হয় ৷ সোমবারই আট নৌসেনার মধ্যে 7 জন ভারতে ফিরেছেন ৷ এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাতার যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷

ETV Bharat
ভারত ও কাতারের মধ্যে কূটনৈতিক সম্পর্ক

নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল 8 ভারতীয় নৌসেনাকে ৷ পরে তাঁদের সাজা মকুব হয় ৷ সোমবারই তাঁদের মধ্যে 7 ভারতীয় প্রাক্তন নৌ-কর্তা দেশে ফিরেছেন ৷ এই কূটনৈতিক সাফল্যের পর দেরি না-করে বুধবারই কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব বিনয় কাতরা ৷ মঙ্গলবার থেকে দু'দিনের সংযুক্ত আরব আমিরশাহী সফরে প্রধানমন্ত্রী মোদি ৷ এই সফরের শেষে 14 ফেব্রুয়ারি কাতার যাবেন তিনি ৷

এই সফর প্রসঙ্গে বিদেশ সচিব বিনয় কাতরা বলেন, "14 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংযুক্ত আরব আমিরশাহী সফর শেষ হচ্ছে ৷ ওইদিন দুপুরে তিনি দোহা পৌঁছবেন ৷ সেখানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ এবং অন্য বিশিষ্টদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন ৷ কাতারে প্রধানমন্ত্রী মোদির এটা দ্বিতীয় সফর হবে ৷ ভারত ও কাতারের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক খুবই ভালো ৷ এই মুহূর্তে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ 20 বিলিয়ন (2 হাজার কোটি) ডলার ৷"

এদিকে সোমবারই কাতার থেকে দেশে ফিরেছেন 7 জন প্রাক্তন নৌসেনা কর্তা ৷ 8 জন প্রাক্তন নৌ কর্তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা দায়ের হয়েছিল কাতারে ৷ তাঁদের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল দেশের আদালত ৷ পরে ভারতের বিদেশমন্ত্রকের হস্তক্ষেপে তাঁদের মৃত্যুদণ্ডের সাজা খারিজ হয়ে যায় এবং মুক্তি পান ৷ এটা ভারত ও কাতারের কূটনৈতিক সাফল্য বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ ৷ এই ঘটনার কয়েকঘণ্টা পরেই বিদেশ সচিব প্রধানমন্ত্রীর কাতার যাওয়ার কথা জানান ৷ বিনয় কাতরা বলেন, "কাতার ভারতীয়দের মুক্তি দিয়েছে ৷ এতে আমরা স্বস্তি পেয়েছি ৷"

বিনয় কাতরা আরও জানান, এর আগে 2016 সালের জুন মাসে কাতারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সম্প্রতি কয়েক বছরে ভারত ও কাতারের মধ্যে কয়েকটি উচ্চস্তরীয় আদানপ্রদান হয়েছে ৷ 2022 সালের নভেম্বরে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় দোহা গিয়েছিলেন ৷

আরও পড়ুন:

  1. কাতারে ভারতের কূটনৈতিক সাফল্য! 8 ভারতীয়র মৃত্যুদণ্ডের সাজা মকুব
  2. কাতার থেকে ফেরা 'মৃত্যুদণ্ডপ্রাপ্ত' প্রাক্তন নৌসেনা কর্তাদের মুখে মোদির স্তুতি, ভারত মাতা কি জয়
  3. প্রাক্তন নৌসেনা অফিসারদের দেশে ফেরাতে দিল্লির হাতিয়ার ভারত-কাতার চুক্তি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.