ETV Bharat / bharat

'গণতন্ত্রের আলোচনায় ডঃ মনমোহন সিংয়ের কথা সবসময় হবে', প্রাক্তনের ভূয়সী প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 12:00 PM IST

Updated : Feb 8, 2024, 12:32 PM IST

PM Narendra Modi lauds ex-PM Manmohan Singh: আজ রাজ্যসভায় বিদায়ী সাংসদদের উদ্দেশ্যে বক্তৃতায় কংগ্রেসি প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রীর মুখে প্রাক্তন কংগ্রেসি প্রধানমন্ত্রীর প্রশংসা ৷ রাজ্যসভার 56 জন সাংসদ অবসর নিচ্ছেন ৷ তাঁদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই ইউপিএ জমানার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা করলেন ৷

এদিন তিনি বলেন, "যখনই দেশের গণতন্ত্র নিয়ে আলোচনা হবে, সেখানে বহু সাংসদের কথা উঠবে ৷ তাঁদের মধ্যে অন্যতম মাননীয় ডঃ মনমোহন সিং ৷ তাঁর সংসদে যোগদানের বিষয়ে আলোচনা অবশ্যই হবে ৷ তিনি ছ'বার রাজ্যসভায় এসেছেন ৷ নেতা হিসেবে, এমনকী বিরোধী দলের নেতা হিসেবেও সংসদে তাঁর যোগদান গুরুত্বপূর্ণ ৷"

এ বিষয়ে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হুইল চেয়ারে করে সংসদে আসার বিষয়টি উত্থাপন করেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "তিনি একবার হুইল চেয়ারে করে ভোট দিতে সংসদে আসেন ৷ তিনি গণতন্ত্রের জন্য এসেছিলেন ৷ জানাই ছিল, সেবার ট্রেজারি বেঞ্চের জয় হবে ৷ মতানৈক্যও ছিল বিস্তর ৷ কিন্তু ডঃ মননমোহন সিংজি হুইলচেয়ারে করে এসেছিলেন ৷ ভোট দিলেন ৷ একজন সাংসদ তাঁর দায়িত্ব বিষয়ে কতটা সজাগ, এই ঘটনা তারই উদাহরণ ৷ আমি আরও দেখেছি ৷ কখনও হয়তো কমিটির সদস্যদের নির্বাচন হচ্ছে ৷ তিনি হুইল চেয়ারে ভোট দিতে এসেছিলেন ৷ এটা প্রশ্ন নয় যে, তিনি কাকে শক্তি দিতে এসেছিলেন ৷ আমি মানছি, তিনি গণতন্ত্রকে শক্তিশালী করতে এসেছিলেন ৷"

এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী নবতিপর ডঃ মনমোহন সিংজির দীর্ঘায়ু কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আমি সবার হয়ে প্রার্থনা করছি, তিনি যেন সবসময় আমাদের পথ দেখান ৷ আমাদের উৎসাহ দিন ৷" কংগ্রেস সরকারের আমলে ডঃ মনমোহন সিং 2004 থেকে 2014 পর্যন্ত দু'বার দেশের প্রধানমন্ত্রী হন ৷ এছাড়া তিনি অর্থমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন ৷

আরও পড়ুন:

  1. ভোট দিলেন মোদি, হুইলচেয়ারে এসে ভোটাধিকার প্রয়োগ মনমোহনেরও
  2. প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের 91তম জন্মদিন, শুভেচ্ছা নরেন্দ্র মোদির
  3. মুলায়ম ছিলেন সমাজবাদী আন্দোলনের আইকন, শোকপ্রকাশ মনমোহন সিংয়ের

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রীর মুখে প্রাক্তন কংগ্রেসি প্রধানমন্ত্রীর প্রশংসা ৷ রাজ্যসভার 56 জন সাংসদ অবসর নিচ্ছেন ৷ তাঁদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই ইউপিএ জমানার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা করলেন ৷

এদিন তিনি বলেন, "যখনই দেশের গণতন্ত্র নিয়ে আলোচনা হবে, সেখানে বহু সাংসদের কথা উঠবে ৷ তাঁদের মধ্যে অন্যতম মাননীয় ডঃ মনমোহন সিং ৷ তাঁর সংসদে যোগদানের বিষয়ে আলোচনা অবশ্যই হবে ৷ তিনি ছ'বার রাজ্যসভায় এসেছেন ৷ নেতা হিসেবে, এমনকী বিরোধী দলের নেতা হিসেবেও সংসদে তাঁর যোগদান গুরুত্বপূর্ণ ৷"

এ বিষয়ে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হুইল চেয়ারে করে সংসদে আসার বিষয়টি উত্থাপন করেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "তিনি একবার হুইল চেয়ারে করে ভোট দিতে সংসদে আসেন ৷ তিনি গণতন্ত্রের জন্য এসেছিলেন ৷ জানাই ছিল, সেবার ট্রেজারি বেঞ্চের জয় হবে ৷ মতানৈক্যও ছিল বিস্তর ৷ কিন্তু ডঃ মননমোহন সিংজি হুইলচেয়ারে করে এসেছিলেন ৷ ভোট দিলেন ৷ একজন সাংসদ তাঁর দায়িত্ব বিষয়ে কতটা সজাগ, এই ঘটনা তারই উদাহরণ ৷ আমি আরও দেখেছি ৷ কখনও হয়তো কমিটির সদস্যদের নির্বাচন হচ্ছে ৷ তিনি হুইল চেয়ারে ভোট দিতে এসেছিলেন ৷ এটা প্রশ্ন নয় যে, তিনি কাকে শক্তি দিতে এসেছিলেন ৷ আমি মানছি, তিনি গণতন্ত্রকে শক্তিশালী করতে এসেছিলেন ৷"

এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী নবতিপর ডঃ মনমোহন সিংজির দীর্ঘায়ু কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আমি সবার হয়ে প্রার্থনা করছি, তিনি যেন সবসময় আমাদের পথ দেখান ৷ আমাদের উৎসাহ দিন ৷" কংগ্রেস সরকারের আমলে ডঃ মনমোহন সিং 2004 থেকে 2014 পর্যন্ত দু'বার দেশের প্রধানমন্ত্রী হন ৷ এছাড়া তিনি অর্থমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন ৷

আরও পড়ুন:

  1. ভোট দিলেন মোদি, হুইলচেয়ারে এসে ভোটাধিকার প্রয়োগ মনমোহনেরও
  2. প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের 91তম জন্মদিন, শুভেচ্ছা নরেন্দ্র মোদির
  3. মুলায়ম ছিলেন সমাজবাদী আন্দোলনের আইকন, শোকপ্রকাশ মনমোহন সিংয়ের
Last Updated : Feb 8, 2024, 12:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.