ETV Bharat / bharat

বিহারের রংবদল, নবমবার মুখ্যমন্ত্রী হলেন নীতীশ

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 5:11 PM IST

Updated : Jan 28, 2024, 6:49 PM IST

ETV Bharat
নীতীশ কুমার

Nitish Kumar: বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার ৷ বিরোধী সরকার ভাঙার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপির হাত ধরে মসনদে নীতীশ। বিহারে ফিরল এনডিএ-জেডিইউ জোট ৷

পটনা, 28 জানুয়ারি: নবম বার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার ৷ রবিবার সকালেই তিনি রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন ৷ এরপর এদিনই বিকেলে ফের শপথ নিলেন ৷ বিহারে ফিরল এনডিএ-জেডি(ইউ) জোট ৷ বিজেপিকে সঙ্গ ফিরলেন নীতীশ কুমার ৷ তাঁর দু'জন উপমুখ্যমন্ত্রী হলেন বিজেপির রাজ্য সভাপতি সম্রাট চৌধুরি ও বিজেপি নেতা বিজয় সিনহা ৷ আজকের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা থেকে শুরু করে চিরাগ পাসোয়ান। ছিলেন বিজেপির অন্য নেতারাও।

গত কয়েকদিন ধরেই বিহারের রাজনীতিতে কানাঘুষো চলছিল, রাজ্যের মহাগঠবন্ধন সরকার ভেঙে বেরিয়ে আসবেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ এর আগে 2022 সালের অগস্টে এনডিএ জোট ভেঙে বেরিয়ে আসেন জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার ৷ আরজেডি ও অন্য দলগুলির সঙ্গে জোট বেঁধে মহাগঠবন্ধন সরকার গঠিত হয় ৷ মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমারই ৷ উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন লালু-পুত্র তেজস্বী যাদব ৷

এরপর 2023 সালের জুন মাসে জেডি(ইউ), আরজেডি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল-সহ প্রায় 32টি বিজেপি-বিরোধী দলের বৈঠক হয় ৷ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে গঠিত হয় জোট ৷ পরে এই জোটের নাম হয় 'ইন্ডিয়া' ৷ এই জোটের অন্যতম উদ্যোক্তা ছিলেন নীতীশ কুমার ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে, অন্য নেতাদের সঙ্গে মতানৈক্য হওয়ায় সেই জোট থেকে বেরিয়ে আসার কথা বারবার বুঝিয়ে দিচ্ছিলেন জেডি(ইউ) প্রধান ৷ এমনকী তিনি জোটের কনভেনরেরর পদে বসতে চাননি প্রবীণ নীতিশ ৷

এদিকে গত বুধবার, 24 জানুয়ার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কারপুরি ঠাকুরকে মরণোত্তর ভারত রত্ন দেওয়ার কথা ঘোষণা করে ভারত সরকার ৷ এই সিদ্ধান্তে বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন বিহারের মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ ৷ পাশাপাশি ইউপিএ জমানার কংগ্রেস সরকারের সমালোচনাও করেন ৷ তিনি জানান, দীর্ঘদিন ধরে কংগ্রেস সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, কর্পূরী ঠাকুরকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হোক ৷ কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি ৷

আরও পড়ুন:

  1. মহাগঠবন্ধন ও ইন্ডিয়া জোটকে দোষারোপ নীতীশের, 'আয়ারাম-গয়ারাম' বলছে কংগ্রেস
  2. নীতীশকে গিরগিটির সঙ্গে তুলনা জয়রামের, বললেন 'বিশ্বাসঘাতক'
  3. ডিগবাজির পরই নীতীশকে ফোন মোদির, এনডিএতে ফেরায় অভিনন্দন
Last Updated :Jan 28, 2024, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.