ETV Bharat / bharat

মোদির ওবিসি সত্ত্বা নিয়ে রাহুলের তোপ, কী বলছে অনগ্রসর জাতির জাতীয় কমিশন

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 5:44 PM IST

Rahul Comment on Modi Caste: রাহুল গান্ধির প্রধানমন্ত্রী মোদির ওবিসি মর্যাদা নিয়ে প্রশ্ন তোলার পর, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (এনসিবিসি) বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে ৷

ETV bHARAT
ETV bHARAT

নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি: সম্প্রতি একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) সত্ত্বা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । সে বিষয়ে ধন্ধের অবসান ঘটাতে উদ্যোগী হল অনগ্রসর শ্রেণির জাতীয় কমিশন (এনসিবিসি) ৷ তারা বলেছে যে, মোধ ঘাঞ্চি জাতিটি মণ্ডল তালিকায় 91 (ক)-তে রয়েছে ৷ 1994 সালের 25 জুলাই গুজরাত সরকার এই মোধ ঘাঞ্চি জাতিকে ওবিসি-র রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছিল ।

অনগ্রসর শ্রেণির জাতীয় কমিশন আরও বলেছে যে, তারা 15.11.1997 তারিখে গুজরাত রাজ্যের ওবিসি মোধ-ঘাঞ্চি জাতিকে কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়েছিল এবং তা করার জন্য 27.10.1999 তারিখে একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল । এনসিবিসি বিবৃতিতে বলা হয়েছে, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট, 1993 অনুসারে, ওবিসি-র কেন্দ্রীয় তালিকায় কোনও জাতি/সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার জন্য অনগ্রসর শ্রেণির জাতীয় কমিশনের পরামর্শ মেনে নেওয়াটা সাধারণত কেন্দ্রীয় সরকারের জন্য বাধ্যতামূলক ।

এনসিবিসি জানিয়েছে, "মোধ ঘাঞ্চি জাতি-সহ গুজরাত রাজ্যের ওবিসির কেন্দ্রীয় তালিকায় 104টি জাতি/সম্প্রদায় রয়েছে ৷ এটি লক্ষ্য করা যেতে পারে যে, যখন উপরোক্ত উভয় সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ ওবিসির রাজ্য তালিকায় এবং কেন্দ্রীয় তালিকায় মোধ ঘাঞ্চি জাতিকে অন্তর্ভুক্ত করার সময়, শ্রী নরেন্দ্র মোদি কোনও আইনসভা বা প্রশাসনিক পদে ছিলেন না ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে ওবিসি হিসেবে দাবি করে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন বলে বৃহস্পতিবার অভিযোগ তুলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি দাবি করেন, নরেন্দ্র মোদি জন্মসূত্রে ওবিসি নন ৷ তিনি বলেন, "মোদিজি নিজেকে একজন ওবিসি বলে জনগণকে বিভ্রান্ত করছেন । তিনি তেলি বর্ণের একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যেটি 2000 সালে গুজরাতে বিজেপি সরকারের আমলে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল । তাই, মোদিজি জন্মসূত্রে ওবিসি নন ।"

আরও পড়ুন:

  1. জন্মসূত্রে ওবিসি নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দাবি রাহুল গান্ধির
  2. নরসিমহা রাওকে ভারতরত্ন দেওয়ার পেছনে রাজনীতি ! কী বললেন কুণাল ?
  3. 'বাবা বেঁচে থাকতে এই সম্মান পেলে আরও খুশি হতেন', ভারতরত্ন প্রাপ্তিতে জানালেন স্বামীনাথনের মেয়ে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.