ETV Bharat / bharat

গাড়ির বনেটে ব্যক্তি, 400 মিটার টেনে নিয়ে গেলেন ক্যাব চালক

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 7:54 AM IST

Man dragged by car: বেঙ্গালুরুতে একটি ক্যাব ড্রাইভার 400 মিটার পর্যন্ত একটি ব্যক্তিকে বনেটে থাকা অবস্থায় টেনে নিয়ে গেলেন ৷ 15 জানুয়ারির এই ঘটনা প্রকাশ্যে এনেছে সিসিটিভি ফুটেজ ৷

Etv Bharat
ঘটনার সিসিটিভি ফুটেজ

বেঙ্গালুরু, 24 জানুয়ারি: গাড়ি থামানোর জন্য বনেটের উপর চড়ে বসেছিলেন ব্যক্তি ৷ এরকম অবস্থায় ওই ব্যক্তিকে প্রায় 400 মিটার পর্যন্ত টেনে নিয়ে গেল গাড়িটি । 15 জানুয়ারি রাতে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মল্লেশ্বরামে। গাড়ির বনেটে থাকা অশ্বথ নামের ব্যক্তিকে টেনে নিয়ে যায় গাড়ির চালক মোহাম্মদ মুনির ৷ দৃশ্যটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ।

জানা গিয়েছে, মল্লেশ্বরম সার্কেলের মারাম্মা মন্দিরের কাছে অশ্বথের ক্যাবের সঙ্গে সংঘর্ষ হয় মোহাম্মদ মুনিরের ৷ এই সময় অশ্বথ মুনিরকে তার গাড়ি থামাতে বলেন । গাড়ি না থামিয়ে সে পালানোর চেষ্টা করলে সামনে দাঁড়িয়ে থাকা অশ্বথ অভিযুক্ত মুনিরকে নামতে বলেন । কিন্তু মুনির না নেমে তৎক্ষণাৎ গাড়ি চালিয়ে দেয় বলে জানা গিয়েছে । এই সময়ে, গাড়ি থামাতে গাড়ির বনেটে চেপে পড়েন অশ্বথ ৷ এই অবস্থায় ক্যাব ড্রাইভার মুনির তাঁকে 400 মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ।

অভিযুক্ত ব্যক্তি মল্লেশ্বরম 18 নম্বর ক্রস সিগন্যাল পর্যন্ত তার গাড়ি নিয়ে গিয়েছিল ৷ স্থানীয় লোকজন পিছনে দৌড়ে গেলেও গাড়ি থামায়নি । এরপর মুনির মাঝপথে হঠাৎ অশ্বথকে নামানোর চেষ্টা করেন। এমতাবস্থায় ট্রাফিক সিগন্যালের কাছে অভিযুক্তের গাড়ি থামায় স্থানীয়রা । মল্লেশ্বরম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালককে হেফাজতে নিয়ে একটি এনসিআর দায়ের করে । এ বিষয়ে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার এমএন আনুচেথ বলেন,"এখনও পর্যন্ত কেউ এই মামলার বিষয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি । সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে তথ্য সংগ্রহ করা হচ্ছে । পরে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷"

আরও পড়ুন :

  1. দুর্ঘটনার পর কয়েক কিলোমিটার টেনে নিয়ে গেল গাড়ি, দিল্লিতে মৃত্যু এক ব্যক্তির; সামনে এল ভিডিয়ো
  2. গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়ায় মৃত্যু বানরের, অমানবিক ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার 3
  3. ছিনতাইয়ের উদ্দেশে যুবতীকে অটো থেকে ফেলে দেওয়ার অভিযোগ দিল্লিতে

বেঙ্গালুরু, 24 জানুয়ারি: গাড়ি থামানোর জন্য বনেটের উপর চড়ে বসেছিলেন ব্যক্তি ৷ এরকম অবস্থায় ওই ব্যক্তিকে প্রায় 400 মিটার পর্যন্ত টেনে নিয়ে গেল গাড়িটি । 15 জানুয়ারি রাতে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মল্লেশ্বরামে। গাড়ির বনেটে থাকা অশ্বথ নামের ব্যক্তিকে টেনে নিয়ে যায় গাড়ির চালক মোহাম্মদ মুনির ৷ দৃশ্যটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ।

জানা গিয়েছে, মল্লেশ্বরম সার্কেলের মারাম্মা মন্দিরের কাছে অশ্বথের ক্যাবের সঙ্গে সংঘর্ষ হয় মোহাম্মদ মুনিরের ৷ এই সময় অশ্বথ মুনিরকে তার গাড়ি থামাতে বলেন । গাড়ি না থামিয়ে সে পালানোর চেষ্টা করলে সামনে দাঁড়িয়ে থাকা অশ্বথ অভিযুক্ত মুনিরকে নামতে বলেন । কিন্তু মুনির না নেমে তৎক্ষণাৎ গাড়ি চালিয়ে দেয় বলে জানা গিয়েছে । এই সময়ে, গাড়ি থামাতে গাড়ির বনেটে চেপে পড়েন অশ্বথ ৷ এই অবস্থায় ক্যাব ড্রাইভার মুনির তাঁকে 400 মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ।

অভিযুক্ত ব্যক্তি মল্লেশ্বরম 18 নম্বর ক্রস সিগন্যাল পর্যন্ত তার গাড়ি নিয়ে গিয়েছিল ৷ স্থানীয় লোকজন পিছনে দৌড়ে গেলেও গাড়ি থামায়নি । এরপর মুনির মাঝপথে হঠাৎ অশ্বথকে নামানোর চেষ্টা করেন। এমতাবস্থায় ট্রাফিক সিগন্যালের কাছে অভিযুক্তের গাড়ি থামায় স্থানীয়রা । মল্লেশ্বরম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালককে হেফাজতে নিয়ে একটি এনসিআর দায়ের করে । এ বিষয়ে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার এমএন আনুচেথ বলেন,"এখনও পর্যন্ত কেউ এই মামলার বিষয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি । সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে তথ্য সংগ্রহ করা হচ্ছে । পরে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷"

আরও পড়ুন :

  1. দুর্ঘটনার পর কয়েক কিলোমিটার টেনে নিয়ে গেল গাড়ি, দিল্লিতে মৃত্যু এক ব্যক্তির; সামনে এল ভিডিয়ো
  2. গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়ায় মৃত্যু বানরের, অমানবিক ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার 3
  3. ছিনতাইয়ের উদ্দেশে যুবতীকে অটো থেকে ফেলে দেওয়ার অভিযোগ দিল্লিতে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.