ETV Bharat / bharat

কেন্দ্রের কনস্টেবল নিয়োগ পরীক্ষা আরও সহজ, প্রশ্নপত্র হবে আঞ্চলিক ভাষাতেও

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 2:20 PM IST

Constable (GD) Exam in 13 Regional Languages: দেশের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী সিএপিএফের বিভিন্ন বাহিনীতে কনস্টেবল নিয়োগের পরীক্ষা দিয়ে থাকেন ৷ শুধুমাত্র হিন্দি ও ইংরেজিতেই এই পরীক্ষা দেওয়া যেত ৷ এবার এই দু'টি ভাষা ছাড়া আরও 13টি ভাষায় পরীক্ষা দেওয়া সম্ভব হবে, জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

ETV Bharat
নস্টেবল নিয়োগ পরীক্ষায় আঞ্চলিক ভাষার প্রশ্নপত্র

নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি: কনস্টেবল নিয়োগের পরীক্ষা আরও সহজ হল ৷ সিআরপিএফ, বিএসএফ এবং সিআইএসএফের মতো কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষা হবে ৷ আর এই পরীক্ষার প্রশ্নপত্র হিন্দি আর ইংরেজি ছাড়া 13টি আঞ্চলিক ভাষাতেও হবে ৷ এই পদক্ষেপ এই প্রথমবার ৷

একটি সরকারি বিবৃতি অনুযায়ী, সিএপিএফের পরীক্ষা হবে 10 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত ৷ দেশের 128টি শহর থেকে প্রায় 48 লক্ষ প্রার্থী এই পরীক্ষা দেবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে ৷ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেসের জেনারেল ডিউটি কনস্টেবল নিয়োগ পরীক্ষা হবে ৷ তাতে হিন্দি ও ইংরেজি ছাড়া 13টি আঞ্চলিক ভাষার প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা ৷ 1 জানুয়ারি, 2024 তারিখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এই সিদ্ধান্তকে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার ৷ আঞ্চলিক ভাষা প্রচার করতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে ৷ এছাড়া সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেসে আরও বেশি সংখ্যায় তরুণরা অংশগ্রহণ করুক, চায় কেন্দ্র ৷ হিন্দি ও ইংরেজি ভাষা ছাড়া 13টি আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র তৈরি হবে ৷ সেই ভাষাগুলি হল- অসমিয়া, বাংলা, গুজরাতি, মরাঠি, মালয়ালম, কন্নড়, তামিল, তেলুগু, ওড়িয়া, উর্দু, পঞ্জাবি, মণিপুরি এবং কোঙ্কনি ৷

দেশের স্টাফ সিলেকশন কোম্পানি সারা দেশে এই পরীক্ষা নিয়ে থাকে ৷ 13টি আঞ্চলিক ভাষায় এই পরীক্ষাটি করতে একটি মৌ চুক্তি স্বাক্ষর করেছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্টাফ সিলেকশন কমিশন ৷ এসএসসিও এই সংক্রান্ত নোটিশ জারি করেছে ৷ এর ফলে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী তাঁদের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবেন ৷ এতে পরীক্ষা দিতে সুবিধে হবে এবং বাছাই প্রক্রিয়াও উন্নত হবে ৷

আরও পড়ুন:

  1. আসানসোল স্টেশনের ডিসপ্লে বোর্ড থেকে উধাও বাংলা ভাষা, সরব 'বাংলা পক্ষ'
  2. 'স্টেজ থেকে নামার পর সময় চাই, নাহলে প্রতিবাদ নেমেসিসের ভাষা হয়ে যাবে', মুখ খুললেন রকস্টার
  3. আনিশ-মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে পথে নামছে এসএফআই, ভাষা শহিদ দিবসে থাকছে চমক

নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি: কনস্টেবল নিয়োগের পরীক্ষা আরও সহজ হল ৷ সিআরপিএফ, বিএসএফ এবং সিআইএসএফের মতো কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষা হবে ৷ আর এই পরীক্ষার প্রশ্নপত্র হিন্দি আর ইংরেজি ছাড়া 13টি আঞ্চলিক ভাষাতেও হবে ৷ এই পদক্ষেপ এই প্রথমবার ৷

একটি সরকারি বিবৃতি অনুযায়ী, সিএপিএফের পরীক্ষা হবে 10 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত ৷ দেশের 128টি শহর থেকে প্রায় 48 লক্ষ প্রার্থী এই পরীক্ষা দেবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে ৷ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেসের জেনারেল ডিউটি কনস্টেবল নিয়োগ পরীক্ষা হবে ৷ তাতে হিন্দি ও ইংরেজি ছাড়া 13টি আঞ্চলিক ভাষার প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা ৷ 1 জানুয়ারি, 2024 তারিখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এই সিদ্ধান্তকে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার ৷ আঞ্চলিক ভাষা প্রচার করতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে ৷ এছাড়া সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেসে আরও বেশি সংখ্যায় তরুণরা অংশগ্রহণ করুক, চায় কেন্দ্র ৷ হিন্দি ও ইংরেজি ভাষা ছাড়া 13টি আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র তৈরি হবে ৷ সেই ভাষাগুলি হল- অসমিয়া, বাংলা, গুজরাতি, মরাঠি, মালয়ালম, কন্নড়, তামিল, তেলুগু, ওড়িয়া, উর্দু, পঞ্জাবি, মণিপুরি এবং কোঙ্কনি ৷

দেশের স্টাফ সিলেকশন কোম্পানি সারা দেশে এই পরীক্ষা নিয়ে থাকে ৷ 13টি আঞ্চলিক ভাষায় এই পরীক্ষাটি করতে একটি মৌ চুক্তি স্বাক্ষর করেছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্টাফ সিলেকশন কমিশন ৷ এসএসসিও এই সংক্রান্ত নোটিশ জারি করেছে ৷ এর ফলে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী তাঁদের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবেন ৷ এতে পরীক্ষা দিতে সুবিধে হবে এবং বাছাই প্রক্রিয়াও উন্নত হবে ৷

আরও পড়ুন:

  1. আসানসোল স্টেশনের ডিসপ্লে বোর্ড থেকে উধাও বাংলা ভাষা, সরব 'বাংলা পক্ষ'
  2. 'স্টেজ থেকে নামার পর সময় চাই, নাহলে প্রতিবাদ নেমেসিসের ভাষা হয়ে যাবে', মুখ খুললেন রকস্টার
  3. আনিশ-মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে পথে নামছে এসএফআই, ভাষা শহিদ দিবসে থাকছে চমক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.