ETV Bharat / bharat

গরম রুটি না মেলায় বিয়ে বাতিল, পরিবার নিয়ে বাড়ির পথে হাঁটা দিলেন বর

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 2:47 PM IST

Wedding Chaos: বিয়েতে বাধ সাধল গরম রুটি ৷ বরের বন্ধুদের মাঝরাতে গরম রুটি না মেলায় বিয়ে ভেঙে দিয়ে বাড়ি ফিরলেন যুবক ৷ ভাঙচুর করা হল চেয়ার, জিনিসপত্র ৷ শেষে পুলিশ ঘটনাস্থলে এসে দু'পক্ষের মধ্যে মিটমাট করাল ৷

Wedding
বিয়ে

ফারুখাবাদ(উত্তরপ্রদেশ), 13 ফেব্রুয়ারি: রাত বারোটার সময় গরম গরম রুটি চাই বরযাত্রীর ৷ চাহিদা মতো গরম রুটি না মেলায় ভাঙল বিয়ে ৷ অপেক্ষা করে বসে রইলেন কনে ৷ ক্ষুব্ধ হয়ে বরকে নিয়ে বাড়ির পথে হাঁটা দিলেন পরিবারের লোকেরা ৷ রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুখাবাদের শামসাবাদ এলাকায় ৷

জানা গিয়েছে, মিছিল করে নাচতে নাচতে ডিজে বাজিয়ে সময়মতো বিয়ে করতে আসেন বর ৷ তোরজোর শুরু হয় বিয়েতে বসার ৷ এই পর্যন্ত সব ঠিকই ছিল ৷ কিন্তু বিয়ের মাঝে বাধ সাধে গরম রুটি ৷ কনেপক্ষের দাবি, রাত 12টা বাজলেও খেতে আসছিলেন না বরের বন্ধুরা ৷ তাঁরা তখনও ডিজের তালে কোমর দোলাতে ব্যস্ত ৷ এরপর নাচানাচি পর্ব মিটিয়ে বরপক্ষ যখন খেতে বসলেন তখন রুটি শেষ ৷ আর তাতেই রেগে আগুন হয়ে গেল বরপক্ষ ৷

খাবার আসরে ডেকে পাঠানো হয় রাঁধুনিকে ৷ তিনি এসে হাজির হলে তাঁর দিকে তাক করা হল বন্দুক ৷ এরপর শুরু হয় কথা কাটাকাটি ৷ তার জেরে চেয়ার ভেঙে হাততালি দিতে থাকেন বরের বন্ধুরা । তুমুল উত্তেজনা ছড়ায় বিয়ের আসরে । হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু'পক্ষ ৷ এতে মেয়ের বাবা ও ভাই-সহ কয়েকজন আহত হন বলে জানা গিয়েছে । পরিস্থিতির অবনতি হচ্ছে দেখে বিয়ে না করেই পরিবার নিয়ে আসর ছাড়ে বর ৷

কনের দাদা সুনীল কুমার জানান, বরযাত্রী আসার পর তাঁদের আতিথেয়তায় কোনও ত্রুটি রাখেননি তাঁর পরিবারের সদস্যরা ৷ রাত 12টার দিকে বিয়ে শুরু না হলেও কনের পরিবারের তরফে বরের বন্ধুদের খেয়ে নিতে বলা হয় । বেশি দেরি হলে খাবার নষ্ট হয়ে যাবে বলেও জানানো হয় কনেপক্ষের তরফে । তবে এরপরেও খেতে আসেনি বরপক্ষ ৷ এই নিয়ে মদ্যপ অবস্থায় বরের বাড়ির একজন দুর্ব্যবহারও করেন বলে অভিযোগ । সে বিষয়ে বরের পরিবারের কাছে অভিযোগও জানানো হয় । খেতে ডাকার পরও ডিজেতে নাচতে থাকে বরের বন্ধুরা ৷ শেষ গরম রুটি আর পাননি তাঁরা ৷"

পুলিশ জানিয়েছে, বিয়েতে ছেলে ও মেয়ে পক্ষের কিছু লোক মদ্যপান করে তর্কে জড়িয়ে পড়েন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় । উভয় পক্ষের লোকজনকে থানায় নিয়ে আসা হয় । পারস্পরিক বোঝাপড়ার পর উভয় পক্ষই বিয়ে থেকে পিছিয়ে আসে এবং নিজ নিজ জিনিসপত্র ফিরিয়ে নেয় ।

আরও পড়ুন:

  1. মেনুতে নেই পাঁঠার মাংসের বিশেষ পদ, বিয়ে বাতিল করে ফিরল পাত্রপক্ষ!
  2. কনেপক্ষ জেলা প্রশাসন, পাত্র বাছাই ইন্টারভিউয়ের মাধ্যমে; অভিনব বিয়ের আয়োজন
  3. সামনেই বিয়ে! ব্রাইডাল মেহেন্দির রং গাঢ় ও দীর্ঘস্থায়ী রাখুন এভাবে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.