ETV Bharat / bharat

বিনামূল্যে তাজমহলে প্রবেশ ও সমাধি দেখার দারুণ সুযোগ, কবে থেকে ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 2:10 PM IST

Updated : Feb 6, 2024, 2:19 PM IST

Free Entry in Taj Mahal: দুর্দান্ত সুযোগ ৷ বিনামূল্যে তাজমহলে প্রবেশ করতে পারবেন আপনি ৷ দেখতে পাবেন শাহজাহান এবং মমতাজের আসল সমাধিও । কতদিনের জন্য এই সুযোগ থাকছে জেনে নিন বিস্তারিত ৷

Taj Mahal
তাজমহল
বিনামূল্যে তাজমহলে প্রবেশ ও সমাধি দেখার দারুণ সুযোগ

আগ্রা, 6 ফেব্রুয়ারি: ভালোবাসার প্রতীক হল তাজমহল ৷ আগ্রায় অবস্থিত এই তাজমহল দেখতে ভিড় জমান দেশ বিদেশের পর্যটকেরা ৷ তাদের জন্য রয়েছে সুখবর ৷ এবার বিনামূল্যে মিলবে তাজমহলে প্রবেশের সুযোগ ৷ শুধু তাই নয়, নিজের চোখে দেখতে পাবেন শাহজাহান ও তাঁর স্ত্রী মমতাজের আসল সমাধি ৷ কবে থেকে জানেন ?

বিনামূল্যে তাজমহল দর্শন:

মঙ্গলবার অর্থাৎ আজ থেকে বিনামূল্যে খুলেছে তাজমহলের দরজা ৷ এই সুযোগ থাকবে তিনদিন ৷ 6 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত দেশি-বিদেশের পর্যটকেরা তাজমহলে বিনামূল্যে প্রবেশ করতে পারবে ৷

কেন এই সুযোগ ?

মুঘল সম্রাট শাহজাহানের জন্মবার্ষিকী ৷ সেই উপলক্ষে উরস উৎসবের বিশেষ আয়োজন করা হয়েছে তাজমহলে ৷ তার কারণে তিনদিন তাজমহলে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে । এর পাশাপাশি উরসের সময় তাজমহলের তয়খানা বা বেসমেন্টে অবস্থিত সম্রাট শাহজাহান ও তাঁর স্ত্রী মমতাজের আসল সমাধি দেখার সুযোগ থাকবে দর্শকদের ।

Free Entry in Taj Mahal
প্রেমের প্রতীক তাজমহল

প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের রজব মাসের 25, 26 এবং 27 তারিখে শাহজাহানের তিন দিনব্যাপী উরস উৎসব পালিত হয় । এবার এই তারিখগুলি 6, 7 এবং 8 ফেব্রুয়ারি পরেছে । এ বছর শাহজাহানের 369তম উরস । শাহজাহানের উরস উদযাপন কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম জাইদি জানান, মুঘল সম্রাট শাহজাহানের 369তম তিন দিনব্যাপী উরস চলবে 6 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত । 6 ফেব্রুয়ারি দুপুর 2টোয় মূল সমাধির উদ্বোধন করা হবে । যেখানে গোসলের পর ফাতিহা, মিলাদুন্নবী ও মুশায়রার আয়োজন করা হবে ।

তিনদিনব্যাপী কর্মসূচি

  • 6 ফেব্রুয়ারি: গোসলের আচারের মাধ্যমে উরস শুরু হবে । প্রধান মাজারে অবস্থিত সমাধিগুলি দুপুর 2 টায় খোলা হবে । গোসলের পর ফাতিহা, মিলাদুন্নবী ও মুশায়রা হবে ।
  • 7 ফেব্রুয়ারি: দুপুর 2টোয় তাজমহলের বেসমেন্টে অবস্থিত শাহজাহান ও মমতাজের সমাধিতে চন্দন অর্পণ করা হবে । মূল সমাধিতে কাওয়ালি হবে ।
  • 8 ফেব্রুয়ারি: তাজমহলের বেসমেন্টে অবস্থিত শাহজাহান ও মমতাজের কবরে কোরআন খোয়ানি ও কুল আচারের পর সকালে কাওয়ালি হবে । এর সঙ্গে উরস কমিটির তরফে চাদর চরানো হবে । উরসে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে রঙিন হিন্দুস্তানি চাদর, এটি খুদ্দাম-ই-রোজা কমিটির আন্তঃধর্ম সম্প্রীতির প্রতীক । সেই সঙ্গে সন্ধ্যায় প্রাঙ্গণে লঙ্গর বা খাবার বিতরণ করা হবে । সূর্যাস্তের পর প্রধান মাজারে ফাতিহার মাধ্যমে উরস শেষ হবে ।

তাজমহলে বিনামূল্যে প্রবেশের সময়:

প্রতি বছর মুঘল সম্রাট শাহজাহানের তিনদিনের উরসের সময় তাজমহলের প্রবেশের সময় নির্ধারিত হয় । তাজমহলের জ্যেষ্ঠ সংরক্ষণ সহকারী প্রিন্স বাজপেয়ী বলেন, সম্রাট শাহজাহানের তিনদিনের উরসের প্রথম ও দ্বিতীয় দিন (মঙ্গল ও বুধবার) দুপুর 2টো থেকে পর্যটক ও তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে ।

উরসের তৃতীয় দিন 8 ফেব্রুয়ারি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাজমহলে পর্যটকদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে । এছাড়াও উরসের সময় নিরাপত্তা ও শৃঙ্খলার ক্ষেত্রে আরও ভালো ব্যবস্থা থাকবে । অন্যদিকে এ বছর শাহজাহান উরস উদযাপন কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম জাইদি উরসের সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিন দিনেই তাজমহলে বিনামূল্যে প্রবেশের দাবি জানিয়েছিলেন ।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে:

এএসআই এবং সিআইএসএফের আধিকারিকদের মতে, উরসের সময় এনেক সংখ্যক মানুষ তাজমহল পরিদর্শন করতে আসে । শুধু তাজমহলে আসা দেশি-বিদেশি পর্যটকরাই নয়, তীর্থযাত্রীদেরও যেন কষ্ট না হয় । এ জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে । ভিড় নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে ।

অনেক সময় অসামাজিক ব্যক্তিরাও এই স্মৃতিসৌধ দেখতে ভিড় করে ৷ এর ফলে তাজমহলের পরিবেশ যেন নষ্ট না হয় । তার জন্য এএসআই ও সিআইএসএফ জওয়ানদের সংখ্যা ও নজরদারি বাড়ানো হয়েছে । সেই সঙ্গে তাজমহলের ভেতরে কাউকে সিগারেট, বিড়ি, পান-মসলা, কোনো ধরনের পতাকা, ব্যানার বা পোস্টার নিয়ে যেতে দেওয়া হবে না । স্মৃতিসৌধে বই, স্ক্রু ড্রাইভার, লাইটার ও ছুরির মতো জিনিস নিয়ে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. তাজমহলের সামনে বিশ্বকাপের ট্রফি, সেলফির জন্য উৎসাহী পর্যটকদের ভিড়
  2. অবিরাম বৃষ্টির প্রকোপ! 45 বছরে প্রথমবার তাজমহলের প্রাচীর ছুঁল যমুনার জল
  3. রাত ১০টা পর্যন্ত পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে তাজমহল, আগরায় প্রস্তাব মোদির মন্ত্রীর

বিনামূল্যে তাজমহলে প্রবেশ ও সমাধি দেখার দারুণ সুযোগ

আগ্রা, 6 ফেব্রুয়ারি: ভালোবাসার প্রতীক হল তাজমহল ৷ আগ্রায় অবস্থিত এই তাজমহল দেখতে ভিড় জমান দেশ বিদেশের পর্যটকেরা ৷ তাদের জন্য রয়েছে সুখবর ৷ এবার বিনামূল্যে মিলবে তাজমহলে প্রবেশের সুযোগ ৷ শুধু তাই নয়, নিজের চোখে দেখতে পাবেন শাহজাহান ও তাঁর স্ত্রী মমতাজের আসল সমাধি ৷ কবে থেকে জানেন ?

বিনামূল্যে তাজমহল দর্শন:

মঙ্গলবার অর্থাৎ আজ থেকে বিনামূল্যে খুলেছে তাজমহলের দরজা ৷ এই সুযোগ থাকবে তিনদিন ৷ 6 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত দেশি-বিদেশের পর্যটকেরা তাজমহলে বিনামূল্যে প্রবেশ করতে পারবে ৷

কেন এই সুযোগ ?

মুঘল সম্রাট শাহজাহানের জন্মবার্ষিকী ৷ সেই উপলক্ষে উরস উৎসবের বিশেষ আয়োজন করা হয়েছে তাজমহলে ৷ তার কারণে তিনদিন তাজমহলে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে । এর পাশাপাশি উরসের সময় তাজমহলের তয়খানা বা বেসমেন্টে অবস্থিত সম্রাট শাহজাহান ও তাঁর স্ত্রী মমতাজের আসল সমাধি দেখার সুযোগ থাকবে দর্শকদের ।

Free Entry in Taj Mahal
প্রেমের প্রতীক তাজমহল

প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের রজব মাসের 25, 26 এবং 27 তারিখে শাহজাহানের তিন দিনব্যাপী উরস উৎসব পালিত হয় । এবার এই তারিখগুলি 6, 7 এবং 8 ফেব্রুয়ারি পরেছে । এ বছর শাহজাহানের 369তম উরস । শাহজাহানের উরস উদযাপন কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম জাইদি জানান, মুঘল সম্রাট শাহজাহানের 369তম তিন দিনব্যাপী উরস চলবে 6 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত । 6 ফেব্রুয়ারি দুপুর 2টোয় মূল সমাধির উদ্বোধন করা হবে । যেখানে গোসলের পর ফাতিহা, মিলাদুন্নবী ও মুশায়রার আয়োজন করা হবে ।

তিনদিনব্যাপী কর্মসূচি

  • 6 ফেব্রুয়ারি: গোসলের আচারের মাধ্যমে উরস শুরু হবে । প্রধান মাজারে অবস্থিত সমাধিগুলি দুপুর 2 টায় খোলা হবে । গোসলের পর ফাতিহা, মিলাদুন্নবী ও মুশায়রা হবে ।
  • 7 ফেব্রুয়ারি: দুপুর 2টোয় তাজমহলের বেসমেন্টে অবস্থিত শাহজাহান ও মমতাজের সমাধিতে চন্দন অর্পণ করা হবে । মূল সমাধিতে কাওয়ালি হবে ।
  • 8 ফেব্রুয়ারি: তাজমহলের বেসমেন্টে অবস্থিত শাহজাহান ও মমতাজের কবরে কোরআন খোয়ানি ও কুল আচারের পর সকালে কাওয়ালি হবে । এর সঙ্গে উরস কমিটির তরফে চাদর চরানো হবে । উরসে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে রঙিন হিন্দুস্তানি চাদর, এটি খুদ্দাম-ই-রোজা কমিটির আন্তঃধর্ম সম্প্রীতির প্রতীক । সেই সঙ্গে সন্ধ্যায় প্রাঙ্গণে লঙ্গর বা খাবার বিতরণ করা হবে । সূর্যাস্তের পর প্রধান মাজারে ফাতিহার মাধ্যমে উরস শেষ হবে ।

তাজমহলে বিনামূল্যে প্রবেশের সময়:

প্রতি বছর মুঘল সম্রাট শাহজাহানের তিনদিনের উরসের সময় তাজমহলের প্রবেশের সময় নির্ধারিত হয় । তাজমহলের জ্যেষ্ঠ সংরক্ষণ সহকারী প্রিন্স বাজপেয়ী বলেন, সম্রাট শাহজাহানের তিনদিনের উরসের প্রথম ও দ্বিতীয় দিন (মঙ্গল ও বুধবার) দুপুর 2টো থেকে পর্যটক ও তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে ।

উরসের তৃতীয় দিন 8 ফেব্রুয়ারি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাজমহলে পর্যটকদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে । এছাড়াও উরসের সময় নিরাপত্তা ও শৃঙ্খলার ক্ষেত্রে আরও ভালো ব্যবস্থা থাকবে । অন্যদিকে এ বছর শাহজাহান উরস উদযাপন কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম জাইদি উরসের সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিন দিনেই তাজমহলে বিনামূল্যে প্রবেশের দাবি জানিয়েছিলেন ।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে:

এএসআই এবং সিআইএসএফের আধিকারিকদের মতে, উরসের সময় এনেক সংখ্যক মানুষ তাজমহল পরিদর্শন করতে আসে । শুধু তাজমহলে আসা দেশি-বিদেশি পর্যটকরাই নয়, তীর্থযাত্রীদেরও যেন কষ্ট না হয় । এ জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে । ভিড় নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে ।

অনেক সময় অসামাজিক ব্যক্তিরাও এই স্মৃতিসৌধ দেখতে ভিড় করে ৷ এর ফলে তাজমহলের পরিবেশ যেন নষ্ট না হয় । তার জন্য এএসআই ও সিআইএসএফ জওয়ানদের সংখ্যা ও নজরদারি বাড়ানো হয়েছে । সেই সঙ্গে তাজমহলের ভেতরে কাউকে সিগারেট, বিড়ি, পান-মসলা, কোনো ধরনের পতাকা, ব্যানার বা পোস্টার নিয়ে যেতে দেওয়া হবে না । স্মৃতিসৌধে বই, স্ক্রু ড্রাইভার, লাইটার ও ছুরির মতো জিনিস নিয়ে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. তাজমহলের সামনে বিশ্বকাপের ট্রফি, সেলফির জন্য উৎসাহী পর্যটকদের ভিড়
  2. অবিরাম বৃষ্টির প্রকোপ! 45 বছরে প্রথমবার তাজমহলের প্রাচীর ছুঁল যমুনার জল
  3. রাত ১০টা পর্যন্ত পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে তাজমহল, আগরায় প্রস্তাব মোদির মন্ত্রীর
Last Updated : Feb 6, 2024, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.