ETV Bharat / bharat

দিল্লিতে স্কুলে বোমাতঙ্ক, বম্ব-ডগ স্কোয়াডের তল্লাশি অভিযান

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 2:15 PM IST

etv bharat
etv bharat

Bomb Threat: রাজধানীর দিল্লির আরকে পুরমের দিল্লি পাবলিক স্কুলে বোমাতঙ্ক ৷ শুক্রবার সকালে বোমা রাখার হুমকি দিয়ে ই-মেল আসে ৷ পুলিশ, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড তল্লাশি চালাচ্ছে ৷

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: আরকে পুরমের দিল্লি পাবলিক স্কুলে ই-মেলে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে ৷ শুক্রবার দিল্লি পুলিশ এই খবর জানিয়েছে ৷ দিল্লি পুলিশ আরও জানিয়েছে, বোমা রাখার ই-মেল আসার সঙ্গে সঙ্গেই স্কুল খালি করে দেওয়া হয় ৷ তার পর স্কুলে তল্লাশি অভিযান চালানো হয় বোমার সন্ধানে ৷ দিল্লি পুলিশের একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে স্কুলে বোমা থাকার খবর আসতেই ঘটনাস্থলে বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড পাঠানো হয় ৷

স্কুলের একটি সূত্র থেকে জানা গিয়েছে, বোমাতঙ্ক ছড়ানোর ই-মেলটি সকাল 9টা নাগাদ আসে ৷ ওই ই-মেলে জানানো হয় যে স্কুলে দু’টি বোমা রাখা হয়েছে ৷ সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে স্কুল খালি করে দেয় ৷ তার পর শুরু হয় তল্লাশি অভিযান ৷

অন্যদিকে পুলিশের তরফে ই-মেল নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ কোন আইপি অ্যাড্রেস থেকে এই ই-মেল পাঠানো হয়েছিল, সেটা পুলিশ খতিয়ে দেখছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত বোমার সন্ধান মেলেনি ৷ প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটা ভুয়ো বোমাতঙ্ক ৷ তবে তারা কোনোরকম ঝুঁকি নিতে নারাজ ৷ এদিকে বোমাতঙ্কের খবর স্কুলে আতঙ্ক ছড়ায় ৷ অনেক অভিভাবক স্কুলের সামনে পৌঁছে যায় ৷

এর আগে গত বছর সেপ্টেম্বরে আরকে পুরমের লাল বাহাদুর শাস্ত্রী স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছিল ৷ সেবারও ই-মেল করে স্কুলে বোমা রাখার কথা জানানো হয় ৷ তল্লাশি অভিযান চালানোর পর বোমার কোনও হদিশ ওই স্কুলে পাওয়া যায়নি ৷ ফলে দেখা যায় যে পুরো বিষয়টিই ভুয়ো ছিল ৷ এমন ভুয়ো বোমাতঙ্ক গত বছরের মে মাসেও একবার ছড়ায় ৷ দিল্লির মথুরা রোডের দিল্লি পাবলিক স্কুলে ওই ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়েছিল ৷

দিল্লির সাদিক নগরের ইন্ডিয়ান স্কুলে দু’বার বোমা রাখার হুমকি আসে ৷ 2022 সালের নভেম্বর ফোন করে স্কুলে বোমা রাখার হুমকি দেওয়া হয় ৷ তার পর 2023 সালের 12 এপ্রিল আবার একই হুমকি আসে ৷ তবে দ্বিতীয়বার ই-মেল করে এই হুমকি আসে ৷ তবে দু’টোই ভুয়ো বোমাতঙ্ক ছিল ৷

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. বেঙ্গালুরুতে 44টি স্কুলে বোমাতঙ্ক ! নিরাপদে সরানো হল পড়ুয়াদের
  2. জয়পুর বিমানবন্দরে বোমাতঙ্ক ! ইমেলে ভুয়ো হুমকি কর্তৃপক্ষকে
  3. কলকাতায় জাদুঘরে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.